Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

আন্নামালাই তামিলনাড়ুর এক বুথে একটি ভোট পেয়েছেন? না, ভাইরাল ছবি সম্পাদিত

বুম দেখে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে দেখা যায় কোয়ম্বত্তূরে কে আন্নামালাই প্রথম রাউন্ড গণনার পর একটি নয়, ১০১ ভোট পেয়েছেন।

By - Srijanee Chakraborty | 5 Jun 2024 2:47 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তামিল ভাষায় ভোট গণনার একটি তালিকা ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে কিছু নেটিজেন দাবি করেছেন তালিকাতে দেখা যাচ্ছে তামিলনাড়ুর একটি বুথে বিজেপি (BJP) নেতা কে আন্নামালাই (K Annamalai) একটি ভোট পেয়েছেন। 

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে দেখা যায় তামিলনাড়ুর কোয়ম্বত্তূরের একটি বুথে কে আন্নামালাই ১০১টি ভোট পেয়েছেন, একটি নয়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কে আন্নামালাই বিজেপির হয়ে তামিলনাড়ুর কোয়ম্বত্তূরে প্রার্থী হয়েছিলেন। ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয় এবং ডিএমকে প্রার্থী গণপতি রাজকুমারের কাছে তিনি হেরে যান। লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে সরকার গড়তে জোটে অথবা এককভাবে ২৭২টি আসন পেতে হয়। এনডিএ জোট পেয়েছে ২৯৩টি আসন এবং 'ইন্ডিয়া' জোট পেয়েছে ২৩২টি আসন।

ভোট গণনার তালিকার ভাইরাল ছবিতে দেখা যায় কোনও এক রাউন্ড গণনার পর কে আন্নামালাই বিসিইউএএফ ০৭৪৬৪ বুথ থেকে মাত্র একটি ভোট পেয়েছেন। এই ছবিটি শেয়ার করে এক ব্যবহারকারী তার এক্স পোস্টে ইংরেজিতে ক্যাপশন হিসাবে লিখেছেন, "তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট আন্নামালাই একটি বুথে ১ ভোট পেয়ছেন মিডিয়া বলেছিল তিনি বিজেপির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রার্থী।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

এক্সে আরও একজন ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে ইংরেজিতে ক্যাপশনে লিখেছেন, "বিজেপির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রার্থী আন্নামালাই একটি বুথে ১ ভোট পেয়েছেন।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই 

বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। আমরা সার্চ করে মিন্নামবালাম নামক একটি তামিল মোবাইল নিউজ পোর্টালের ইন্সটাগ্রাম পেজে ভাইরাল ছবিটির অনুরূপ একটি তালিকার ছবি দেখতে পাই। ৪ জুনের ওই পোস্টটির ক্যাপশন থেকে জানা যায় তালিকাতে তামিলনাড়ুর কোয়ম্বত্তূর লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে তা দেখা যাচ্ছে।

আমরা পোস্টটিতে দেখি কে আন্নামালাই একটি নয়, বরং ১০১টি ভোট পেয়েছেন বিসিইউএএফ ০৭৪৬৪ বুথটিতে। 

পোস্টটি দেখুন এখানে। 

এরপর, আমরা কিওয়ার্ড সার্চ করে সান নিউজ তামিলের এক্স অ্যাকাইউন্টে ৪ জুনের একটি পোস্টে একই তালিকার ছবি দেখতে পাই। ওই পোস্টের ক্যাপশন হিসাবে লেখা হয়েছে, "কোয়ম্বত্তূর লোকসভা কেন্দ্র- প্রথম রাউন্ড গণনা। ডিএমকে প্রার্থী গণপতি রাজকুমার এগিয়ে।"

পোস্টটি দেখুন এখানে। 

সান নিউজ তামিলের পোস্টেও বিসিইউএএফ ০৭৪৬৪ নম্বর বুথে কে আন্নামালাই ১০১টি ভোট পেয়েছে দেখা যায়। নীচে ভাইরাল পোস্ট ও আসল তালিকার ছবির একটি তুলনা দেখুন।


দুটি ছবির তুলনা থেকে স্পষ্ট হয়ে যায় ভাইরাল ছবিতে সম্পাদনা করে ১০১ ভোটকে এক ভোট করা হয়েছে।

Tags:

Related Stories