অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অপারেশন সিঁদুরে (Operation Sindoor) পাকিস্তানের (Pakistan) কাছে যুদ্ধবিমান ও ভারতীয় সেনা হারানো নিয়ে প্রশ্ন করার একটি ডিপফেক ভিডিও সম্প্রতি আসল হিসাবে ভাইরাল হয়েছে।
বুম অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে ঐশ্বর্যের বক্তৃতার আসল ভিডিওটি খুঁজে পায়। অভিনেত্রীর বক্তৃতার সরাসরি সম্প্রচারে কোথাও ভাইরাল প্রশ্নগুলি শোনা যায় না। আমরা ভিডিওটিকে একাধিক এআই শনাক্তকারী টুলে পরীক্ষা করে দেখি ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে।
দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী জি। উত্তর দিন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. আসল ভিডিও:
বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকীতে ঐশ্বর্য রাই বচ্চনের বক্তৃতার আসল ভিডিওটি পায়। এএনআই নিউজ তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ১৯ নভেম্বর, ২০২৫-এ ভিডিওটি আপলোড করে। দেখুন এখানে।
এছাড়াও, আমরা ডিডি নিউজে সাই বাবার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের একটি সরাসরি সম্প্রচার দেখতে পাই। তার বক্তৃতার সময় ঐশ্বর্যকে কোথাও ভাইরাল ভিডিওর মন্তব্যগুলি করতে শোনা যায় না।
২. এআই শনাক্তকারী টুলে পরীক্ষা:
আমরা গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি যা ভাইরাল দাবি সমর্থন করে। আমাদের অনুসন্ধান থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ভিডিও থেকে কেবল অডিও অংশটি আলাদা করে এআই ভয়েস যাচাইকারী টুল Resemble AI-তে পরীক্ষা করি। পরীক্ষার ফলাফল অনুসারে অডিওটি ভুয়ো।
এরপর নিশ্চিত হতে, আমরা ভাইরাল ভিডিওটিকে হাইভ মডারেশনের এআই যাচাইকারী টুলে পরীক্ষা করি। হাইভ মডারেশনে পরীক্ষার ফল অনুযায়ী ভিডিওটির ৯১% এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।






