সম্প্রতি ভাইরাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা শেয়ার করে ভুয়ো দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা (J.P Nadda) রাজ্যসভায় (Rajya Sabha) তার পায়ের কাছে ভারতীয় সংবিধান (Indian Constitution) রেখে সংবিধানের অপমান করেছেন।
বুম মূল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখে শাসকদল ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নাড্ডা ভারতীয় সংবিধানকে প্রথমে তার সামনে টেবিলে রাখেন এবং পরে নিজের সিটের উপর রাখেন, ভাইরাল দাবির মতো পায়ের কাছে নয়।
১৬ সেকেন্ডের ভাইরাল ক্লিপে, নাড্ডাকে বড়ো মাপের ভারতীয় সংবিধান হাতে নিয়ে রাজ্যসভায় অন্যদের সামনে তুলে ধরতে দেখা যায়। কয়েক মুহূর্ত পরে, তাকে বইটি আবার তার সামনে টেবিলের নিচে রাখতে দেখা যায়।
ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, “রাজ্যসভাতে আজ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে সংবিধান পায়ের কাছে রাখতে দেখা গেল!!বিজেপি কেন বাবাসাহেব আম্বেদকর এর সংবিধানকে এত ঘৃণা করে!?দেশ আপনার ক্ষমার অপেক্ষায় জেপি নাড্ডা জি!!”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একই দাবি করে ভারতীয় যুব কংগ্রেস ভিডিওটি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম এএনআইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১১ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখের রাজ্যসভার কার্যক্রমের সরাসরি সম্প্রচারে ২০:৩২ মিনিট থেকে শুরু করে ভাইরাল ভিডিওর ঠিক সেই মুহূর্তটি চিহ্নিত করে যেখানে নাড্ডাকে টেবিলের নীচে ভারতীয় সংবিধান রাখতে দেখা যায়।
সেই সময়, বড় মাপের ভারতীয় সংবিধানটি ধরে রাখার জন্য নাড্ডাকে কসরৎ করতে দেখা যায় এবং পরে সেই ভার সামলানোর জন্য তিনি সংবিধানটি টেবিলের নীচে নিয়ে যান। এরপরই, ক্যামেরা দৃশ্য পরিবর্তন করে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে দেখায়। সরাসরি সম্প্রচারটিতে স্পষ্ট ভাবে নাড্ডা সংবিধান নিয়ে এরপর কী করেন দেখা যায় না।
এরপর, আমরা রাজ্যসভার সাংসদ ডঃ সুধাংশু ত্রিবেদীর শেয়ার করা একটি ভিডিও পাই যেখানে নাড্ডার ভারতীয় সংবিধান ধরে থাকার একই মুহূর্ত দেখা যাচ্ছে।
ভিডিওতে নাড্ডাকে সংবিধানটি টেবিলে রেখে সেখান থেকে তুলে নিতে দেখা যায়, মেঝে থেকে নয়।
পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে।
ত্রিবেদীর শেয়ার করা অসম্পাদিত ভিডিওতে নাড্ডা প্রথমে সংবিধানটি সামলাতে কসরৎ করেন, তারপর সেটিকে টেবিলের নীচে রেখে পর মুহূর্তেই তুলে নিয়ে টেবিলের ওপর রাখেন। সেখান থেকে তার বক্তব্য পেশ করার সময় তিনি সংবিধানটি আবার হাতে তুলে নেন।
এই ঘটনাক্রমের স্ক্রিনশট দেখুন নীচে।
নাড্ডার বক্তৃতা সরাসরি সম্প্রচারের ২৩:৫১ মিনিটে পুনরায় দেখা যায় যেখানে তিনি নিজের আসনের দিকে ঝুঁকে সংবিধানটি তুলে নেন।
আমরা রাজ্যসভায় আসবাবপত্র এবং বসার ব্যবস্থা পর্যবেক্ষণ করি। প্রথমে যখন নাড্ডা বইটি সামলাতে অক্ষম হন, তিনি সেটি তার টেবিলের ভিতরের দিকে রাখেন, যা রাজ্যসভার সরাসরি সম্প্রচারে দৃশ্যমান নয়। সম্প্রচারের এই অংশটি শেয়ার করে ভাইরাল দাবিটি করা হয়েছে।
আমরা রাজ্যসভার ভেতরের বসার ব্যবস্থার একটি ভিডিওর সঙ্গে তুলনা করে দেখি নাড্ডা সংবিধান তুলে নেওয়ার জন্য যতটুকু ঝুঁকেছেন, সেই উচ্চতায় বসার বেঞ্চটি অবস্থিত।