মিসিসিপি নদীর (Mississippi River) উপর রেলফেরি পারাপারের পুরনো ছবিকে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের জন্য ব্যবহৃত সবশেষ রেলফেরি (Rail Ferry) দাবি করে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে ছবিটি ১৯৩০ সালে আমেরিকার মিসিসিপি নদীর উপর স্টিম ইঞ্জিনকে ফেরি করে পারাপারের সময়ের।
১৯৩৮ সালে কলকাতা, পশ্চিমবাংলা এবং উত্তরবঙ্গের জেলাগুলোর সাথে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করার জন্য বাহাদুরাবাদ রেল ফেরি চালু করে ব্রিটিশ সরকার। তখন তিস্তামুখ ঘাট ও বর্তমান বাংলাদেশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেলফেরি চালু করা হয়। তবে বাংলাদেশে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু চালু হলে ২০০০ সালের পর আর এই নৌযানগুলো ব্যবহৃত হয়নি। দীর্ঘদিন এগুলো পরিত্যক্ত থাকার পর ২০২১ সলের ডিসেম্বর মাসে নৌযানগুলো বিক্রির প্রক্রিয়া শুরু হয় বলে খবর প্রকাশ করে বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যম। তার পরিপ্রেক্ষিতেই ছবিটি সোশাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে।
একটি সাদাকালো ছবিতে পুরনো একটি রেলফেরি নদীর ঘাটে অবস্থান করতে দেখা যাচ্ছে। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা হচ্ছে :
"শেষ রেলওয়েফেরীটি নিয়ে যাওয়া হচ্ছে লোহা প্রস্তুতকারক কোম্পানির ভাঙ্গারির ইয়ার্ডে। এর সাথে সাথে শেষ হচ্ছে ৬৬ বছরের ঐতিহাসিক এক অধ্যায়।...পরিত্যক্ত রেলওয়েফেরী গুলিকে স্ক্রাব হিসেবে বিক্রি করে দেয়া হয়। ভৈরবে থাকা সর্বশেষ রেলওয়েফেরী আজ তুলে দেয়া হলো ইস্পাত কারখানার কর্তৃপক্ষের হাতে। কারখানার ইয়ার্ডে সলিল সমাধি হবে এক সময়ের তুমুল জনপ্রিয় রেলওয়েফেরীর।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: দিল্লির রাস্তায় স্কুল পড়ুয়াদের প্রেম? না, ভিডিওটি চিত্রনাট্য আধারিত
তথ্য যাচাই
বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দ্য পোর্টাল টু টেক্সাস হিস্টোরি (The Portal to Texas History) ওয়েবসাইটে ছবিটি পাই যেখানে লেখা রয়েছে "সানসেট লিমিটেডের মিসিসিপি নদী পার হওয়ার ছবি"।
(মূল ক্যাপশন ইংরেজিতে: Photograph of "Sunset Limited" crossing the Mississippi River)
ছবিটি দেখা যাবে এখানে।
ছবির বিবরণে লেখা আছে: সানসেট লিমিটেড এর ১ নং ট্রেনের ৭৩ নং ইঞ্জিন ম্যাসটোডোন (Mastodon) নামের একটি ফেরিতে করে আমেরিকার নিউ অর্লিন্স থেকে মিসিসিপি নদী হয়ে লুইসিয়ানা (Louisiana) রাজ্যের অ্যাভোন্ডেল (Avondale) যাচ্ছে।
ওয়েবসাইটটিতে ছবির সময়কাল দেওয়া হয়েছে ১৯৩০, যদিও ছবিটি কে তুলেছেন সে বিষয়ে কোনও উল্লেখ নেই।
ওয়েবসাইটটি থেকে আমরা আরও জানতে পারি ২০০৭ সালে টেক্সাসের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের সময় ছবিটি মিউজিয়াম অফ দ্য আমেরিকান রেলরোড (Museum of the American Railroad) থেকে দ্য পোর্টাল টু টেক্সাস হিস্টোরি পোর্টালে দেওয়া হয়।
পরবর্তীতে আমরা ওমনিয়া (OMNIA) মিউজিয়াম অফ দ্য আমেরিকান রেলরোড (Museum of the American Railroad) এর ওয়েবসাইটেও একই ছবি দেখতে পাই।
ওয়েবসাইটে ছবিটি দেখা যাবে এখানে।
বুম বাংলাদেশ প্রথমে ছবিটির তথ্য যাচাই করে।
আরও পড়ুন: ভারতের যুব সমাজ নিয়ে রাহুল গাঁধীর ভাষণের ভিডিও ছাঁটাই করা