গত ১৭ ফেব্রুয়ারি ভোরে রাজধানী দিল্লি (Delhi) ও তার সংলগ্ন এলাকায় ভূমিকম্পের (earthquake) পর একাধিক কম্পনের দৃশ্য প্রকাশ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজে এক বাড়ির বাইরের রাস্তায় কম্পনের দৃশ্য দেখিয়ে আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন তাদের ভিডিও রিপোর্টে দাবি করে, ভিডিওটিতে দিল্লিতে হওয়া সাম্প্রতিক কম্পনের দৃশ্য দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে, সিসিটিভির এই ফুটেজ পুরনো এবং তাতে দিল্লিতে হওয়া সাম্প্রতিক ভূমিকম্পের দৃশ্য দেখতে পাওয়া যায় না।
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে নয়াদিল্লিতে ভোর ৫:৩৬ মিনিটে রিখটার স্কেলে ৪.০ মাত্রার কম্পন অনুভূত হয় বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তাদের তথ্য অনুসারে, কম্পনের উৎসস্থল ছিল নয়াদিল্লির ধৌলাকুঁয়া।
ভিডিওটি তাদের ফেসবুক পেজে পোস্ট করে আনন্দবাজার পত্রিকা অনলাইন ক্যাপশন হিসাবে লেখে, "মাটির তলা থেকে গর্জনের মতো শব্দ! আতঙ্ক দিল্লিতে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
"সাতসকালে কাঁপলো দিল্লি" লিখে সংবাদ প্রতিদিনও তাদের ফেসবুক পেজে সিসিটিভি ফুটেজটির দৃশ্য পোস্ট করে।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই: ভূমিকম্পের দৃশ্য সাম্প্রতিক দিল্লির নয়
বুম লক্ষ্য করে, আনন্দবাজারের পোস্ট করা ভিডিওর প্রথম দৃশ্যতে থাকা সিসিটিভি ফুটেজে ১৫ ফেব্রুয়ারি, ২০২৫-এর তারিখ এবং সময় হিসেবে রাত ১০:৪৮ মিনিটের উল্লেখ রয়েছে যা দিল্লির ভূমিকম্পের তারিখের সাথে মেলে না।
এর থেকে সন্দেহ হওয়ায়, আমরা ওই নির্দিষ্ট দৃশ্যের অংশটির রিভার্স ইমেজ সার্চ করি। এর মাধ্যমে আমরা এক্সে ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের একটি পোস্ট পাই যেখানে ভিডিওটি দেখতে পাওয়া যায়।
এক্স পোস্টটির আরবি ক্যাপশন অনুযায়ী, ভিডিওটিতে গত ১৫ ফেব্রুয়ারি রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া ভূমিকম্পের দৃশ্য দেখা যায়।
ওই পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।
এরপর এক্সে কিওয়ার্ড সার্চ করে আমরা একই ভিডিওসহ ১৫ ফেব্রুয়ারি তারিখের এক পাকিস্তানি ব্যবহারকারীর পোস্ট পাই, যেখানে ওই ব্যবহারকারী ভিডিওটি ইসলামাবাদের ভূমিকম্পের এবং সেটি তারই বাড়ির সিসিটিভি ক্যামেরায় তোলা বলে দাবি করেন।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
ওই পোস্ট থেকে বুম নিশ্চিত হয়, ভিডিওটি গত ১৭ ফেব্রুয়ারিতে হওয়া দিল্লির ভূমিকম্পের দৃশ্য নয়। তবে আমরা ওই ব্যবহারকারীর দাবিমতো ভিডিওটি পাকিস্তানে গত ১৫ ফেব্রুয়ারি হওয়া ভূমিকম্পের দৃশ্যের কিনা তা স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হইনি।
পাকিস্তানের ভূমিকম্প
১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাত ১০:৪৮ নাগাদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও তার সংলগ্ন রাওয়ালপিন্ডি শহরে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়। কম্পনের ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।