Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর পাক ভিসা বন্ধের ঘোষণার ভাইরাল ভিডিও একটি ডিপফেক

বুম দেখে অ্যান্টনি আলবানিজের ২০২২ সালের একটি সাংবাদিক বৈঠকের দৃশ্যের উপর এআই ভয়েস বসিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি।

By - Srijanee Chakraborty | 17 Dec 2025 4:20 PM IST

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের (Anthony Albanese) পাকিস্তানি (Pakistani) ভিসা (visa) বাতিলের ঘোষণার কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে নির্মিত একটি ভিডিও সম্প্রতি আসল বলে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

বুম যাচাই করে দেখে আলবানিজের ২০২২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আইন সংক্রান্ত করা একটি সাংবাদিক বৈঠকের দৃশ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা সম্পাদনা করে ভাইরাল ভিডিওটি তৈরি। একাধিক এআই যাচাইকারী টুলে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায় সেটির অডিও এআই নির্মিত। 

সাজিদ আকরাম (৫০) ও তার ছেলে নাভিদ (২৪) ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতের কাছে একটি ইহুদি উৎসবে প্রকাশ্যে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে। আর ২৪ জন আহতের চিকিৎসা চলছে। সাজিদ পুলিশের গুলিতে নিহত হলেও, নাভিদ গুরুতর আহত হয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় কর্তৃপক্ষ হায়দরাবাদে সাজিদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল যেখানে তার ভাই থাকে। এদিকে, বিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, ম্যানিলার সীমান্ত রক্ষীরা জানিয়েছে সাজিদ এক মাস আগে ভারতীয় পাসপোর্ট এবং তার ছেলে নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন।

দাবি 

এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে দাবি করেন, "অষ্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলায় পাকিস্তান জড়িত! জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সকল ধরনের ভিসা বাতিল করেছে! বিশ্বে সকল রাষ্ট্রকে পাকিস্তানীদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম

১. আসল ভিডিও: বুম সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে ভাইরাল দাবি সমর্থন করে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পায়নি। এরপর, আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ব্রিসবেন টাইমসের ৪ অগাস্ট, ২০২২-এর একটি প্রতিবেদনে ভাইরাল দৃশ্যের অনুরূপ ছবি পাই। প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ৩ অগাস্ট, ২০২২-এ ক্যানবেরার পার্লামেন্ট ভবনে জলবায়ু পরিবর্তন আইন সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠকে তোলা হয়।

এরপর, আমরা এবিসি নিউজ (অস্ট্রেলিয়া)-র ইউটিউব চ্যানেলে ৩ অগাস্ট, ২০২২-এর সাংবাদিক বৈঠকের সরাসরি সম্প্রচারে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য দেখতে পাই। সাংবাদিক সম্মেলনে,আলবানিজ ও অস্ট্রেলিয়ার জলবায়ু ও শক্তি দফতরের মন্ত্রী ক্রিস বোয়েনকে ২০৩০ সালের মধ্যে নির্গমন হ্রাস করার উদ্দেশ্যে একটি জলবায়ু বিল পাস করা নিয়ে অস্ট্রেলীয় সরকারের পরিকল্পনা সম্পর্কে কথা বলতে শোনা যায়। এই সাংবাদিক সম্মেলন বন্ডি সৈকতে হামলার আগের। 

Full View

এই সাংবাদিক বৈঠকের প্রতিলিপ এখানে পড়া যাবে। 

২. এআই যাচাইকারী টুলে পরীক্ষা: আমরা দাবিটি যাচাই করতে এরপর, ভিডিওর থেকে অডিও অংশ আলাদা করে হিয়া ডিপফেক ভয়েস ডিটেক্টরে সেটিকে পরীক্ষা করি। হিয়া ভয়েসটি ডিপফেক হিসাবে চিহ্নিত করেছে। 


এছাড়াও, আমরা ভিডিওটিকে নিউ ইয়র্কের বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স ল্যাবের তৈরি এআই যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারের একাধিক সরঞ্জামে পরীক্ষা করি। পরীক্ষায় ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদনা করার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। ফলাফল দেখুন নীচে। 



Tags:

Related Stories