Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ইন্দোনেশিয়ার বালির এক প্রথার ছবি বাংলাদেশী পড়ুয়াদের মৃতদেহ দাবিতে ছড়াল

বুম দেখে ভাইরাল ছবিটি একটি পুরনো ভিডিওর থেকে নেওয়া স্ক্রিনশট যেখানে ইন্দোনেশিয়ার বালির এক প্রাচীন প্রথা দেখা যাচ্ছে।

By - Srijanee Chakraborty | 28 July 2024 11:33 AM GMT

সাদা কাপড়ে ঢাকা সারি সারি অনেকগুলি মানব দেহর ছবি সম্প্রতি ভুয়ো দাবিসহ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন সেখানে বাংলাদেশে (Bangladesh) কোটা বিরোধী আন্দোলনে (Quota Protest) শহীদ ছাত্রছাত্রীর (students) দেহ দেখা যাচ্ছে।

বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো এবং ছবিতে মৃতদেহ দেখা যাচ্ছে না। আমরা দেখি ছবিটি একটি পুরনো ভিডিওর থেকে নেওয়া স্ক্রিনশট যেখানে ইন্দোনেশিয়ার বালির এক প্রাচীন প্রথা পালন করতে দেখা যায়। 

বাংলাদেশের সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের বংশধরের জন্য ৩০% সংরক্ষণ পুনরায় বরাদ্দ করলে সাধারণ ছাত্রছাত্রীরা এই সংরক্ষণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। এই চলতে থাকা প্রতিবাদই ভয়াবহ রূপ ধারণ করে সংঘর্ষের মধ্যে দিয়ে যার ফলে আহত হয় ও প্রাণ হারায় শতাধিক সাধারণ বাংলাদেশী নাগরিক। এছাড়াও, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে জুলাই মাস থেকে।

ভাইরাল ছবিতে সাদা কাপড়ের উপর কালো রঙের নকশা আঁকা সারি সারি সাজানো মানব দেহ এবং তার পিছনে অনেক মানুষকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছবিটি শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেছেন, "বাংলাদেশের ছাত্র ছাত্রী শহীদদের ৯০০ ছাড়িয়ে গেছে সূত্র প্রথম আলো✌️এটা somoy টিভি সম্প্রচার করতে পারে না? এটা গা/জা বা রা/ফাহ নয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা। আহ আমার সোনার বাংলা"।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

 তথ্য যাচাই 

বুম রিভার্স ইমেজ সার্চ করে দেখে ভাইরাল ছবিটি একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। আমরা দেখি ২০২৩ সালে এই ভিডিওটি ভিন্ন এক ভুয়ো দাবি সমেত ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। পড়ুন এখানে

সেসময় আমরা ভাইরাল হওয়া ভিডিওর ইয়ান্ডেক্সে কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা 'বালি ৭৭ চ্যানেল' নামক এক ইন্দোনেশিয়ান ইউটিউব চ্যানেলে দেখি ৩১ অক্টোবর, ২০২২-এ ভাইরাল ভিডিওর অনুরূপ একটি ভিডিও আপলোড করা হয়েছে।

ভিডিওটির জাভানিজ ভাষার ক্যাপশন অনুবাদ হয়, "দ্য গ্রেটেস্ট ক্যান্ডিডেট ১০৮ ওয়াতাঙ্গান মাতা"।

Full View

এরপর, আমরা জাভানিজ ভাষায় কিওয়ার্ড সার্চ করে ভাইরাল ভিডিওটি বালি তেরকিনী' নামক একটি ইউটিউব চ্যানেলে খুঁজে পাই। ইন্দোনেশিয়ান ইউটিউব চ্যানেলে ৩১ অক্টোবর, ২০২২-এ আপলোড করা ওই ভিডিওর ক্যাপশন হিসাবে লেখা হয়, "১০৮ ওয়াতাঙ্গান! কালোনারাং পবিত্র মন্ডালা মারিও তাবানন ভবনে"।

Full View

এছাড়াও, আমরা গুগলে ভিডিওর কীফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল ছবির অনুরূপ একটি ছবি সহ ৩১ অক্টোবর ২০২২-এ বালি ট্রিবিউনের প্রকাশিত একটি প্রতিবেদন পাই।


প্রতিবেদন অনুযায়ী ছবিতে ৩০ অক্টোবর, ২০২২ -এ ইন্দোনেশিয়ার বালি প্রদেশের আই কেটুট মারিয়া আর্ট ভবনে অনুষ্ঠিত একটি কালোনারাং অনুষ্ঠানের দৃশ্য দেখা যায়।

এই সূত্রধরে, আমরা ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম মাফিন্দোর সঙ্গে যুক্ত ফ্যাক্ট চেকার আদি সায়ফিত্রার সঙ্গে যোগাযোগ করি। সায়ফিত্রা বুমকে নিশ্চিত করে জানান ভিডিওটি কালোনারাং অনুষ্ঠানের যা ৩০ অক্টোবর ২০২২-এ ইন্দোনেশিয়ার আই কেটুট মারিয়া আর্ট ভবনে আয়জিত হয়েছিল।

আমরা ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা ডেটিক বালির ৩০ অক্টোবর, ২০২২-এ প্রকাশিত একটি প্রতিবেদন পাই যেখানে কালোনারাং অনুষ্ঠানের সম্পর্কে রিপোর্ট করা হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায় কালোনারাং অনুষ্ঠানের সময় মোট ১০৮ জন 'ওয়াতাঙ্গান' হয়েছিলেন।


কালোনারাং সম্পর্কে আমরা বিশদে জানতে চাইলে, সায়ফিত্রা ব্যাখ্যা করেন যে কালোনারাং, যা কালোন আরাং নামেও পরিচিত, বালির লোকঐতিহ্য। সায়ফিত্রা বুমকে বলেন, "কালোন আরঙ্গের গল্পের সঙ্গে পৌরাণিক প্রাণী লিকের যোগসূত্র রয়েছে। কালোন আরঙ্গের গল্পটি বালিতে নাটক এবং নৃত্যের মধ্যে পরিবেশন করা হয়।"

ফ্যাক্ট চেকার আরও জানান 'ওয়াতাঙ্গন' বা 'ওয়াতাঙ্গন মাতাহ' এমন লোক যারা "লিক" বিজ্ঞানের শিকার এমন মৃতদেহের ভূমিকা পালন করে। "'ইলমু লিক' বালির একটি তান্ত্রিক ধ্যান পদ্ধতি যা প্রায়শই কালো জাদুর সাথে ভুল করা হয়", স্যফিত্রা বুমকে বলেন। কালোনারাং এবং ওয়াতাঙ্গান সম্পর্কে আরও পড়ুন এখানে এবং এখানে

Related Stories