Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

আবু ধাবির বিএপিএস মন্দির সংযুক্ত আরব আমিরশাহির প্রথম হিন্দু মন্দির নয়

বিএপিএস মন্দিরের উদ্বোধনের আগে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে আরও বেশ কয়েকটি হিন্দু মন্দির আগেই তৈরি হয়েছিল।

By - Archis Chowdhury | 26 Feb 2024 4:43 PM IST

ভারতীয় সংস্কৃতি মন্ত্রক সম্প্রতি মিথ্যাভাবে দাবি করে বলে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে (Abu Dhabi) সদ্য উদ্বোধন করা বিএপিএস মন্দিরটি (BAPS Temple) দেশে নির্মিত প্রথম মন্দির। অন্যান্য অনেক কেন্দ্রীয় মন্ত্রী এবং মূলধারার সংবাদমাধ্যমও মিথ্যা এই দাবি ছড়ায়।

বুম যাচাই করে দেখে আবু ধাবিতে বিএপিএস মন্দিরের উদ্বোধনের আগেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে আরও কয়েকটি হিন্দু মন্দির বিদ্যমান ছিল।

নবনির্মিত বিএপিএস মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবু ধাবি সফরের পটভূমিতে ভাইরাল হয় এই দাবি। তার সফরের পরপরই সংস্কৃতি মন্ত্রকের অফিসিয়াল হ্যান্ডলগুলি এবং কেন্দ্রীয় সরকারের নাগরিক কেন্দ্রিক প্ল্যাটফর্ম মাইগভ ওই অনুষ্ঠানের এক প্রচারমূলক ভিডিও পোস্ট করে দাবি করে আবুধাবির এই মন্দির হল সংযুক্ত আরব আমিরশাহির প্রথম হিন্দু মন্দির।

সমাজমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দপ্তরও এই একই দাবিসহ পোস্ট করেন।

মূলধারার বেশ কয়েকটি সংবাদমাধ্যমও মিথ্যা দাবিটিকে সত্যি বলে রিপোর্ট করে। এর মধ্যে রয়েছে হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মিন্ট, মিরর নাও, ইন্ডিয়া টাইমস, ডব্লিউআইওএন, দ্য টাইমস অফ ইন্ডিয়া, ফার্স্টপোস্ট, আরটি, পিটিআই, রিপাবলিক, স্বরাজ্যম্যাগ এবং ডিএনএ

বাংলা ক্যাপশনসহ এই দাবি ফেসবুকেও পোস্ট করেন অনেকে।


এমনই এক পোস্ট দেখতে ক্লিক করুন এখানে।   

তথ্য যাচাই 

বুম ভাইরাল এই দাবি যাচাই করতে "সংযুক্ত আরব আমিরশাহির মন্দির" সম্পর্কিত এক কীওয়ার্ড অনুসন্ধান করে বেশ কয়েকটি ফলাফল পায় যা নির্দেশ করে আবু ধাবির বিএপিএস মন্দিরের উদ্বোধনের অনেক আগেই সংযুক্ত আরব আমিরশাহিতে অন্যান্য মন্দির নির্মিত হয়েছে।

উক্ত অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল থেকে আমরা ১৯৫৮ সালে হিন্দু দেবতা শিব ও কৃষ্ণকে উৎসর্গ করে এক হিন্দু মন্দিরের বেশ কয়েকটি উল্লেখ আমরা পাই। ওই মন্দিরের ওয়েবসাইট অনুযায়ী, এটিই প্রথম হিন্দু মন্দির যা সংযুক্ত আরব আমিরশাহিতে নির্মিত হয়েছিল।

ওই ওয়েবসাইটে উল্লিখিত তথ্য অনুযায়ী:

"১৯৫৮ সালে এইচএইচ শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুম মসজিদের পাশের জমিটি মঞ্জুর করেন। পরে ১৯৯৭ সালে মন্দিরটিকে একটি সঠিক হাভেলির মতন চেহারা দেওয়ার জন্য পুনরায় সংস্কার করা হয়েছিল। আজ পর্যন্ত একই রকম রয়েছে। শ্রী কৃষ্ণ মন্দির (শ্রীনাথজি) হাভেলি) সংযুক্ত আরব আমিরশাহির প্রথম মন্দির।"

শ্রীনাথজি হাভেলি মন্দিরের উল্লেখ সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটেও রয়েছে যেখানে বলা হয় ১৯৫৮ সালে মন্দিরটি নির্মিত হয়েছিল। ওই ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী: "কয়েক দশক ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে হিন্দুরা বসবাস করে, প্রথম হিন্দু মন্দিরটি দুবাইতে ১৯৫৮ সালের প্রথম দিকে নির্মিত হয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহির জনসংখ্যার প্রায় ৬.৬  শতাংশ হিন্দু ধর্ম পালন করে। দুটি হিন্দু মন্দির এখন দুবাইতে উপস্থিত, এবং আবু ধাবি, শারজাহ ও দুবাইতে বেশ কয়েকটি শ্মশান রয়েছে।"

২০১৫ সালে প্রকাশিত গাল্ফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী স্থানীয়রা মন্দিরটিকে 'হাভেলি' বলে এবং ১৯০২ সালে তা নির্মাণ হয় বলে রিপোর্ট করে। ওই প্রতিবেদনে ১৯৫৮ সালে মন্দিরটির পাশে একটি দ্বিতীয় মন্দির নির্মাণ করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

এছাড়াও, দুবাইয়ের জেবেল আলীর আরেকটি মন্দিরের প্রমাণও আমরা পাই যা ২০২২ সালে উদ্বোধন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এএনআইহিন্দুস্তান টাইমসের মতো সংবাদমাধ্যমেও ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছিল।

দ্য কুইন্টের ফ্যাক্ট-চেক দলটি ইমেলের মাধ্যমে বিএপিএস মন্দিরের সাথে যোগাযোগ করলে তাদের মিডিয়া বিভাগ নিশ্চিত করে জানায় মন্দিরটি  "সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথম মন্দির নয়"।


Tags:

Related Stories