জনসভার মঞ্চে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর (Samrat Choudhary) উপস্থিতিতে "ভোট চোর, গদি ছোড়" (vote chor, gaddi chhor) স্লোগান উঠেছে দাবি করে একটি সম্পাদিত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি।
বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। আমরা দেখি সাসারামের জনসভার আসল ভিডিওতে দর্শকদের এধরণের কোনও স্লোগান দিতে শোনা যায় না।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "মঞ্চে উপস্থিত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী l তাদের সামনেই জনগণ আওয়াজ তুলে “ভোট চোর, গাদ্দি ছোড়” বলে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভিডিওটি সম্পাদিত: আমরা ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে দ্য ইন্ডিয়ান ক্লাব লাইভ ও ইউপি ২৪ নিউজ নামের দুটি ইউটিউব চ্যানেলে ২৫ সেপ্টেম্বর, ২০২৫-এ আপলোড করা ভিডিওয় হুবুহু একই দৃশ্য দেখতে পাই। ভিডিওয় নীতীশ কুমার ও সম্রাট চৌধুরীকে হেলিকপ্টার থেকে নেমে জনসভার মঞ্চে আসলে তাদের সংবর্ধনা দেওয়া হয় এবং তারা আসন গ্রহণ করেন। কোথাও "ভোট চোর, গদি ছোড়" স্লোগান শোনা যায় না। হিমাংশু ভ্লগস ২৪ নামক আরেকটি ইউটিউব চ্যানেলেও একই দৃশ্য দেখা যায় ভাইরাল ভিডিওর স্লোগান ছাড়া।
এছাড়াও, গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ মারফত আমরা ভাইরাল দাবি সমর্থন করে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি। বিহারের মুখ্যমন্ত্রী ২৪ সেপ্টেম্বর, ২০২৫-এ সাসারামের জনসভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে। স্থানীয় সংবাদমাধ্যম রোহটাস পত্রিকার ফেসবুক পেজে নীতীশ কুমারের বক্তৃতার একটি সরাসরি সম্প্রাচারও আমরা দেখি, কিন্তু সেখানেও এধরণের কোনও স্লোগান শোনা যায় না।