ইতিহাসে প্রথমবার নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দাবি করে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে একাধিক বাংলা সংবাদমাধ্যম (Bengali News Outlets)।
বুম যাচাই করে দেখে, কেবল বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই নয়, প্রাক্তন রাষ্ট্রপতিদের আমলেও দেশের রাষ্ট্রপতি ভবনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটের ছবি আর্কাইভেও রয়েছে সেই ছবিগুলি।
জি২৪ ঘন্টা, আনন্দবাজার পত্রিকা অনলাইন, নিউজ১৮ বাংলার মতো সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করে, পুনম গুপ্তা ও অবনীশ কুমার রাষ্ট্রপতি ভবনে বিয়ে করা প্রথম দম্পতি হিসাবে ইতিহাস তৈরি করেছেন।
হিন্দুস্তান টাইমস বাংলা, এশিয়ানেট বাংলা, দৈনিক স্টেটসম্যান, ওয়ান ইন্ডিয়া বাংলাও একই দাবিতে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনগুলির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে, এখানে, এখানে ও এখানে।
বর্তমানে, সিআরপিএফ অফিসার পুনম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের দলে কর্মরত। তার বিয়ের অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেজা ক্রাউন কমপ্লেক্সে হয়েছে।
এবিষয়ে ফেসবুক পেজ আলটিম্যাড মোটিভেশন একই দাবিসহ এক ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখে, " ভারতের ইতিহাসে রাষ্ট্রপতি ভবনে প্রথবার বিয়ের আসর বসছে! রাষ্ট্রপতি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়ে দেবেন!"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
রাষ্ট্রপতি ভবনে পূর্বেও অনুষ্ঠিত হয়েছে একাধিক বিয়ে
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে রাষ্ট্রপতি ভবনের আধিকারিক ওয়েবসাইটের 'ডিজিটাল ফোটো লাইব্রেরি' বিভাগে সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা প্রাক্তন রাষ্ট্রপতিদের আমলেও রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিভিন্ন বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি দেখতে পাই।
নীচের ছবিতে প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে ও নব দম্পতিদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় অক্টোবর, ২০১৬ এবং ২০১৭ সালের এপ্রিল মাসে।
আমরা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেরও ২০১৭ এবং ২০১৮ সালের রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বিয়েতে অংশ নেওয়ার অনুরূপ ছবি পেয়েছি।
প্রেস ইনফরমেশন ব্যুরোর স্পষ্টীকরণ
কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য যাচাইকারী আধিকারিক এক্স হ্যান্ডেলও দাবিটি খণ্ডন করে জানায়, রাষ্ট্রপতি ভবন স্থাপনের প্রথম থেকেই সেখানে বহু বিবাহ অনুষ্ঠান সেখানে আয়োজিত হয়েছে।
পোস্টটি দেখুন এখানে।