সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজেপি (BJP) নেতা মতিউর রহমানের (Motiur Rahman) দাড়ি ও মাথার ফেজ টুপি খুলে রাখার একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে। ব্যবহারকারীদের একাংশের দাবি তিনি মুসলিম (Muslim) সেজে রিপাব্লিক বাংলায় রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা হিসাবে বক্তব্য রেখেছেন।
বুম ভাইরাল ভিডিওটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করে দেখে সেটি আসল নয় বরং এআই দিয়ে তৈরি।
দাবি
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত তার নিজস্ব ফেসবুক পেজে রিপাব্লিক বাংলার মতিউর রহমানকে নিয়ে পোস্টের একটি স্ক্রিনশটের সঙ্গে কোলাজ করে ভাইরাল ভিডিওটি পোস্ট করেন। তিনি ক্যাপশনে দাবি করেছেন, "দেখুন কিভাবে, বিজেপি, মুসলিম সাজিয়ে, অসৎ, উস্কানিমূলক ভিডিও বানিয়ে RBangla ও বিজেপির অন্যান্য পোষ্য সংবাদমাধ্যম কে ব্যবহার কোরে মানুষকে বিভ্রান্ত করছে….ধাপ্পাবাজি ও ফেরেব্বাজির একটা সীমা থাকা উচিত…এই ভাবে মুসলিম সম্প্রদায় কে অপমান কোরে, মুসলিম ভোট পাওয়া যায় না রে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. মতিউর রহমানের দাবি খণ্ডন: বুম ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে রিপাব্লিক বাংলার একটি অনুষ্ঠানে মতিউর রহমানের বক্তব্যের অংশটি দেখে সেখানে তাকে ভাইরাল ভিডিওর অনুরূপ পোশাকে দেখা যায়। তবে, সেখানে তাকে কোথাও দাড়ি বা টুপি খুলে রাখতে দেখা যায় না। এছাড়াও, আমরা রিপাব্লিক বাংলার গত ২৩ নভেম্বরের একটি পোস্টে দেখি, ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মতিউর রহমান নিজের দাড়ি ও টুপি যে আসল তা দেখিয়েছেন।
এরপর, বুম এবিষয়ে মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করে। তিনি ভুয়ো দাবিটি খণ্ডন করে আমাদের জানান ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি এবং তিনি এ ব্যাপারে পুলিশের সাইবার ক্রাইম শাখায়ও অভিযোগ জানিয়েছেন। তিনি বুমকে তার দাড়ি ও টুপিসহ নিজের ভিডিও পাঠান।
২. এআই যাচাইকারী টুলে পরীক্ষা: আমরা ভাইরাল ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয়েছে কিনা যাচাই করতে, সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল Deepfake-o-meter ও Deepware পরীক্ষা করি। উভয় টুলেই পরীক্ষা করে জানায় ভিডিওটি এআই দিয়ে তৈরি।
Deepfake-o-meter-এ পরীক্ষার ফলাফল নীচে দেওয়া হল।
Deepware-এ পরীক্ষার ফল নীচে দেখা যাবে।






