Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বাংলাদেশে বন্যাবিধ্বস্ত মানুষের দাবিতে ভাইরাল AI নির্মিত ছবি

বুম দেখে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত বলে দাবি করা ভাইরাল ছবিগুলি কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি।

By - Srijanee Chakraborty | 27 Aug 2024 12:34 PM GMT

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জলমগ্ন এলাকায় মানুষের দুর্দশার বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সাহায্যে নির্মিত ছবি ছড়িয়ে পড়েছে। ভাইরাল ছবিগুলি শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেন সেগুলিতে সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের (Bangladesh Floods) মানুষের দুরাবস্থার দৃশ্য দেখা যাচ্ছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিগুলি— জলমগ্ন সন্তান ও পিতা, গলা অবধি জলে একটি শিশু এবং জলের মধ্যে এক গর্ভবতী মহিলা— কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্মিত। 

ভাইরাল একটি ছবিতে একটি জলমগ্ন এলাকায় কোনও এক বন্ধ দোকানের সামনে হেলান দিয়ে কম্বলে জড়ানো একটি সদ্যজাত শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবিটি শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "বাস্তবতা এ-র চেয়েও ভয়াবহ। আমরা যারা সুস্থ আছি, শুধু এক মিনিটের জন্য চিন্তা করি যে - একটি ছাদে তিন/চার দিন ধরে তিন শতাধিক লোক খাবার-পানি ছাড়া আছেন, একটি গাছের ঢগায় উদ্ধারের জন্য দশ-বারজন লোক বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করছেন(আদৌ তাদের অপেক্ষা শেষ হয়েছে), এক অন্ধকার রুমে পুরুষ, মহিলা,বাচ্চা, দুধের বাচ্চা, রোগীসহ ত্রিশ-চল্লিশজন অপেক্ষায় আছেন একটু খাবার-পানির জন্য(আদৌ তারা পেয়েছেন?)।..."


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

 সমাজমাধ্যমে আরও একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে গলা অবধি জলের মাঝে একটি শিশুকে ভেসে থাকতে দেখা যাচ্ছে। 

ফেসবুকে সাদা-কালো ছবিটি শেয়ার করে এক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "হে পরম করুণাময়, আপনার নিষ্পাপ বান্দাদের প্রতি রহম করুন, সাহায্য করুন, একমাত্র আপনিই পারেন বাঁচাতে। এই অবিভাবকহীন দেশের জনগণকে দূর্যোগ দিয়ে আর পরীক্ষা নিও না মাবুদ।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

 এছাড়াও, জলমগ্ন একটি বসতিতে কিছু ভাসমান মানুষের দেহের মাঝে এক গর্ভবতী মহিলার কোমর অবধি জলে দাঁড়িয়ে থাকার ছবি বাংলাদেশের বন্যার দৃশ্য হিসাবে ভাইরাল হয়েছে। 

একজন ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "ভালো নেই আমাদের প্রিয় মাতৃভূমি হে আল্লাহ তুমি বন্যা কবলিত প্রতিটি মানুষকে, হেফাজত করুন ( আমিন)।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে বাংলাদেশে বন্যা বিধ্বস্ত মানুষ দাবি করা ভাইরাল ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। 

জলমগ্ন সন্তান ও পিতা

আমরা লক্ষ্য করি ভাইরাল ছবিতে দৃশ্যমান মানুষের ত্বক মোমের মত মসৃণ এবং ত্বকের স্বাভাবিক ভাঁজগুলি অনুপস্থিত। এই বৈশিষ্ট্যগুলি মূলতঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবিতে দেখা যায়। 

এরপর, আমরা ভাইরাল ছবিটি হাইভ মডারেশনে পরীক্ষা করে নিশ্চিত হই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত। নীচে হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেখা যাবে।


গলা অবধি জলে ভাসমান শিশু

 আমরা প্রথমে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখি ছবিটি ফেসবুকে আপলোড করা একটি ভাইরাল ভিডিওর স্ক্রিনশট। একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "বলার মতো কোন ভাষা নাই ছেলেটা কে একা পাওয়া গেছে সাথে কেউ ছিলো না, যখন তাকে উদ্ধার করা হয়। ছেলেটা যে কোন একটা জিনিসের উপর বসে ছিলো একা একা হাত নাড়াচ্ছে পানি উপর।"


আর্কাইভ দেখুন এখানে

 এই ভিডিওতে আমরা শিশুটির মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করি যেমন প্রথমে হাত নাড়ানোর সময় শিশুটির পাঁচটি সম্পূর্ণ আঙুল থাকলেও পরের মুহূর্তেই তার হাতে চারটি স্বাভাবিক আঙুল ও একটি অসম্পূর্ণ তর্জনী দেখা যায়। এছাড়াও, শিশুটির চোখের মণির নড়াচড়াও স্বাভাবিক নয়। 


আমরা ভাইরাল ভিডিওতে "KALACHAN MIYA" লেখা একটি ওয়াটারমার্ক দেখতে পাই। এই সুত্রধরে, ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে আমরা একই নামের একটি পেজে দেখি ২৩ অগাস্ট ২০২৪-এ ভিডিওটি আপলোড করা হয়েছে।

ওই ভিডিওতে বাচ্চাটির সাথে একটি বাঁধ থেকে জল বেরনোর একটি ভিডিও ক্লিপও দেখা যায়। ভিডিওটির ক্যাপশন হিসাবে ইংরেজিতে লেখা হয়েছে, "ক্যাপশনের দরকার নেই, দ্রষ্টব্য: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত প্রতীকী ভিডিও।"


আর্কাইভ দেখুন এখানে

এরপর, আমরা নিশ্চিত হতে শিশুটির ভাইরাল ছবি হাইভ মডারেশনে পরীক্ষা করে দেখি সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত। পরীক্ষার ফলাফল দেখুন নীচে।


জলের মধ্যে গর্ভবতী মহিলা

আমরা কিওয়ার্ড সার্চ করে একটি ফেসবুক পেজে ভাইরাল ছবিটি দেখতে পাই যেখানে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত বলা হয়েছে। ২৩ অগাস্ট ২০২৪-এ করা ওই পোস্টের ক্যাপশনে পেজটির তরফ থেকে লেখা হয়, "আল্লাহ ! বি:দ্র: ইহা একটি "AI generated" ছবি।" 


পোস্টটির আর্কাইভ এখানে দেখুন।

 এই পোস্টটির থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভাইরাল ছবিটিকে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করি যেমন হাইভ মডারেশন, ইজ ইট এআইইলুমিনারটি। 

নীচে হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেওয়া হল।


ইজ ইট এআই-এ করা পরীক্ষার ফলাফল দেখুন নীচে।


নীচে ইলুমিনারটি  ওয়েবসাইটে করা পরীক্ষার ফলাফল দেখুন।



Related Stories