Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বারাণসীর ঘাটে পুলিশের বানর ভোজনের দৃশ্য দাবিতে ছড়াল AI নির্মিত ভিডিও

বুম যাচাই করে দেখে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে ভিডিওটি তৈরি করা হয়েছে।

By -  Jagriti Trisha |

28 Aug 2025 1:12 PM IST

গত ১৬ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ বারাণসীর ঘাটে বানরদের খাবার পরিবেশন করেছে দাবি করে সম্প্রতি ভুয়ো এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুম বেশ কয়েকটি AI শনাক্তকারী টুলে ভিডিওটি পরীক্ষা করে নিশ্চিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেটি তৈরি করা হয়েছে। 

ভাইরাল দাবি

ভাইরাল ওই ভিডিওতে পুলিশের উপস্থিতিতে নদীর ঘাটে বানরদের কলাপাতায় বসে ভোজন করতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী তার ক্যাপশন হিসাবে লেখেন, "খুব সুন্দর দৃশ্য। জন্মাষ্টমীতে উত্তরপ্রদেশের বারাণসী ঘাটে বানর সেনাদের ভোজন পরিবেশন করার অসাধারণ দৃশ্য। জয় শ্রী রাম"। 

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

আমরা অনুসন্ধানে কী পেলাম: ভিডিওটি AI দিয়ে তৈরি

বুম ভিডিওটি পর্যবেক্ষণ ও বিভিন্ন কৃত্তিম বুদ্ধিমত্তা শনাক্তকারী সরঞ্জামে পরীক্ষা করে নিশ্চিত হয় AI প্রয়োগ করে সেটি তৈরি করা হয়েছে। 

ভিডিওতে লক্ষণীয় অসঙ্গতি 

ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক অসঙ্গতি স্পষ্টভাবে দৃশ্যমান হয়। সেখানে মানুষজনকে অস্বাভাবিক হাঁটতে লক্ষ্য করা যায়। পুলিশকর্মীদের হাতে থাকা পতাকার লেখা স্পষ্ট নয়। এছাড়াও, একটি দৃশ্যে পুলিশকর্মীদের কাঁধে রাখা বন্দুকটি হাওয়ায় ঝুলতে দেখা যায়, কারণ তিনি সেই দিকের হাতে পতাকা ধরে রয়েছেন।


AI দৃশ্য আপলোডকারী ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ভিডিওটি 

গুগলের রিভার্স ইমেজ সার্চ করে আমরা @Cg27nishadarts নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটিকে খুঁজে পাই। গত ৩০ জুলাই সেখানে ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এর থেকে স্পষ্ট হয় গত ১৬ আগস্ট জন্মাষ্টমী পালনের আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে রয়েছে। দীপক নিষাদ নামের এই নির্মাতা তার ইউটিউব চ্যানেল 'সম্পর্কে' লেখেন, তিনি সেখানে এই দিয়ে তৈরি র্টস ভিডিও আপলোড করেন। এধরণের অনেক AI নির্মিত ভিডিও দেখা যায় তার চ্যানেলে।

AI যাচাইকারী টুলে ফলাফল

ভিডিওতে AI প্রয়োগ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে আমরা ভিডিওটিকে দুটি ভাগে বিভক্ত করে হাইভমডারেশন নামের AI শনাক্তকারী টুলে পরীক্ষা করি। ফলাফলে দেখা গেছে, ভিডিওতে থাকা প্রথম অংশটি AI দিয়ে তারই হওয়ার সম্ভাবনা ৯৯.১ শতাংশ এবং দ্বিতীয় অংশটির ক্ষেত্রে সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।


এছাড়াও, আমরা বাফেলো বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ফরেনসিক ল্যাবের তৈরি একটি ওপেন সোর্স AI শনাক্তকারী টুল ডিপফেক-ও-মিটারে ভিডিওটি পরীক্ষা করি। ওই টুলের বেশিরভাগ শনাক্তকরণ মডেল স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভিডিওটি AI এর সাহায্যে তৈরি করা হয়েছে।


Tags:

Related Stories