Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কর্ণাটকে মোদীর বিরুদ্ধে ভোট দিলে মুসলিমদের আর্থিক সহায়তার চিঠিটি ভুয়ো

বুম দেখে চিঠিটি ভুয়ো এবং দুবাইয়ে 'এসোসিয়েশন অফ সুন্নি মুসলিম' নামক কোনও সংগঠন নেই।

By - Hazel Gandhi | 8 May 2024 5:57 PM IST

সম্প্রতি একটি ভুয়ো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দেখা যায় ভারতীয় জনতা পার্টি (BJP) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ক্ষমতাচ্যুত করতে কর্ণাটকে আসার জন্য মুসলমানদের (Muslim) আর্থিক সহায়তার প্রস্তাব দিচ্ছে দুবাইয়ের সংগঠনকে, "এসোসিয়েশন অফ সুন্নি মুসলিম" (Association of Sunni Muslims)।

বুম দেখে দাবিটি ভুয়ো এবং আমরা দুবাইতে "এসোসিয়েশন অফ সুন্নি মুসলিম" নামক সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনও প্রমাণ পাইনি। তাছাড়া, বিজ্ঞপ্তির উল্লিখিত ঠিকানা এবং যোগাযোগের নম্বরগুলিও ভুয়ো ছিল।

২৯ এপ্রিল ২০২৪ তারিখের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে মোদীকে ক্ষমতাচ্যুত করতে এবং "মুসলমানদের সত্যিকারের বন্ধু" কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ৭ মে কর্ণাটকে ভোট দিতে মুসলমানদের টিকিট বুকিং সহ আর্থিক সহায়তা দেওয়া হবে।

এক্স-এর এক ব্যবহারকারী ভুয়ো বিজ্ঞপ্তিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, " দুবাইয়ের 'এসোসিয়েশন অফ সুন্নি মুসলিম' কর্নাটকে এসে 'ফ্যাসিস্ট বাহিনীকে' পরাজিত করতে এবং কংগ্রেসকে পুনর্স্থাপন করার জন্য মুসলমানদের কর্ণাটকে পূর্ণ আর্থিক সহায়তার প্রস্তাব দিচ্ছে। এদিকে, হিন্দুরা বাড়িতে ঘুমাচ্ছে কারণ এখন গ্রীষ্মকাল বা তার চেয়েও খারাপ মিথ্যা বলছে মৌলানা মোদী হিন্দুদের জন্য কিছুই করেনি।"


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভের জন্য এখানে ক্লিক করুন।

ফেসবুকেও একই ক্যাপশনসহ পোস্টটি শেয়ার করা হচ্ছে।


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভের জন্য এখানে ক্লিক করুন।

তথ্য যাচাই

বুম দুবাইয়ে 'এসোসিয়েশন অফ সুন্নি মুসলিম' নামক কোনও সংগঠন খুঁজে পায়নি এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগাযোগের নম্বর এবং ঠিকানা দুটোই ভুয়ো ছিল।

আমরা প্রথমে গুগল এবং ফেসবুকে 'অ্যাসোসিয়েশন অফ সুন্নি মুসলিম' (দুবাই) লিখে সার্চ করি কিন্তু কোনও ফলাফল পাইনি।

এরপর, আমরা বিজ্ঞপ্তির লেটারহেডে উল্লিখিত '১১ স্ট্রিট, খালিদ বিন ওয়ালিদ রোড, প্লট নং উম্ম হুরাইর ওয়ান, দুবাই, সংযুক্ত আরব আমিরাত' ঠিকানা সার্চ করি।

আমরা দেখি ঠিকানাটি দুবাইয়ে পাকিস্তানের কনস্যুলেট জেনারেলের এবং তাদের ওয়েবসাইটেও ঠিকানাটি তালিকাভুক্ত রয়েছে।


এছাড়াও, আমরা বিজ্ঞপ্তিতে লেখা তিনটি যোগাযোগের নম্বরে ফোন করে জানতে পারি সেগুলি একটাও কোনও সুন্নি মুসলমানদের সমিতির সাথে যুক্ত ছিল নয়।

প্রথম নম্বরটি, মহম্মদ ফায়াজের যা আসলে ডালমায়ারের একটি কফি মেশিন বিক্রয় ও পরিষেবা সংস্থার যোগাযোগের নম্বর। নম্বরটিতে হোয়াটসঅ্যাপে দ্বারা যোগাযোগ করার পর সংস্থাটি জানায় তারা "ভাইরাল দাবিতে উল্লিখিত সংস্থার সাথে যুক্ত নয়। এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই"।

ডালমায়ারের ইনস্টাগ্রাম পেজেও একই যোগাযোগ নম্বর রয়েছে যা ভুয়ো বিজ্ঞপ্তিতে দেখা যায়।

বুম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত দ্বিতীয় এবং তৃতীয় নম্বর দুটির সঙ্গেও যোগাযোগ করে। উভয়ই একই উত্তর দেয় এবং বলে বিজ্ঞপ্তিটি ভুয়ো এবং তারা এ জাতীয় কোনও সংস্থার সাথে যুক্ত নয়। এছাড়াও, বিজ্ঞপ্তিতে 'ফিরোজ হিদায়াতুল্লাহ' হিসাবে তালিকাভুক্ত দ্বিতীয় নম্বরটি জানায় তার আসল নাম শান্তাকুমার এবং তারা কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা।

Tags:

Related Stories