Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভাইরাল পোস্টের দাবি গোয়াতে দিল্লি পাবলিক স্কুল মেয়েদের বিকিনি পরতে বলেছে

বুম যাচাই করে দেখে খবরটি প্রথমে ইনস্টাগ্রামে একটি ব্যঙ্গাত্মক খবরের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছিল।

By - Hazel Gandhi | 4 April 2023 4:57 PM IST

ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয় যে, গরম বেড়ে যাওয়ায় গোয়ার (Goa) দিল্লি পাবলিক স্কুলে (Delhi Public School) ছাত্রীদের বিকিনি (Bikini) পরে আসার অনুমতি দেওয়া হয়েছে। এটা আসলে ঠাট্টা বা বিদ্রূপের ছলে দাবি করা হয়েছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল হওয়া এই বার্তাটি ইনস্টাগ্রামে বিদ্রুপাত্মক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ওই পেজে আরও এই ধরণের কৌতুক খবর পোস্ট করা হয়।

এই পোস্টটিতে যেমন একটি শাদা বিকিনির ছবি দিয়ে লেখা হয়েছে—“গোয়ার আবহাওয়া অত্যন্ত গরম এবং আর্দ্র হওয়ার কারণে ডিপিএস স্কুল তার ছাত্রীদের গ্রীষ্মের ইউনিফর্ম হিসাবে বিকিনি পরার অনুমতি দিয়েছে।”

স্বভাবতই এই পোস্টটি ফেসবুকে দ্রুত ভাইরাল হয়েছে রকমারি ক্যাপশন সহ। একটি ক্যাপশনে যেমন লেখা হয়েছে—“কে কে এই ডিপিএস স্কুলে নিজের মেয়েদের পড়তে পাঠিয়েছে?”

(মূল হিন্দিতে ক্যাপশন: "कोन कोन अपनी बेटी को पढ़ा रहा बे गोवा के DPS में ..")





পোস্টটি দেখুন এখানে ও পোস্টটি আর্কাইভ করা আছে এখানে। 

 



পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে  ও পোস্টটি আর্কাইভ করা আছে এখানে। 

টুইটারেও একই দাবি করা হচ্ছে।




টুইটটি দেখুন এখানে ও আর্কাইভ দেখা যাবে এখানে



তথ্য যাচাই

বুম দেখে দাবিটি সম্পূর্ণ ভুয়ো এবং এই পোস্টটি সর্বপ্রথম আপলোড হয় ইনস্টাগ্রামের একটি ব্যাঙ্গাত্মক খবরের পেজ @thekatvaindiaa-তে।

আমরা পোস্টটি পর্যবেক্ষণ করে দেখি, 'The Katve' প্রতীক ও হ্যান্ডেলটি পোস্টের ছবিতে ছাপা রয়েছে।




এই তথ্যের ভিত্তিতে আমরা ইনস্টাগ্রামে @thekatvaindiaa-র হ্যান্ডেলটি শনাক্ত করি এবং দেখি, সেখানে এই একই পোস্ট আপলোড হয়েছে ২৯ মার্চ, ২০২৩।



আমরা “Disclaimer” হেডিং দেওয়া একটি পোস্টও দেখেছি, যাতে স্পষ্ট লেখা রয়েছে, “এই অ্যাকাউন্ট থেকে তৈরি পোস্টগুলির কোনওটাই সত্য বা বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নয় এবং অনুসরণকারীরা যেন এই পেজটিকে গুরুত্ব সহকারে গ্রহণ না করেন।”




বুম আরও দেখেছে যে এই পেজ থেকেই অতীতে একটি ভুয়ো ব্যঙ্গাত্মক পোস্ট ছাড়া হয়েছিল, যাতে দাবি করা হয়, একটি নার্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টিকা দেওয়ার সময় তাঁর সঙ্গে মজা করতে গেলে তাঁকে বরখাস্ত করা হয়। সে সময় সেই পেজটি ভাইরাল হয়ে যায়, যার কারণে তার তরফে মার্জনাও চাওয়া হয়।

২০২১ সালে আমরা একই ধরনের একটি ব্যঙ্গাত্মক পেজ ‘রিয়েল ইন শটস’-এর পোস্টেরও তথ্য যাচাই করি, যাতে দাবি করা হয়েছিল যে, একটি মসজিদে আজানের পরিবর্তে কোরীয় পপ গানের দল বিটিএস-এর একটি গান বাজানো হয়েছিল। পরে আমরা দেখি যে ইনস্টাগ্রামের এই ব্যঙ্গাত্মক অ্যাকাউন্টটি এই ধরনেরই আরও তিনটি অ্যাকাউন্টের সমাহার, যার সঞ্চালনা করে তৃষিত ব্যানার্জি নামের এক ব্যক্তি। ‘দ্য রিয়েল ইন শটস’ পেজটি ‘ইনশর্টস’-এর আদলে তৈরি, ‘রিয়েলএনডিভিটি’ পেজটি এনডিটিভির আদলে এবং ‘ক্যাটভাইন্ডিয়া’ পেজটি ‘দ্য তত্ত্ব’ নামক দক্ষিণপন্থী পেজ-এর অনুকরণে তৈরি, যেটি মুসলিম বিদ্বেষ প্রচার করে l ক্যাটভাইন্ডিয়া পেজটি এখন আর নেই, তার জায়গায় এসেছে @thekatvaindiaa।

গোয়ার এই স্কুলের ঘটনাটির কোনও প্রতিবেদন সংবাদপত্রে বেরিয়েছে কিনা, আমরা তা খুঁজেছি, কিন্তু কিছু পাইনি। এমনকি ডিপিএস-এর ওয়েবসাইটও খুঁজে দেখেছি, গোয়াতে কোনও ডিপিএস স্কুল নেই।



Tags:

Related Stories