সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় এক সংবাদ পাঠককে জানাতে শোনা যায় বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus) শীঘ্রই পদত্যাগ (resign) করছেন এবং তার পরিবর্তে প্রধান বিচারপতি ও সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বুম দেখে ভাইরাল ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা মারফত তৈরি।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ইউনূসের পদত্যাগের ভুয়ো দাবিতে ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পরেছে।
দাবি
ভাইরাল ভিডিওটি Janurn Tv নামক একটি পেজের তরফ থেকে শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়, "ডক্টর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন, দ্বায়িত্ব নিতে পারে, প্রধানবিচার পতি, এবং সেনাবাহিনীর প্রধান।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিও এআই দ্বারা সম্পাদিত: আমরা প্রথমে মহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেওয়ার সম্পর্কে কিওয়ার্ড সার্চ করি তবে, এবিষয়ে কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাই না।
এছাড়াও, আমরা Janurn Tv পেজটির ফেসবুক বর্ণনায় দেখি লেখা রয়েছ ওই পেজের পোস্ট বা ভিডিও কেবল বিনোদনের জন্য। আমরা আরও লক্ষ্য করি, ভাইরাল ভিডিওয় সংবাদ পাঠকের ঠোঁটের নড়াচড়ার সঙ্গে ভিডিওর অডিও মেলে না। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ভিডিওটিকে হাইভ মডারেশন ও ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করি।
হাইভ মডারেশন জানায় ভিডিওটির ৯০% এআই দ্বারা সম্পাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিপফেক-ও-মিটারের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে ভাইরাল ভিডিও পরীক্ষা করে জানা যায় ভিডিওটির এআই দিয়ে নির্মিত হওয়ার বিশেষ প্রবণতা দেখা যায়।






