সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাটকের দৃশ্যের স্ক্রিনশট শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে সেগুলি শিশু অপহরণের (Child Kidnapping) ভিডিওর স্ক্রিনশট।
বুম যাচাই দেখে ভাইরাল ছবি একটি ভিডিওর স্ক্রিনশট। আমরা দেখি মূল ভিডিওতে দেওয়া বিধিবদ্ধ সতর্কীকরণের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে দৃশ্যগুলি কাল্পনিক ও একটি নাটকের অংশ।
সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিশু অপহরণের কিছু ঘটনা ঘটে এবং সেই সংক্রান্ত গুজব ও নানা ভুয়ো দাবি ছড়িয়ে পরে সমাজমাধ্যমে। বুম শিশু অপহরণের ঘটনা কেন্দ্র করে ছড়ানো ভুয়ো দাবির তথ্য যাচাই করে।
শিশু অপহরণের গুজব কেন্দ্র করে মানুষের মধ্যে ছড়ানো আশঙ্কার আবহে এই স্ক্রিনশট দুটি ভাইরাল হয়েছে। ছবি দুটিতে জঙ্গলের ভেতর মাটিতে কিছু বাচ্চাকে মুখ বাঁধা অবস্থায় পরে থাকতে দেখা যায় এবং তাদের ঘিরে কয়েকজন লোককে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে।
ছবি দুটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "সকল কে পড়ার অনুরোধ রইলো সকল অভিভাবকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে ,যে যেমন কাজ নিয়ে ব্যাস্ত থাকেন ঠিক আছে তার সাথে সাথে আপনার সন্তান ,আপনার প্রিয় মানুষদের প্রতি একটু নজর রাখুন কারণ একটা বিশাল কিডন্যাপ গ্যাং ঘুরছে আমাদের আসে পাশে, হয় তারা কোনো সাধুর বেসে বা কোনো ভিখারির বেশে বা অন্য কোনো রূপে , তাই কোনো অচেনা মানুষ বাড়িতে আসলে তাকে কোনো ভাবে এড়িয়ে চলুন , আর ভুল করেও বাড়িতে কেও নেই কথাটা উচ্চারণ করবেন না ,কারণ এটার সুযোগ নিয়ে বাচ্ছা অপহরন করে নিয়ে গিয়ে তাকে বিক্রি করা হচ্ছে , আর তারপর তার শরীর থেকে সব কেটে নেওয়া হচ্ছে...পোস্ট টি সকলের সুবিধার্তে শেয়ার করুন।"
পোস্টটি দেখুনে এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে ছবি দুটির রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল ছবিগুলির দৃশ্যসহ ফেসবুকে আপলোড করা ৩০ সেকেন্ডের একটি পুরনো ভিডিও পায়। আমরা দেখি অনুরূপ একটি ভিডিও ফেসবুকে ২০২৩ সালের জুলাই মাসে শিশু অপহরণের একই রকম দাবিসহ ভাইরাল হয় এবং বুম তার তথ্য যাচাই করে।
সেসময় ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে আমরা ইউটিউবে ৩০ জুন ২০২২-এ আপলোড করা অনুরূপ দৃশ্যসহ ২:৫০ মিনিটের একটি ভিডিও পাই।
এরপর, আমরা ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে একই দৃশ্যসহ ৯ জুলাই ২০২২-এ পোস্ট করা একটি ভিডিও পাই। ওই ভিডিওর ৩০ সেকেন্ডে হিন্দি ও ইংরেজিতে ভিডিওতে দেওয়া বিধিবদ্ধ সতর্কীকরণ পড়তে অনুরোধ করা হয় দর্শকদের এবং "এটি সত্য ঘটনা নয়" লেখাটিও দেখা যায়।
ফেসবুকে পোস্ট করা ভিডিওটির ১:২৮ সেকেন্ডে একটি দীর্ঘতর সতর্কীকরণ দেখা যায়। সেই সতর্কীকরণে ইংরেজিতে লেখা হয়েছে, "এই ভিডিওটি পুরোটাই কাল্পনিক, এই ভিডিওর সমস্ত ঘটনা সাজানো এবং সতর্ক করার জন্য তৈরি, এটি কোনও ধরণের কাজ প্রচার বা কোনও রীতির নিন্দা করে না। এই ভিডিওর সঙ্গে কোনও সত্য ঘটনার যোগ নেই। নোট: এটা সত্য ঘটনা নয়, ভিডিওতে দেখানো সব চরিত্র/মানুষ নিজেদের ভূমিকা পালন করছে।"
বুম স্বাধীনভাবে ভিডিওটির আসল স্রষ্টাকে চিহ্নিত করতে পারেনি তবে, এটি স্পষ্ট ভিডিওটি কোনও সত্য ঘটনার নয়।