Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কেরলের মল্লপুরমে ভূমিধসে আক্রান্ত মা-শিশু দাবি করে ভাইরাল AI ছবি

বুম দেখে মা ও শিশুর ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত।

By - Srijanee Chakraborty | 5 Aug 2024 6:24 PM IST

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সাহায্যে নির্মিত মা ও তার দুই শিশুর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ছবিতে কেরলের (Kerala) মল্লপুরমে (Malappuram) ভূমিধসে (Landslide) আক্রান্ত এক অসহায় পরিবারকে দেখা যাচ্ছে। 

বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। 

৩০ জুলাই ২০২৪ গভীর রাতে ভারি বর্ষণের কারণে কেরলের ওয়েনাড জেলার বিভিন্ন গ্রাম একাধিক ভূমিধসের শিকার হয়। এই প্রাকৃতিক বিপর্যয়ে তিনশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মন্ত্রী রিয়াস জানান চালিয়ার নদী যা ওয়েনাড, মালাপ্পুরম এবং কোঝিকোড় জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় তার ৪০ কিলোমিটার অংশে তল্লাশি চালানো হবে। কারণ মল্লপুরমের নীলাম্বুরের কাছে থেকে অনেক মৃতদেহ এবং দেহাবশেষ উদ্ধার করা গেছে।

বর্তমানে ভূমিধসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যস্ত  কেরল, এরই মধ্যে একটি কাঁদা জলে ভরা কুঁড়েঘর ও তার মধ্যে একজন মহিলা তার দুই শিশুকে মাটিতে বসে থাকতে দেখা যায় ভাইরাল ছবিতে। ভাইরাল ছবির ক্যাপশনে দাবি করা হয় ছবিটি মল্লপুরমের।

এক ব্যবহারকারী ফেসবুকে ছবিটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "ছবিটা যতোবারই দেখছি ততবার খুব কষ্ট হচ্ছে, প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়।

এরা হয়তো কোন অপরাধ করেনি, অপরাধ করেছি আমরা, কখনো নদীর পাড়ে বাসা বেঁধে, কখনো পাহাড়ে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট ফেলে, কখনো মাইল কে মাইল জঙ্গল পরিষ্কার করে, আমরা বারবার প্রকৃতির গলা চেপে ধরেছি আর যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন প্রকৃত তার নিজের রুদ্র রূপ দেখাচ্ছে আর কিছু মানুষ তার মাসুল গুনছে। কখনো মানালি কখনো কেরল কখনো দার্জিলিং বাদ পরছে না কেউ। ভেবে পাইনা এর উপায় কি??? ছবি:- কেরলের মল্লপূরম গ্ৰাম।"


পোস্টটি দেখুন এখানে

 তথ্য যাচাই 

বুম প্রথমেই ভাইরাল ছবিতে একটি অস্বাভাবিকতা লক্ষ্য করে— মায়ের ভাঁজ করা পায়ের উপর একটি পায়ের পাতা যার সাথে কারো শরীরের যোগ নেই। 


এরপর, আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি ছবিতে উপস্থিত মানুষের চোখ ও মুখ অস্পষ্ট এবং মহিলার হাতে ও পায়ের আঙুলে নখ নেই।

এখান থেকে ইঙ্গিত নিয়ে আমরা ছবিটি হাইভ মডারেশনে পরীক্ষা করে দেখি সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেখুন নীচে।



Tags:

Related Stories