সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল (Trinamool) নেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) গণমাধ্যমকে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারের সম্পাদিত ভিডিও সাম্প্রতিক হিসাবে শেয়ার করে দাবি করা হচ্ছে তিনি বলেছেন এই বছরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হিসাবে ২১ জুলাইয়ের (21 July) শেষ সভা হোক চান তিনি।
বুম দেখে ভিডিওটি সম্পাদিত। সম্পূর্ণ ভিডিওয় দেবাংশু ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে পদোন্নতি হয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছিলেন; নির্বাচনে হেরে যাওয়ার কথা নয়।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে বলতে শোনা যায়, "আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ ২১ জুলাই হয়।" এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "21 এইটা যেন শেষ হয় তুমি নিশ্চিত থেকো #debangshubhattchariya তোমার প্রার্থনা করার আগেই ঈশ্বর সেটা নিশ্চিত করেছে।।"
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিও সম্পাদিত: বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে একই ভিডিওসহ ২০২৩ সালের ২১ জুলাইয়ের একাধিক ফেসবুক পোস্ট দেখে যেখানে স্পষ্ট নিউজ১৮ বাংলার লোগো দেখা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা নিউজ১৮ বাংলার ফেসবুক পেজে অনুসন্ধান করে ২০২৩ সালের ২১ জুলাইয়ের একটি নিউজ বুলেটিন পাই যেখানে দেবাংশু ভট্টাচার্য ছাড়াও, অন্যান্য তৃণমূল নেতাদের বক্তব্য শোনা যায়।
এই বুলেটিনে দেবাংশু ভট্টাচার্যকে বলতে শোনা যায়, "আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ ২১ জুলাই হয়। পরের বছর ২০২৪-এ ২১ জুলাই যখন আমরা আসব, সিকিউরিটি আরও চার ডবল থাকবে এবং যিনি ভাষণ দিতে আসবেন তিনি দেশের প্রধানমন্ত্রী। এটা আমরা আশা করছি...দিল্লির চাবিটা এবার বাংলায় থাকবে, টালির চালের ভিতরেই থাকবে।" দেবাংশু ভট্টাচার্যের সম্পূর্ণ বক্তব্য থেকে বোঝা যায়, ভাইরাল দাবি বিভ্রান্তিকর এবং তিনি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছিলেন।