Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ইজরায়েলে হিজবুল্লা হামলার ভিডিও দাবিতে ছড়াল অসম্পর্কিত দৃশ্য

বুম দেখে ভাইরাল ভিডিওটি একটি আলজেরীয় ফুটবল ক্লাবের বাজি পুড়িয়ে উদযাপন ও ইন্দোনেশিয়ার একটি বাজারে অগ্নিকাণ্ডের দৃশ্যর সংমিশ্রণে তৈরি।

By - Srijanee Chakraborty | 30 Sept 2024 5:53 PM IST

ইজরায়েলের (Israel) হাইফা শহরে হিজবুল্লার (Hezbollah) রকেট হামলার দৃশ্যের দাবিতে সোশ্যাল মিডিয়ায় আলজেরিয়া (Algeria) ও ইন্দোনেশিয়ার (Indonesia) দুটি অসম্পর্কিত ঘটনার ক্লিপের সংমিশ্রণে তৈরি একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওর প্রথম অংশে একটি রাস্তার ধারে অনেকগুলি গাড়ি এবং আকাশে আগুনের লাল ফুলকি দেখা যায়। এরপর, দৃশ্য পালটে অনেকগুলি বিল্ডিংসহ একটি চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যায়।

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ইজরায়েলের হাইফা শহরের দৃশ্য নয়, বরং ভিডিওটি আলজেরিয়া ও ইন্দোনেশিয়ার দুটি অসম্পর্কিত ঘটনার ক্লিপের সংমিশ্রণে তৈরি। ভাইরাল ভিডিওর প্রথমেই আলজেরীয় ফুটবল ক্লাব মৌলৌদিয়া আলজিয়ারসের ১০৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাজি পুড়িয়ে উদযাপনের দৃশ্য দেখা যায়। এরপর, ভিডিওতে দৃশ্যমান অগ্নিকাণ্ডটি ইন্দোনেশিয়ার সাংকুলিরাং বাজারে আগুন লেগে যাওয়ার। 

২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইজরায়েলের সঙ্গে লেবাননের জঙ্গিগোষ্ঠী হিজবুল্লার আক্রমণ ও পাল্টা আক্রমণ চলে আসছে। এরই মধ্যে, ২৮ সেপ্টেম্বর ২০২৪-এ ইজরায়েলি সেনা লেবাননের রাজধানী বেইরুটে ক্রমাগত বোমাবর্ষণ করে। এর ফলে, হিজবুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরাল্লা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইজরায়েলি সেনা। 

ইজরায়েল ও হিজবুল্লার ক্রমাগত সংঘর্ষের আবহে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, "ইজরায়েলের হাইফা শহর রকেটের আগুনে জ্বলছে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই 

বুম দেখে ভাইরাল ভিডিওটি ইজরায়েলের হাইফা শহরে হিজবুল্লার রকেট হামলার দৃশ্য নয়। আমরা দেখি ভিডিওটি আলজেরিয়া ও ইন্দোনেশিয়ার দুটি অসম্পর্কিত ঘটনার ক্লিপের সংমিশ্রণে তৈরি।

বুম প্রথমে ভাইরাল ভিডিওটিকে কতগুলি কিফ্রেমে ভাগ করে নেয়। আমরা আকাশে আগুনের লাল ফুলকি সমেত কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ২০২৪ সালের ৯ অগাস্টে ইউটিউবে আপলোড করা একটি ভিডিও পাই যেখানে ভাইরাল ভিডিওর মতোই আকাশে লাল আগুনের ফুলকি দৃশ্যমান। 

ভিডিওটির ক্যাপশন অনুবাদ করলে জানা যায় ভিডিওটি আলজেরীয় ফুটবল ক্লাব মৌলৌদিয়া আলজিয়ারসের ১০৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমর্থকদের উদযাপনের দৃশ্য। 

Full View

আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওতে বাজির দৃশ্যটি উল্টানো হয়েছে। নীচে ভাইরাল ভিডিওর স্ক্রিনশটের সঙ্গে ইউটিউবে আপলোড করা ভিডিও স্ক্রিনশটের একটি তুলনা দেখা যাবে।


মৌলৌদিয়া ফ্যানস টিভি ইউটিউব চ্যানেলে ফুটবল ক্লাবটির ১০৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের দীর্ঘতর সংস্করণ দেখা যায়। 

Full View

দেখুন এখানে। 

এরপর, আমরা ভাইরাল ভিডিওতে দৃশ্যমান অগ্নিকাণ্ডের কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে দেখি ক্লিপটি ইন্দোনেশিয়ার সাংকুলিরাং বাজারে ২২ অগাস্ট, ২০২৪-এ আগুন লেগে যাওয়ার দৃশ্য। 

একটি ইন্দোনেশিয়ান গণমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা ভাইরাল ভিডিওর দৃশ্যসহ একটি ভিডিও পোস্ট দেখতে পাই। পোস্টটির ইন্দোনেশিয়ান ভাষায় ক্যাপশন অনুযায়ী, "বেনুয়া বারু গ্রামের সাংকুলিরাং মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। এই ঘটনাটি ২২ আগস্ট, ২০২৪, বৃহস্পতিবার ভোরে ঘটে। বাসিন্দাদের একজনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ সকালে প্রায় ০১:০০-০১:৩০ নাগাদ আগুন লেগেছিল বলে অনুমান করা হয়। উল্লেখ করা হয়, যখন আগুন লেগেছিল, তখন ওই এলাকা বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। এই খবরটি সম্প্রচারিত হওয়ার সময়, সাংকুলিরাং দমকলকর্মী এবং বাসিন্দাদের সহায়তায় আগুন নেভানো হয়ে গেছে।" (অনূদিত)

এরপর, আমরা সাংকুলিরাং বাজারে অগ্নিকাণ্ড সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ইন্দোনেশীয় সংবাদমাধ্যম নুসানতারা টিভির ইউটিউব চ্যানেলে ২২ অগাস্ট, ২০২৪-এ একটি প্রতিবেদন দেখতে পাই। 

সাংকুলিরাং বাজারে অগ্নিকাণ্ড সংক্রান্ত এই প্রতিবেদন থেকে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবাহ ঘটনার সৃষ্টি। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, সাংকুলিরাং বাজারে আগুন লাগার ফলে আনুমানিক ১০ বিলিয়ন ইন্দোনেশিয়ান রূপিয়াহ সমান আর্থিক ক্ষতির সম্ভবনা রয়েছে।

Full View

নীচে ভাইরাল ভিডিওর স্ক্রিনশটের সঙ্গে ইউটিউবে আপলোড করা প্রতিবেদনের স্ক্রিনশটের একটি তুলনা দেওয়া হল।



Tags:

Related Stories