সোশাল মিডিয়ায় সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) ধর্ষণের সাজা সংক্রান্ত আইন নিয়ে বক্তব্যের এক অংশ ভাইরাল হয়েছে। কোবিন্দের বক্তব্যের ওই অংশটিতে সরকার ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের (Death Penalty) বিধান দিয়েছে বলে উল্লেখ করতে শোনা যায়।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২০ সেকেন্ড দীর্ঘ ভিডিওটিতে প্রথম ১০ সেকেন্ড সময়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বলতে শোনা যায়, "ধর্ষণের মত অপরাধের ক্ষেত্রে সরকার ফাঁসির আইন লাগু করেছে।" ভিডিওটিতে লেখা হয়েছে, "ধর্ষণের শাস্তি ফাঁসি মোদী সরকারের নতুন আইন"।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "এবার থেকে প্রত্যেক ধর্ষণকারীর সাজা হবে মৃত্যুদন্ড ফাঁসি মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। স্যালুট স্যার"।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: সিনেমার জন্য তৈরি নকল জন্তুর ভিডিও ভাল্লুক হানার আতঙ্ক ছড়াচ্ছে বাংলায়
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওটি খুঁটিয়ে লক্ষ্য করে এবিপি নিউজের প্রতীক খুঁজে পায়। "রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্য ধর্ষণকারীর ফাঁসি" কিওয়ার্ড সার্চ করে ইউটিউবে ২০১৯ সালের ৩১ জানুয়ারি প্রকাশিত এবিপি নিউজের সম্পূর্ণ সংবাদ বুলেটিনটি খুঁজে পায়।
ভিডিওটির সম্পূর্ণ অংশে রাষ্ট্রপতিকে শিশু ধর্ষণের ক্ষেত্রে প্রাণদণ্ড শাস্তির বিধান সম্পর্কে কথা বলতে শোনা যায়।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হিন্দিতে বলেন, "কোনও নাবালিকার সাথে ধর্ষণের মতো জঘন্য অপরাধের মতো সাজার জন্য সরকার অপরাধীকে ফাঁসি দেওয়ার বিধান করেছে। কিছু রাজ্যে শুনানির পর দোষীদের ফাঁসি সাজা হওয়ায় এইরকমের বিকৃত ধরণের মানসিকতার ব্যক্তিদের কাছে কড়া বার্তা পৌঁছেছে।"
রাষ্ট্রপতির বক্তব্যের সম্পূর্ণ অংশটি সংবাদ বুলেটিনটির ৫ সেকেন্ড অংশ থেকে ২৬ সেকেন্ড অংশে শোনা যাবে।
এছাড়াও আমরা রাষ্ট্রপতির শিশু ধর্ষণের সাজা সংক্রান্ত এই বক্তব্যের বিষয়ে অন্যান্য সংবাদ প্রতিবেদনও খুঁজে পাই। ২০১৮ সালের ২২ এপ্রিল প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শিশু ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড প্রদানের অধ্যাদেশ অনুমোদন করেছেন বলে জানা যায়। ওই ফৌজদারি আইন অধ্যাদেশ ১২ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণের জন্য সর্বনিম্ন ২০ বছরের কারাদণ্ড বা বাকি জীবনের কারাদণ্ড এবং বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের নিদান দেওয়া হয়েছে।
যেমন প্রাণহানি, জাতীয় বিপর্যয়, সাম্প্রদায়িক হিংসা প্রভৃতি ক্ষেত্রে শিশুর উপর হওয়া অপরাধের ধরণ অনুযায়ী প্রাণদনণ্ডের নিদান দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকে থাকা যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (সংশোধন) আইন, ২০১৯ এর নথিতেও বিষয়টি দেখা যাবে।
আরও পড়ুন: "দ্য ওমিক্রন ভেরিয়েন্ট" নামে ভাইরাল সিনেমার পোস্টারটি সম্পাদিত