২০২১ সালের ডিসেম্বর মাসে তামিলনাড়ুর (Tamil Nadu) চেন্নাই (Chennai) শহরের মাউন্ট রোডে (Mount Road) যানজটের ভিডিও ভুয়ো দাবি সহ অসমের শিলচর শহরের ঘটনা বলে ছড়ানো হচ্ছে।
অসম সরকার তৃতীয় ও চতুর্থ গ্রেডের পরীক্ষা নিচ্ছে এমাসে। প্রায় ৩০০০ পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লক্ষের বেশি। ২১ অগস্ট ছিল প্রথম পরীক্ষা। আরও দু'দিন ২৮ অগস্ট ও ১ সেপ্টেম্বর পরীক্ষা নেবে রাজ্য সরকার। ভিডিওটি এই প্রেক্ষিতে ছড়ানো হচ্ছে।
সোশাল মিডিয়ায় পোস্ট করা ১০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলা সারি সারি গাড়ি রাস্তায় যানজটে আটকে রয়েছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "চতুর্থ বর্গের পরিক্ষার পর শিলচর শহরের দৃশ্যও।" (ক্যাপশন অপরবর্তিত)
ভিডিওটি দেখুন এখানে।
বুম দেখে একই দাবি সহ ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হচ্ছে।
আরও পড়ুন: ডিনামাইটে আহত বলিভিয়ার প্রতিবাদী জম্মু-কাশ্মীরের ভিডিও বলে ছড়াল
তথ্য যাচাই
বুম ভিডিওটির মূল ফ্রেম গুগলে রিভার্স সার্চ করে দেখে ভিডিওটি শিলচরের দৃশ্য নয়, তামিলনাড়ুর চেন্নাইয় ২০২১ সালের ডিসেম্বর মাসের ঘটনা।
রিভার্স সার্চের ফলে আমরা ৩০ ডিসেম্বর ২০২১ সংবাদ সংস্থা এএনআই ১৮ সেকেন্ডের একই দৃশ্যের একটি ভিডিও টুইট খুঁজে পায়। ওই টুইটে লেখা হয়, "তামিলনাড়ুর চেন্নাইয়ের মাউন্ট রোডে প্রবল বর্ষণে যানজট হয়। চেন্নাই মেট্রো জানায় এক ঘন্টা অতিরিক্ত মধ্যরাত ১২ টা পর্যন্ত তাদের পরিসেবা চালাবে যাতে যত্রীরা তাদের ঘরে নিরাপদে ফিরতে পারে।"
একই ভিডিও এএনআই তাদের ইউটিউব চ্যানেলে ৩০ ডিসেম্বর ২০২১ আপলোড করে।
বুম দেখে সোশাল মিডিয়ায় পোস্ট করা ১০ সেকেন্ডের ভিডিও ও খবরে প্রকাশিত ভিডিওর দৃশ্য একই।
চেন্নাইয়ের মাউন্ট রোডে ট্রাফিক জ্যাম সম্পর্কে ফ্রি প্রেস জার্নালে ৩০ ডিসেম্বর ২০২১ প্রকাশিত প্রতিবেদন পড়া যাবে এখানে। এবিপি সান্ঝাঁর রিপোর্ট দেখুন এখানে।
আরও পড়ুন: ২০১৯ সালের ছবি সংবাদমাধ্যম ছড়াল কাবুলে সাম্প্রতিক বিস্ফোরণ বলে