বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) সংবাদমাধ্যমকে দেওয়া এক পুরনো বক্তব্য বিভ্রান্তিকর ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন সাম্প্রতিককালে নীতীশ কুমার বলেছেন ২০২৫ সালে বিহারের মুখ্যমন্ত্রী (chief minister) হবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)।
বুম দেখে ভাইরাল ভিডিও ২০২২ সালের যখন জেডিউ এবং আরজেডি মহাগঠবন্ধনের অংশ ছিল। সেসময় নীতীশ কুমার বলেন ২০২৫ সালে মহাগঠবন্ধনের নেতৃত্ব করবেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
ভাইরাল দাবি
আগামী নভেম্বর মাসে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ভিডিওটি ভাইরাল হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল বর্তমানে ইন্ডি জোটের অংশ। ভাইরাল ভিডিওয় এক সাংবাদিক নীতীশ কুমারের কাছে ২০২৫ সালে বিহারের নেতৃত্ব তেজস্বী করবেন কিনা জানতে চাইলে তাকে বলতে শোনা যায়, "একদম করবে, বুঝে গেছেন তো।"
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "#বিহার নিতিশ পাল্টি দেওয়ার সময় এসে গেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বললেন,২০২৫ শে তেজস্বী যাদব মূখ্যমন্ত্রী।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
নীতীশের উক্তি ২০২২ সালের: আমরা কিওয়ার্ড সার্চের মারফত ২০২২ সালের ডিসেম্বর মাসে নীতীশ কুমারের উক্তি সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন পাই। এএনআইয়ের ১৩ ডিসেম্বর, ২০২২-এর এক্স পোস্টে ভাইরাল ভিডিওর মতো একই কথোপকথন শোনা যায়।
এছাড়াও, একই ভিডিওসহ আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৫ ডিসেম্বর, ২০২২-এর একটি সংবাদ প্রতিবেদন পাই। প্রতিবেদন থেকে জানা যায়, নীতীশ কুমার ২০২৫ সালে মহাগঠবন্ধনের নেতৃত্ব কে করবে সেই প্রসঙ্গে তেজস্বী যাদবের নাম উল্লেখ করেছিলেন।
টাইমস অফ ইন্ডিয়া, জনসত্তা ও আনন্দবাজার পত্রিকাও সেসময় নীতীশ কুমারের এই উক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। উল্লেখ্য বিষয়, ২০২২ সালের অগাস্টে নীতীশ কুমার এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনের অংশ হয়েছিলেন। তবে, ২০২৪ সালের জানুয়ারিতে তিনি মহাগঠবন্ধন ছেড়ে ফের যোগ দেন এনডিএ জোটে।