Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিজেপি লোকসভা নির্বাচনে হাজার ভোটের কম ব্যবধানে ১০০ আসন জেতেনি

বুম নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখে বিজেপির জেতা ২৪০ আসনের মধ্যে তাদের সর্বনিম্ন জয়ের ব্যবধান ১৫৮৭ ভোটের।

By - Srijanee Chakraborty | 7 Jun 2024 2:55 PM GMT

ভারতীয় জনতা পার্টি (BJP) পাঁচশোর কম ভোটের ব্যবধানে ৩০টি আসন জিতেছে এবং হাজারের কম ভোটের ব্যবধানে একশোটির বেশি আসন জিতেছে ভুয়ো দাবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুম দেখে দাবিটি ভুয়ো। আমরা ভারতের নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখি লোকসভা নির্বাচনে সারা ভারতে বিজেপির জয়ের সর্বনিম্ন ব্যবধান হল ১৫৮৭ ভোট।

সম্প্রতি সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসন জিতেছে এবং এনডিএকে (জাতীয় গণতান্ত্রিক জোট) অন্তর্ভুক্ত করে জোটটি পরবর্তী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন অতিক্রম করেছে।

ভাইরাল হওয়া গ্রাফিকটি হিন্দিতে দাবি করে, "আপনি এই কেলেঙ্কারীকে কী বলবেন? বিজেপি ৫০০-র কম ব্যবধানে ৩০টি আসন জিতেছে, ১০০০-এর কম ব্যবধানে ১০০-র বেশি আসন জিতেছে।"


বুম তার হোয়াটসঅ্যাপ নম্বরে (7700906588) 'বোলে ভারত'-এর লোগো সহ ভাইরাল গ্রাফিকটির সত্যতা অনুসন্ধান করার অনুরোধ পায়।

একই দাবি গুজরাত কংগ্রেসের এআইসিসি সচিব বি এম সন্দীপ (@BMSandeepAICC) তার এক্স হ্যাণ্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "ইভিএম এবং @ECISVEEP-এর জাদু তদন্ত করা দরকার। বিজেপি ৫০০-র কম ভোটের ব্যবধানে ৩০টি আসন জিতেছে। ১০০০ ভোটের কম ব্যবধানে ১০০টিরও বেশি আসনে জয়ী হয়েছে। এই আসনগুলি সুপ্রিম কোর্টের ৩ জন অবসরপ্রাপ্ত বিচারপতির দ্বারা বিশ্লেষণ করা উচিত। অশোক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে এত কম সংখ্যার ব্যবধানে কারচুপির সুযোগ রয়েছে বলার জন্য পদত্যাগ করতে হয়। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কারচুপি করা হয়, তাহলে সংখ্যাটি এনডিএ-র জন্য ২৪০-১৩০ = ১১০ আসন হতে পারত।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

বুম ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখেছে বিজেপির জেতা ২৪০টি আসনের মধ্যে সর্বনিম্ন জয়ের ব্যবধান ১৫৮৭ ভোটের কম নয়।

যে তিনটি লোকসভা আসনে বিজেপি সবচেয়ে কম ব্যবধানে জয়লাভ করে সেগুলি হল ১) জাজপুর (ওড়িশা)-১৫৮৭ ভোট, ২) জয়পুর গ্রামীণ (রাজস্থান)-১৬১৫,3) কঙ্কর (ছত্তিশগড়)-১৮৮৪।

আসনগুলির তালিকা নীচে দেখুন:


দেখতে এখানে ক্লিক করুন।


দেখতে এখানে ক্লিক করুন।


দেখুন এখানে

বিজেপির জেতা ২৪০টি আসনের কোনওটিতেই জয়ের ব্যবধান ১০০০ বা ৫০০ ভোটের কম নয় যা ভাইরাল দাবিটিকে ভুয়ো প্রমাণ করে।

এই লোকসভা নির্বাচনে মুম্বাই উত্তর-পশ্চিম আসনে সর্বনিম্ন জয়ের ব্যবধানটি দেখা যায়। এনডিএর সহযোগী শিবসেনার রবীন্দ্র ওয়াইকার শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) অমল কীর্তিকরকে মাত্র ৪৮ ভোটে পরাজিত করেন।


দেখুন এখানে

Related Stories