Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিহারে ভোট চুরির বিরুদ্ধে জনগণের বিক্ষোভ বলে ভাইরাল নেপালের ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিওয় নেপালের জেন-জি আন্দোলনের সময় চিতবন জেলা কার্যালয়ে আন্দোলনকারীদের ভাঙচুরের দৃশ্য দেখা যায়।

By - Srijanee Chakraborty | 19 Nov 2025 7:37 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণের একটি কার্যালয় ভাঙচুর করার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন সেটি নির্বাচন পরবর্তী বিহারে (Bihar) ভোট চুরির (vote chori) বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভের (protest)। 

বুম দেখে ভাইরাল ভিডিও আসলে নেপালে জেন-জি আন্দোলনের সময়ের। ভিডিওয় আন্দোলনকারীদের চিতবন জেলা কার্যালয়ে ভাঙচুর করতে দেখা যায়। 

দাবি 

জেলা প্রশাসন কার্যালয় লেখা একটি ভবনে ভাঙচুর চালানোর ভিডিও শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "ভোট চুরির বিরুদ্ধে বিহারে চালু হয়ে গেছে বিক্ষোভ তান্ডব, আস্তে আস্তে হয়তো সারা ভারতে ছরিয়ে পরবে । এক সময় হয়তো দিল্লিতেও । কি কি হচ্ছে এখন সেটাই দেখার অপেক্ষা । জয় বাংলা।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম 

১. ভিডিওটি নেপালের: আমরা ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে টিকটকে ৯ সেপ্টেম্বর, ২০২৫-এ পোস্ট করা একটি ভিডিওয় ভাইরাল ক্লিপের অনুরূপ দৃশ্য দেখতে পাই। পোস্টটির ক্যাপশন অনুসারে, ভিডিওয় নেপালের চিতবনের জেলা প্রশাসন কার্যালয়ে জেন-জি আন্দোলনকারীদের দেখা যায়।

এরপর, কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ৯ সেপ্টেম্বর, ২০২৫-এ এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টে একই ভিডিও দেখতে পাই।  ক্যাপশন অনুসারে, ভিডিওটি নেপালের চিতবন জেলার সিডিও অফিসের। 

Full View

এছাড়াও, আমরা লক্ষ্য করি গণ্ডারের স্তম্ভের নিচে পাথরের ফলকের উপর "জেলা প্রশাসন কার্যালয় চিতবন" এবং নেপালের পতাকা দেখা যায়। আন্দোলনকারীদের হাতেও নেপালের পতাকা লক্ষণীয়। 


২. ঘটনা সংক্রান্ত খবর: আমরা চিতবনে জেন-জি বিক্ষোভকারীদের জেলা প্রশাসন কার্যালয়ে ভাঙচুর করা সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে দ্য কাঠমান্ডু পোস্টের ১০ সেপ্টেম্বরে করা একটি এক্স পোস্ট দেখতে পাই। পোস্টের ক্যাপশনে, নেপালে জেন-জি বিক্ষোভকারীদের বিভিন্ন সরকারি ভবনে আগুন লাগানো ও ভাঙচুরের কথা উল্লেখ করা হয়। পোস্টে চিতবনের জেলা প্রশাসন কার্যালয়ে আন্দোলনকারীদের হামলার উল্লেখ রয়েছে। 

এছাড়াও, আমরা চিতবনের স্থানীয় রেডিয়ো চ্যানেল Synergy FM-এর ৯ সেপ্টেম্বর, ২০২৫-এর একটি পোস্টে ভাইরাল দৃশ্যের অনুরূপ ছবি দেখা যায়। পোস্টটির ক্যাপশনে জানানো হয় ছবিগুলি চিতবনের জেলা প্রশাসনের অফিসে ভাঙচুরের দৃশ্য। 

Tags:

Related Stories