Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায় দাবি করে ভাইরাল অসম্পর্কিত ভিডিও

বুম দেখে ভিডিওটি অন্তত ২০১৯ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। তবে, অনিল উপাধ্যায় নামের কোনও বিজেপি বিধায়কের অস্তিত্ব নেই।

By -  Srijanee Chakraborty |

25 July 2025 6:59 PM IST

এক অর্ধনগ্ন ব্যক্তির একজন মহিলার সঙ্গে নাচ করার ভাইরাল ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সম্প্রতি দাবি করেছেন ভিডিওর ব্যক্তি বিজেপি বিধায়ক (BJP MLA) অনিল উপাধ্যায় (Anil Upadhyay)। 

বুম দেখে ভাইরাল দাবিটি অসত্য। অনিল উপাধ্যায় নামের কোনও বিজেপি বিধায়কের অস্তিত্ব নেই। এছাড়াও, অনুসন্ধানে দেখা যায় অসম্পর্কিত বহু ছবি ও ভিডিওর সঙ্গে অনিল উপাধ্যায় নামটি যোগ করে কখনো বিজেপি আবার কখনো কংগ্রেস বিধায়ক দাবি করে বিভিন্ন ভুয়ো দাবি করা হয়েছে।

বুম আগেও ভাইরাল ভিডিও সহ অনিল উপাধ্যায় নামের সঙ্গে জড়িয়ে অন্যান্য ভাইরাল, ভুয়ো ছবি ও ভিডিও খণ্ডন করেছে। 

ভাইরাল দাবি 

অর্ধনগ্ন এক ব্যক্তির একজন মহিলার সঙ্গ কদর্য ভঙ্গিতে নাচের একটি ১:৩০ মিনিটের ভিডিও বিজেপি বিধায়কের দাবিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "উনি হলেন বিজেপি বিধায়ক ! সরকারি টাকার বেশ ভালোই ব্যবহার করছেন বিধায়ক মশাই ! পশ্চিমবঙ্গের এই বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায় সত্যিই প্রশংসার পাএ ! সবাই দেখুন আর প্রশংসা করুন এবং অন্যদেরকেও সুযোগ করে দিন প্রশংসা করার।"

অনুসন্ধানে আমরা কী পেলাম

১. অনিল উপাধ্যায় নামের কোনও বিজেপি বিধায়ক নেই: আমরা গুগলে বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায় কিওয়ার্ড সার্চ করে কোনও বিশ্বাসযোগ্য তথ্য খুঁজে পাইনি। আমরা, এরপর, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রাজনীতিবিদদের ডাটাবেস রক্ষণাবেক্ষণকারী ওয়েবসাইটে MyNeta-এ অনুসন্ধান করি। তবে, সেখানেও অনিল উপাধ্যায় নামের কোনও বিজেপি বিধায়ক সম্পর্কে তথ্য পাইনি। 

২. সোশ্যাল মিডিয়ার কাল্পনিক চরিত্র অনিল উপাধ্যায়: আমরা দেখি ভিডিওটি বিগত কয়েক বছর ধরে (২০১৯, ২০২২) ইন্টারনেটে রয়েছে। ২০১৯ সালের অক্টোবরে ভিডিওটি বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীর দাবিতে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে।

যদিও বুম স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি ভিডিওটি আসলে কার এবং কোন সালের; তবে আমরা নিশ্চিত হয়েছি অনিল উপাধ্যায় কোনও বিজেপি বিধায়ক নন এবং ভিডিওটি বিগত কয়েক বছর ধরে ইন্টারনেটে রয়েছে।

অনুসন্ধানে আমরা দেখি, অনিল উপাধ্যায় আসলে সোশ্যাল মিডিয়ার একটি কাল্পনিক চরিত্র। অতীতেও এই নামের সঙ্গে জুড়ে একাধিক ভুয়ো দাবি করা হয়েছে।

উদাহরণস্বরূপ, জানুয়ারি, ২০২১ এবং সেপ্টেম্বর, ২০২২-এ মীরাটের বিজেপি কাউন্সিলর মণীশ চৌধুরীর এক পুলিশকর্মীকে হেনস্থার ভিডিওকে বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায়ের ভিডিও বলে দাবি করা হয়।  এই কাল্পনিক চরিত্র অনিল উপাধ্যায়কে নিয়ে করা ভুয়ো দাবিগুলি বুম একাধিক বার খণ্ডন করেছে। তথ্য যাচাইগুলি পড়ুন এখানে, এখানে এখানে

Tags:

Related Stories