Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

আসাদউদ্দিন ওয়েইসির ভগবান হনুমানের আরতি করার ভাইরাল ভিডিও AI নির্মিত

বুম ভাইরাল ভিডিওটি একাধিক এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

By -  Rohit Kumar |

12 Dec 2025 4:12 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) ভগবান হনুমানের (Lord Hanuman) আরতি করার একটি এআই (AI) নির্মিত ভিডিও ব্যবহারকারীরা বাস্তব ঘটনা দাবি করে শেয়ার করেছেন। 

বুম দেখে ভাইরাল ভিডিওয় কোনও আসল দৃশ্য দেখা যায়। আমরা একাধিক এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। 

প্রসঙ্গত, অল ইন্ডিয়া মজলিস-ই-ইজতেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ৬ ডিসেম্বর দিনটিকে ইতিহাসের কালো দিন হিসাবে উল্লেখ করেছিলেন কারণ ওইদিন ১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙ্গে ফেলা হয়। পুলিশের উপস্থিতিতে হওয়া এই ঘটনাকে ওয়েইসি দেশে আইনের শাসনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। 

২০১৯ সালের ৯ নভেম্বর, সুপ্রিম কোর্ট অযোধ্যার বাবরি মসজিদের বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের রায় দেয় এবং মসজিদ তৈরির জন্য আলাদা ৫ একর জমি বরাদ্দের নির্দেশ দেয়। 

 দাবি 

এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ""১৫ মিনিটের লোকেরা" *১৫ মিনিট ধরে আরতি করতে দেখা যাচ্ছে - *মনে হচ্ছে- তারা তাদের পূর্বপুরুষদের সম্পর্কে জেনে গেছে।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম 

ভাইরাল ভিডিও এআই নির্মিত: বুম ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে তবে, সার্চের মাধ্যমে আমরা কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি যা দাবিটিকে সমর্থন করে। 

এরপর, আমরা ভিডিওটিকে এআই যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটার ও হাইভ মডারেশনে পরীক্ষা করি। হাইভ মডারেশনে করা পরীক্ষায় দেখা গেছে ভিডিওটি ৯৯.৪০% কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।


এরপর, আমরা ভিডিওটি ডিপফেক-ও-মিটারের AltFreezing (2023) মডেলে পরীক্ষা করি। পরীক্ষায় ভিডিও ৯৬.০২% কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির সম্ভাবনা পাওয়া গেছে। পরীক্ষার ফল দেখুন নীচে। 



Tags:

Related Stories