Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

তামিলনাড়ুর ঘটনা পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দাবি করে ভাইরাল

বুম দেখে ভাইরাল ভিডিওতে নিউজ ১৮ তামিল-এর আয়োজিত রাজনৈতিক তর্ক-বিতর্কের অনুষ্ঠানের ঘটনা দেখা যাচ্ছে।

By - Srijanee Chakraborty | 14 April 2024 6:59 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে যে ভিডিওটিতে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের অনুগতদের মধ্যে ঝামেলার দৃশ্য দেখা যাচ্ছে। ১৮ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে একদল লোককে একটি ঘরের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা যায়। এছাড়াও ,ঘরটিতে অনেকগুলি স্ট্যান্ডের উপর ক্যামেরা এবং আলো লাগানো থাকতে দেখা যাচ্ছে। 

বুম যাচাই করে দেখে চেয়ার ছোড়াছুড়ির এই ঘটনার ভিডিওর সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির কোনও যোগ নেই। ভাইরাল ভিডিওর ঘটনাটি ঘটে নিউজ ১৮ তামিলের আয়োজিত একটি রাজনৈতিক তর্কবিতর্কের অনুষ্ঠানে, বিজেপি তামিল ও ডিএমকের সমর্থকদের মধ্যে।

পশ্চিমবঙ্গে ১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা ভোট। সাতটি দফায় ভোট সম্পূর্ণ হবে ১ জুন ২০২৪ তারিখে। ইতিমধ্যে, বিজেপির অন্দরে অসন্তোষ ও গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ধারণা ছড়াতে এই ভিডিওটি বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হয়।

একটি তৃণমূল সমর্থনকারী ফেসবুক পেজে এই ভাইরাল ক্লিপটি শেয়ার করা হয়েছে। ক্লিপটির উপর দিকে ক্যাপশনে লেখা হয়েছে, "শুভেন্দু বনাম বিজেপি" এবং নিচে লেখা হয়েছে, "৪০০ পার"।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

এই একই ভিডিও ক্লিপ শেয়ার করে আরেকজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লেখেন, "শুভেন্দু বনাম দিলীপ ঘোষ, গোয়াল ঘরে গন্ডগোল"।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই 

বুম দাবিটির সত্যতা যাচাই করতে ভাইরাল ক্লিপটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। আমরা এডিটরজি নামক একটি ইউটিউব চ্যানেলে ৮ এপ্রিল ২০২৪ তারিখে আপলোড করা একটি শর্টসে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য দেখতে পাই। 

ওই ইউটিউব শর্টসের বিবরণ হিসাবে লেখা হয়েছে, "নির্বাচনের মরশুম যতই ঘনিয়ে আসছে, তামিলনাড়ুতে বিতর্ক ততই তিক্ত হয়ে উঠছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি সংবাদ বিতর্ক অনুষ্ঠানের সময় বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারছে। প্রতিবেদন অনুসারে এই ঘটনা, ৬ এপ্রিল কাঞ্চিপুরমে নিউজ ১৮ তামিলনাড়ু চ্যানেল মাক্কাল সভাই নামে একটি লাইভ অনুষ্ঠানের।"

ভিডিওটি দেখুন এখানে

এই ভিডিও ক্লিপটির সূত্র ধরে আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে ৭ এপ্রিল ২০২৪ তারিখে দ্য কমিউনের প্রকাশিত একটি প্রতিবেদন পাই। ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি নিউজ ১৮ তামিলের আয়োজিত 'মাক্কাল সভাই'  নামক বিতর্ক সভায় ডিএমকে ও তামিলনাড়ুর বিজেপি নেতৃত্বের মধ্যে তর্ক চলাকালীন দর্শকদের মধ্যে এই দুইদলের সমর্থকদের মধ্যে বচসা বাধে। সেই বচসা শেষ পর্যন্ত চেয়ার ছোড়াছুড়িতে পরিণত হয়। প্রতিবেদনটি দেখুন এখানে

আমরা নিউজ ১৮ তামিলের চ্যানেলে সম্প্রতি আয়োজিত মাক্কাল সভাই অনুষ্ঠানে কোনও চেয়ার নিয়ে ছোড়াছুড়ির দৃশ্য দেখতে পাই না। তবে, ৭ এপ্রিল ২০২৪ তারিখের মাক্কাল সভাই অনুষ্ঠানের ভিডিওতে আমরা লক্ষ্য করি সেই দিনের বিতর্কের স্টেজ সজ্জা ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যাচ্ছে ।

ভাইরাল ভিডিওতে স্টেজটি সোজাসুজি নয়, এক পাশ থেকে দেখা যাচ্ছে। নিচে একটি তুলনা দেওয়া হলো।


এছাড়াও, আমরা দেখি বিজেপি কাঞ্চিপুরম তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘটনার ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে।

পোস্টটির ক্যাপশনে তামিলে লেখা হয়েছে, "০৬.০৪.২৪ তারিখে কাঞ্চিতে অনুষ্ঠিত একক বিতর্কে বিজেপির রাজ্য সম্পাদক @SuryahSG ডিএমকে-র মিথ্যা অভিযোগের যথাযথ জবাব দিতে থাকেন। কাঞ্চির বিধায়ক এহিলারাসন কাঞ্চিপুরম আসনে ডিএমকে কী করেছে সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি।"

(তামিলে আসল ক্যাপশন, "6.4.24 அன்று காஞ்சியில் நடைபெற்ற தனியார் விவாத நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் @সূর্যঃসগ அவர்கள் தொடர்ந்து திமுக பொய்களுக்கு தரமான பதிலடி கொடுத்துக்கொண்டு இருந்தார் காஞ்சி MLA எழிலரசனிடம் காஞ்சிபுரம் தொகுதிக்கு திமுக என்ன செய்தது என்று கேள்வி கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாத)

পোস্টটি দেখুন এখানে। 

এভাবেই আমরা নিশ্চিত হই ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির কোনও সম্পর্ক নেই।

Tags:

Related Stories