সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গরুর মুখে হাতির শুঁড় বিশিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দ্বারা তৈরি একটি নতুন ধরণের প্রাণীর ভিডিও ভাইরাল হয়েছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওর প্রাণীটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়।
১০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে একটি রাস্তায় গরুর মুখে হাতির শুঁড় সমেত প্রাণীটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটিতে অদ্ভুত ওই প্রাণীটির পিছনে কিছু লোককেও ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটি শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "এইটা আবার কেমন গরু।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রাণীটির অস্ত্বিতের সত্যতা যাচাই করতে ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা দেখি একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি আপলোড করা হয়।
টিকটকে আপলোড করা ভিডিওটি আমরা পর্যবেক্ষণ করে প্রাণীটির শুঁড়ের নড়াচড়াতে অস্বাভাবিকতা লক্ষ্য করি। এছাড়াও, ভিডিওটির প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির চলাফেরার সময় আমরা তার মুখ বিকৃত হয়ে যেতে দেখি যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্যে তৈরি ভিডিওগুলিতে লক্ষ্য করা যায়।
এই অস্বাভাবিকতাগুলি থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভিডিওটির স্ক্রিনশট 'ইজ ইট এআই' ওয়েবসাইটে পরীক্ষা করলে জানতে পারি ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে।
নীচে 'ইজ ইট এআই' ওয়েবসাইটে করা পরীক্ষার ফলাফল দেখা যাবে।