Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কিভাবে যোগী আদিত্যনাথকে নিয়ে পোস্ট করা নরেন্দ্র যাদব হলেন এন জন ক্যাম?

বুম যখন নরেন্দ্র জন ক্যামকে প্রফেসর এ জন ক্যামের প্রত্যাখ্যানের বিষয়ে জিজ্ঞাসা করে তখন তিনি দেন, "উনি বোকা। কেউ ওনাকে আমার পুরো নাম বলেনি।"

By -  Anmol Alphonso | By -  Sujith |

10 July 2023 6:59 PM IST

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) অফিসের টুইটার অ্যাকাউন্ট এবং বেশ কয়েকটি সংবাদমাধ্যম সম্প্রতি একজন টুইটার ব্যবহারকারীর বিতর্কিত এক টুইট সম্প্রচার করে যেখানে ওই টুইটারব্যবহারকারী দাবি করেন যোগী আদিত্যনাথ ২৪ ঘন্টার মধ্যে ফ্রান্সে (France) ছড়িয়ে পড়া দাঙ্গাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন।

বুম দেখেছে যে 'এন জন ক্যাম' নামক ওই টুইটার ব্যবহারকারী হলেন আদতে নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব ওরফে নরেন্দ্র জন ক্যাম। তিনি ভারতে এবং বিদেশে চিকিৎসা পেশায় যুক্ত একজন ব্যক্তি এবং যিনি প্রফেসর ও বিদেশের একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট জন ক্যাম নামের অপপ্রয়োগ করেছেন।

আসল জন ক্যাম, যিনি লন্ডনের সেন্ট জর্জ ইউনিভার্সিটির একজন অধ্যাপক (এমেরিটাস) ইমেলের মাধ্যমে বুমকে বলেছেন যে টুইটার অ্যাকাউন্ট @njohncamm "তার পরিচয় চুরি করছে।"

৩০ জুন, ২০২৩ তারিখে টুইটার হ্যান্ডেল @njohncamm নিজেকে অধ্যাপক এন জন ক্যাম বলে দাবি করে টুইট করেন, "ভারতের অবশ্যই @myogiadityanath কে ফ্রান্সে পাঠানো উচিত সেখানকার দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারণ সেটায় তিনি ২৪ ঘন্টার মধ্যে সফল হবেন।"

২৭ জুন, ২০২৩ তারিখে ১৭ বছর বয়সী এক আলজেরিয়ান ছেলেকে প্যারিসের ট্রাফিক সিগন্যালে একজন পুলিশ অফিসার গুলি করে হত্যা করার পর ফ্রান্স ব্যাপক দাঙ্গার শিকার হচ্ছে। বিভিন্ন শহরে বিশেষ বাহিনী সহ ৪৫,০০০ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন, এবং তার আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

দক্ষিণপন্থী টুইটার ব্যবহারকারীদের অনেকেই এই পোস্টটি শেয়ার করেছেন এবং এই পোস্টটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর যাচাই করা অফিসিয়াল অ্যাকাউন্ট @myogioffice-এর মাধ্যমেও প্রচার করা হয়।

@myogioffice মূল টুইটটি শেয়ার করে লেখে, "যখনই চরমপন্থা দাঙ্গাকে ইন্ধন দেয়, বিশৃঙ্খলা গ্রাস করে এবং বিশ্বের যে কোনও অংশে আইন-শৃঙ্খলার অবস্থা খারাপ হয়, তখন বিশ্ব সান্ত্বনা চায় এবং আইন শৃঙ্খলার জন্য "যোগী মডেল" চায়।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

এই টুইটটি বেশ কয়েকটি নিউজ চ্যানেল দেখিয়ে দাবি করে "বিখ্যাত কার্ডিওলজিস্ট এবং অধ্যাপক জন ক্যাম" যোগী আদিত্যনাথের প্রশংসা করে টুইট করেছেন। নিউজ ১৮ উত্তরপ্রদেশ এই ভাইরাল টুইটটি খবরে প্রকাশ করার সময় ক্যাপশনে লেখে, "মুখ্যমন্ত্রী যোগীকে ২৪ ঘন্টার মধ্যে ফ্রান্সে পাঠানো উচিত, দাঙ্গার আগুন থেকে দেশকে বাঁচাতে, ইউরোপীয় ডাক্তার টুইট করে দাবি করেছেন .. "।

টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।

কোনো তথ্য যাচাই ছাড়াই এন জন ক্যামের ভাইরাল টুইট দেখানোর জন্য বেশ কয়েকজন ব্যবহারকারী সমালোচনা করার পরে এবিপি নিউজ তাদের টুইট মুছে দেয়।

চিকিৎসা বিশেষজ্ঞরা এন জন ক্যামের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন

এটি প্রথম বার নয় যখন এন জন ক্যামের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অতীতে, টুইটারে বেশ কয়েকজন ডাক্তার তার ওয়েবসাইট njohncamm.com-এ তালিকাভুক্ত তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন এবং যে বিখ্যাত প্রতিষ্ঠান এবং অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছেন তার বানানে ত্রুটি তুলে ধরেছেন।

সেগুলি দেখতে এখানে ক্লিক করুন।

"ড. এন জন ক্যাম ২০০১ সালে মর্যাদাপূর্ণ সেন্ট জর্জেস হাসপাতাল লন্ডন (ইউকে) থেকে তার এমআরসিপি (সদস্য, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান) পাশ করেন। তিনি ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে বিশদে প্রশিক্ষণ লাভ করেন। তিনি মর্যাদাপূর্ণ ব্রিটিশ কার্ডিয়াক সোসাইটি দ্বারা সদস্যপদ লাভ করেন. ..", জীবনীর একটি অংশ দাবি করেছে।

ওই জীবনীতে ​​আরও বলা হয়েছে যে তিনি ২০০২  সালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসাবে "সেন্ট জর্জেস হাসপাতাল, লন্ডন" এ যোগদান করেছিলেন।

বুম লন্ডনের সেন্ট জর্জেস হাসপাতাল, ব্রিটিশ কার্ডিয়াক সোসাইটি, ক্লিনিকুম ন্যুর্নবার্গ হাসপাতাল এবং ডাঃ মেরি-ক্লদ মরিসের সাথে যোগাযোগ করেছে। তাদের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়ার পরে এই প্রতিবেদনটি সংস্করণ করা হবে।

"আমার পরিচয় চুরি করা হয়েছে", জানান অধ্যাপক এ জন ক্যাম

বুম লন্ডনের সেন্ট জর্জ ইউনিভার্সিটির ক্লিনিকাল কার্ডিওলজি (এমেরিটাস) অধ্যাপক এ জন ক্যামের সাথেও যোগাযোগ করেছে।

এই বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।

প্রফেসর ক্যাম ইমেলের মাধ্যমে বুমকে বলেছেন যে টুইটার অ্যাকাউন্ট @njohncamm তার পরিচয় চুরি করছে এবং তিনি এন জন ক্যাম বা নরেন্দ্র যাদব নামে কাউকে চেনেন না।

"এই লোকটি "আমার পরিচয় চুরি করছে"। আমি জানি না কিভাবে এটাকে থামাতে হবে। আপনি যে নামটি উল্লেখ করেছেন সেটি এক অপরাধীর বলে মনে হচ্ছে," এ জন ক্যাম বুমকে বলেছেন।

ওয়েবসাইট njohncamm.com নরেন্দ্র যাদবের নামে রয়েছে

বুম njohncamm.com সাইটের ওয়েবসাইট রেজিস্ট্রেশনের বিশদ অনুসন্ধান করে দেখতে পায় 'ড. নরেন্দ্র যাদব ইমেল ঠিকানা 'drnarendrayadav@gmail.com' সহ সাইটের নিবন্ধক হিসাবে তালিকাভুক্ত।

এটি njohncamm.com এর ওয়েবসাইট এবং নরেন্দ্র যাদব নামের মধ্যে একটি যোগ দেখায়।

সেটি দেখতে এখানে ক্লিক করুন।

আমরা তারপরে ডঃ নরেন্দ্র যাদবের অনুসন্ধান করেছি এবং ব্রাউনওয়াল্ড হসপিটালসে তার নামের ব্লগ পোস্টগুলি পেয়েছি যার বর্ণনা এন জন ক্যামের ওয়েবসাইটের মতোই ছিল। পোস্টগুলি জুলাই ২০১৯ সাল থেকে উপস্থিত এবং বেশিরভাগের বিবরণ একই ধরণের ছিল।

ব্লগে বলা হয়েছে যে ডাঃ নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব ব্রাউনওয়াল্ড হেলথ কেয়ার স্থাপন করেছেন। আরও বলা হয় যে যাদব ২০০১ সালে মর্যাদাপূর্ণ সেন্ট জর্জেস হাসপাতাল লন্ডন (ইউকে) থেকে "এমআরসিপি (সদস্য, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান) সম্পন্ন করেছেন। তিনি ডাঃ এ জন ক্যামের অধীনে ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে ব্যাপক প্রশিক্ষণ পেয়েছেন।"

যদিও ওয়েবসাইট njohncamm.com-এ ডাঃ এ জন ক্যামের কোন উল্লেখ নেই, তবে ব্লগটিতে তা রয়েছে। সেই আর্কাইভটি দেখতে এখানে ক্লিক করুন।

ডঃ এ জন ক্যাম ডঃ নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব নামে কাউকে চেনেন না বলে বুমকে জানান।

অনুকরণের প্রমাণ

আমরা ২৭ জুন, ২০১৯ তারিখে প্রকাশিত "Dr.Narendra Vikramaditya Yadav: Embrace digital education and adapt it to improve patient care” শিরোনামের একটি ব্লগ পোস্টও খুঁজে পেয়েছি, যা কার্ডিওভাসকুলার নিউজ এর একটি প্রতিবেদন থেকে শব্দ-চয়ন করা হয়েছিল।

সেই খবরটি কার্ডিওভাসকুলার নিউজের জন্য জেভিয়ার রোসেলো এবং দীপক কোটেচা লিখেছিল বলে জানা যাচ্ছে।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

ড. নরেন্দ্র বিক্রমাদিত্য যাদবের ওপর প্রাক্তনে আইনি তদন্তের ঘটনা

২০১৯ সালের মে মাসে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনে বলা হয় ব্রাউনওয়াল্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ নরেন্দ্র বিক্রমাদিত্য যাদবকে তার কর্মচারীদের দায়ের করা একটি প্রতারণার মামলার ভিত্তিতে চেন্নাই থেকে রাচাকোন্ডা পুলিশ (তেলেঙ্গানা) গ্রেপ্তার করেছিল।

রাচাকোন্ডা পুলিশ ২৫ মে, ২০১৯ তারিখে এক টুইট করে জানায়, "@kushaigudaps দ্বারা কর্মচারীদের প্রতারণা করার জন্য চেয়ারম্যান #Brounwald_hospitals (A1) ডাঃ নরেন্দ্র বিক্রমাদিত্য যাদবকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী ডেপুটি ভাইস চেয়ারম্যান দিব্যা রাওয়াত (A2) #পলাতক।"

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

ব্রাউনওয়াল্ড হসপিটালের ওয়েবসাইটের আর্কাইভ দেখায় যে নরেন্দ্র যাদব হলেন এন জন ক্যাম

ইন্টারনেট আর্কাইভ ওয়েব্যাক মেশিন ব্যবহার করে, বুম braunwaldhospitals.com এর আর্কাইভ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল।

ডাঃ নরেন্দ্র যাদব এবং দিব্যা রাওয়াতকে ওয়েবসাইটের "এবাউট আস (আমাদের সম্পর্কে)" বিভাগে পরিচালক বোর্ডের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। যাদবও চেয়ারম্যান হিসেবে তালিকাভুক্ত।

সেটি দেখতে এখানে ক্লিক করুন।

২০২৩ সালের মার্চ মাসে, ডাঃ রোহিন ফ্রান্সিস, একজন পরামর্শদাতা কার্ডিওলজিস্ট টুইটার হ্যান্ডেল অধ্যাপক এন জন ক্যাম এবং নরেন্দ্র যাদবের মধ্যে বেশ কয়েকটি যোগসূত্র আঁকেন এবং উল্লেখ করেন যে ইউকে-ভিত্তিক বেশ কয়েকটি বিলুপ্ত কোম্পানির পরিচালক হিসাবে নরেন্দ্র জন ক্যামকে কার্ডিওলজিস্ট হিসাবে উল্লেখ করা হয়েছে।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

আমরা ব্রিটিশ সরকারের কোম্পানি হাউসের ওয়েবসাইটে 'নরেন্দ্র জন সিএএমএম' নামটি সন্ধান করেছি এবং যুক্তরাজ্যে চারটি দ্রবীভূত কোম্পানির তালিকাভুক্ত নাম খুঁজে পেয়েছি।

দ্রবীভূত চারটি কোম্পানি হল জন ক্যাম লাইফকেয়ার লিমিটেড (কোম্পানির নম্বর ১১২৩২৪৮৬ ), ব্রাউনওয়াল্ড অ্যালায়েন্স লিমিটেড (১১২৩০১৫২), ব্রাউনওয়াল্ড ইনফ্রা লিমিটেড (১১২৩২৪১৬) এবং জন ক্যাম হেলথকেয়ার লিমিটেড (১১২২৮৯০৮)।

এটি নীচে দেখা যেতে পারে।

দেখতে এখানে ক্লিক করুন।

উপরন্তু, আমরা checkcompany.co.uk-এও চেক করেছি এবং দেখতে পেয়েছি যে নাম - নরেন্দ্র যাদব, নরেন্দ্র জন ক্যাম এবং নরেন্দ্র ক্যাম সকলেই ব্রাউনওয়াল্ড হাসপাতালের বর্তমান বা পূর্ববর্তী কোম্পানি অফিসার হিসাবে তালিকাভুক্ত। এটি তিনটি নাম এবং ব্রাউনওয়াল্ড হাসপাতালের মধ্যে একটি স্পষ্ট সংযোগ দেখায়, যার মধ্যে তারা ১৯৭১ সালের সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছিল।

নরেন্দ্র যাদবের মুখের মিল

ব্রাউনওয়াল্ড হাসপাতালের ওয়েবসাইট আর্কাইভে পাওয়া একটি ফটো ব্যবহার করে, আমরা PimEyes টুলে একটি মুখ শনাক্তকরণ অনুসন্ধান চালিয়েছি। আমরা প্রথমে নরেন্দ্র যাদবের একটি একক ছবি আপলোড করেছি যা আমাদের যাদবের আরও সাতটি অনুরূপ ছবি দেখায় যার মুখের বৈশিষ্ট্যগুলি টুইটার অ্যাকাউন্টের ছবিগুলির সাথে মেলে প্রফেসর এন জন ক্যামের।

ফলাফল নীচে দেখা যাবে।

"নরেন্দ্র যাদব একজন ভিন্ন ব্যক্তি যিনি আইনি সমস্যার কারণে আমাকে তার কোম্পানি বিক্রি করে দিয়েছেন": বুমকে জানায় নরেন্দ্র জন ক্যাম

বুম অতীতে যে নম্বরটি টুইট করেছিলেন তা ব্যবহার করে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নরেন্দ্র জন ক্যামের সাথে যোগাযোগ করেছিল। তিনি বলেছিলেন যে তিনি কার্ডিয়াক সেন্টার স্থাপনের জন্য জুন-জুলাই ২০১৯ সালে দুবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করেছিলেন।

নরেন্দ্র জন ক্যাম সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিদ্বন্দ্বী কার্ডিওলজিস্ট হায়দ্রাবাদের কারও সাথে তার নাম যুক্ত করে তাকে অপমান করার চেষ্টা করেছেন।

"মার্কিন প্রতিদ্বন্দ্বী কার্ডিওলজিস্ট গল্প তৈরি করেছেন এবং ভারত/হায়দ্রাবাদের কারো সাথে আমার নাম লিঙ্ক করেছেন এবং ইন্টারনেটে পোস্ট করেছেন এবং এটিই আমাকে অপমান করার জন্য রেফারেন্স হিসাবে ব্যবহার করা হচ্ছে," এন জন ক্যাম বুমকে বলেছেন।

কিন্তু শীঘ্রই তিনি নরেন্দ্র যাদবকে একজন ভিন্ন ব্যক্তি বলে দাবি করে নিজেকে বিরোধিতা করেছিলেন যিনি আইনি সমস্যার কারণে তার কোম্পানিকে বিক্রি করেছিলেন।

"উক্ত ব্যক্তিটি সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি যে তার আইনি সমস্যার কারণে আমাকে তার কোম্পানি বিক্রি করেছে," তিনি বলেছিলেন।

"তিনি ২০১৯ সালে কোম্পানি বিক্রি করেছিলেন। এর আগে এটি ব্রাউনওয়াল্ড হাসপাতাল ছিল যা আমি আমার নাম দিয়ে জন ক্যাম হেলথ কেয়ারে পরিবর্তন করেছি," তিনি যোগ করেছেন।

যখন বুম তাকে জিজ্ঞাসা করেছিল যে তিনি নরেন্দ্র যাদবের যোগাযোগ শেয়ার করতে পারেন কিনা অথবা তাদের দুজনের একটি ছবি একসাথে দিতে পারেন কিনা, তাতে তিনি বলেছিলেন যাদবের সাথে তিনি যোগাযোগ হারিয়েছেন এবং যাদব যুক্তরাজ্যে ছিলেন তবে "জনসমক্ষে আর নেই"।

তিনি আরও দাবি করেন যে জন্ম থেকেই এন জন ক্যাম তার নাম ছিল কিন্তু তা প্রমাণ করার জন্য কোনও সমর্থনকারী নথি সরবরাহ করতে অস্বীকার করেন। পরবর্তীতে, তিনি যোগ করেছেন যে তার পরিচয় প্রমাণ করার জন্য জন্ম থেকে তার কাছে ২৪৩ টি নথি ছিল এবং "যারা অন্যথায় কাজ করবে তাদের বিরুদ্ধে মামলা করবেন।"

এন জন ক্যাম বলেছেন যে তার স্ত্রীর নাম অনিতা জন ক্যাম এবং তিনি তার সাথে জার্মানিতে রয়েছেন।

লন্ডনের সেন্ট জর্জ ইউনিভার্সিটির প্রফেসর এ জন ক্যামের বক্তব্যের বিষয়ে বুম তাকে প্রশ্ন করে তিনি তখন প্রফেসরকে 'ইডিয়ট' বলে অভিহিত করে জবাব দেন।

"উনি একজন বোকা। কেউ তাকে আমার পুরো নাম বলেনি। সুশীল মোদী কি তাহলে নরেন্দ্র মোদীর পরিচয় চুরি করছেন?" তিনি বলেন।

"এন জন ক্যাম বা নরেন্দ্র জন ক্যাম কেউই বি.সি.এস সদস্য নন": বুমকে জানায় ব্রিটিশ কার্ডিওভাসকুলার সোসাইটি

নরেন্দ্র জন ক্যাম নিজের ওয়েবসাইটে দাবি করেন তিনি ব্রিটিশ কার্ডিও ভাসকুলার সোসাইটির সদস্য। তবে ৬ জুন, ২০২৩ তারিখে ব্রিটিশ কার্ডিও ভাসকুলার সোসাইটি এক ইমেল উত্তরে আমাদের জানায় "এন জন ক্যাম" অথবা নরেন্দ্র জন ক্যাম নামক ব্যক্তি এই সংস্থার সদস্য নন। ব্রিটিশ কার্ডিও ভাসকুলার সোসাইটির এক প্রতিনিধি ইমেলের দ্বারা বুমকে লেখে,"আমরা নিজেদের তথ্য ভান্ডার থেকে জেনেছি "এন জন ক্যাম" অথবা "নরেন্দ্র জন ক্যাম" ব্রিটিশ কার্ডিও ভাসকুলার সোসাইটির সদস্য নন।"

Tags:

Related Stories