Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিজেপি ভিভিপ্যাট মেশিনে কারচুপি করেছে দাবি করে ছড়াল পুরোনো ভিডিও

বুমকে ভাবনগরের সহকারী নির্বাচন অফিসার জানান ভিডিওতে ভোটগ্রহণের পরের স্বাভাবিক নিয়ম মানতে দেখা যাচ্ছে,কারচুপি করতে নয়।

By - Srijanee Chakraborty | 24 May 2024 7:55 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তির বন্ধ করা বাক্স থেকে ভিভিপ্যাট মেশিন (VVPAT Machine) বের করে তার ভেতর থেকে কাগজ বা ভোটার স্লিপ বের করে কালো খামে ভরে রাখার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে বিজেপির (BJP) ভোটে কারচুপি করার দৃশ্য সেখানে দেখা যাচ্ছে।

বুমকে ভাবনগরের সহকারী নির্বাচন অফিসার জানান ভিডিওতে ভোটগ্রহণের পরের স্বাভাবিক নিয়ম মানতে দেখা যাচ্ছে ভোটকর্মীদের,কারচুপি করতে নয়।

ভাইরাল ভিডিও ক্লিপটিতে এক ব্যক্তিকে একটি বন্ধ বাক্স থেকে ভিভিপ্যাট মেশিন বের করে তার মধ্যে থেকে ভোটের স্লিপগুলো বের করে একটি কালো খামে ভরতে দেখা যায়। কাজ হয়ে গেলে ভিভিপ্যাট মেশিনটি বাক্সতে ঢুকিয়ে পুনরায় বন্ধ করে দেন সেই ব্যক্তি। ঘরটির মধ্যে একাধিক একই রকম বন্ধ করা বাক্স দেখা যায় এবং অনেককেই এই একই কাজ করতে দেখা যায়। ভাইরাল ক্লিপটিতে "এইভাবেই ৪০০ পার...ছি: ছি: ছি:" এবং "শেয়ার করুন" কথাগুলি দেখা যায়। ২০২৪ সালের লোকসভা ভোট চলাকালীন এই ভিডিওটি বিজেপিকে আক্রমণ করে ভাইরাল হয়েছে।

এই ক্লিপটি একজন ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেছেন।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

বুম ২০২২ সালের ডিসেম্বর মাসে ভিডিওটি গুজরাটে বিজেপির ভোট চুরির দাবিতে ভাইরাল হলে তার তথ্য যাচাই করে। সেসময় আমরা গুজরাটের ভাবনগরের সহকারী নির্বাচন অফিসারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ভিডিওতে কোনও কারচুপি দেখা যাচ্ছে না বরং ওই ব্যক্তি কেবল ভোটগ্রহণ পরবর্তী নিয়ম পালন করছেন।  

ভাবনগরের সহকারী নির্বাচন অফিসার এস এন কাটারা বুমকে বলেন ভিডিওটিতে কোনও অন্যায় কাজ দেখানো হয়নি এবং লোকটি কেবল নিয়ম পালন করছে।

"গণনা শেষ হওয়ার পর, স্লিপগুলি কালো কভারের মধ্যে স্থানান্তরিত করা হয়। এরপর অবশিষ্ট রোলটি আলাদা করে রাখতে হয়। ইভিএম মেশিনগুলি তাদের নিজস্ব পথে চলে এবং এভাবেই ভিভিপ্যাট থেকে স্লিপগুলি বের করা হয়। প্রক্রিয়াটি যথাযথভাবেই অনুসরণ করা হচ্ছে ", বলেন কাটারা।

ঘটনার স্থান সম্পর্কে তিনি বলেন, "এই ঘটনাটি ভাবনগরের কিনা তা আমি নিশ্চিত করতে পারি না। ভিডিওতে এই ধরনের কোনও সূত্র নেই।"

ভাবনগরের জেলা নির্বাচন অফিসার ও কালেক্টর ডি কে পারেখও ইভিএমে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেছেন, "আমরা নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেছি। নির্বাচনের সময় স্বচ্ছতা বজায় রাখতে, আমরা এই প্রক্রিয়াটির ভিডিও করি এবং এমনকি প্রার্থীদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাই।"

ভিডিও দেখে পারেখ জানান, "এই বিশেষ ভিডিওটি একজন অননুমোদিত ব্যক্তি তুলেছেন। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। তাছাড়া, আমরা সমস্ত নিয়ম অনুসারে কাজ করেছি।"

বুম নির্বাচন কমিশনের 'ভোট গণনা শেষ হওয়ার পরে ভিভিপ্যাট থেকে ভিভিপ্যাট স্লিপগুলি অপসারণ' শীর্ষক একটি বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়াটির বিশদ বিবরণ দেখতে পায়। ভিভিপ্যাট স্লিপগুলি অপসারণ করার নির্দেশসহ বিজ্ঞপ্তিটির একটি অংশ নীচে দেখা যাবে:


নির্বাচন কমিশনের জারি করা রিটার্নিং অফিসার হ্যান্ডবুক থেকে ডি কে পারেখও একই নির্দেশ আমাদের জানান।

"এখন আমাদের একমাত্র তদন্তের বিষয় হল ভিডিওটি কীভাবে একটি অননুমোদিত উৎস থেকে শেয়ার করা হয়েছে। এছাড়া, এখানে কোনও বেআইনি ঘটনা দেখা যাচ্ছে না।

ভাইরাল হওয়া ভিডিওর জবাবে তিনি একই ব্যাখ্যা এক্সে পোস্ট করেন।


Tags:

Related Stories