সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয় যেখানে দাবি করা হয় একজন ইসলাম ধর্মের (Islam) মহিলা সনাতন ধর্মের বিষয় বিস্তারিত জানার পরে হিন্দু ধর্মকে (Hinduism) গ্রহণ করে করে নেন।
বুম যাচাই করে দেখে যে মহিলাটিকে দেখা যাচ্ছে তিনি হলেন মিরিয়াম যিনি সংযুক্ত আরব আমিরশাহি গিয়ে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মকে গ্রহণ করেন। আমরা সেই ভিডিওটি খুঁজে পাই যেখানে মিরিয়াম নিজের এই ধর্ম পরিবর্তনকে কেন্দ্র করে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন, এবং দেখা যায় এই ভিডিওর অংশগুলি ব্যবহার করেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত ভুয়ো দাবি সহ পোস্টগুলি করা হয়।
ইসলাম ধর্মকে গ্রহণ করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও নিষেধ নেই। কোনও ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান এই দেশে তাহলে তাদের সরকারের কিছু নিয়মাবলী মেনে তা করতে পারে। এছাড়াও, এই দেশের রাষ্ট্রধর্ম হলো ইসলাম এবং এই দেশের সংবিধান অন্যান্য ধর্ম পালন করার অনুমতিও দেয় কিন্তু সেই বিষয় বিভিন্ন নিয়মও মানতে হয়।
ভাইরাল পোস্টে একজন হিজাব পড়ে থাকা মহিলাকে দেখা যায় এবং তার ছবি সহ ক্যাপশনে লেখা হয়,"দুবাইতে মুসলিম মহিলা হিন্দু ধর্ম গ্রহণ করলেন, নাম পরিবর্তন করে রাধা রাখলেন, বললেন- হিন্দুদের খারাপ দেখানো হয়, সত্যি কথা বলতে, আমি হিন্দুদের ভয় পেতাম, কিন্তু সনাতনের সত্যতা যখন জানলাম তখন সম্পূর্ণ আলাদা। আমি গীতা পড়লাম। আর আমার মন পরিবর্তন হয়ে আমি সত্য সনাতন ধর্ম গ্রহন করলাম"।
এই পোস্ট দেখে যাবে এখানে। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
এই একই ধরণের দাবি সহ অন্য পোস্টও দেখা যায় যা নিচে দেখা যাবে:
এই পোস্টের লিংক এখানে দেখা যাবে এবং তার আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
আমরা প্রথমেই পোস্টে দেখতে পাওয়া মহিলাটির ছবির রিভার্স সার্চ করি এবং ইসলামিক ফ্রম জামাল নামক ইউটিউব চ্যানেলের একটি ভিডিও খুঁজে পাই যেটি আপলোড করা হয় ১৩ জুলাই ২০১৮ তারিখে। এই ভিডিওর শিরোনামে ইংরেজিতে লেখা দেখা যায়,"কেন আমি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে পরিবর্তন করলাম-মারিয়াম, ইসলাম ধর্মে পরিবর্তিত একজন ভারতীয়। এই ৪ মিনিটের ভিডিওতে তিনি নিজের পরিচয় দেন মারিয়াম হিসেবে এবং নিজের ব্যাপারে বিস্তারিত জানান। ভিডিও থেকে আরও জানা যায় এই ভিডিওটি তোলার সময় তার বয়স ২৭ বছর ছিল এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ২২ বছর বয়সে।
এই ভিডিওর লিংক দেখা যাবে এখানে।
এরপর আমরা একটি পোস্টের ছবিতে লক্ষ্য করি ইংরেজি ভাষায় প্রেক্ষাপটে লেখা 'ওভারকাম'।
এই শব্দটি সহ উপরের উপলব্ধ তথ্যগুলি ব্যবহার করে আমরা একটি কিওয়ার্ড সার্চ করি এবং ওভারকামটিভি নামক ইউটিউব চ্যানেলের একটি ভিডিও খুঁজে পাই যার অংশগুলির সাথে ভাইরাল পোস্টের মিল দেখা যায়।
ভিডিও থেকে আরও জানা যায় মারিয়াম ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে যখন ইসলাম ধর্মের মানুষদের সাথে পরিচয় করেন তারপর তিনি ইসলাম ধর্মকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি আবেগপূর্ণ ভাবে তার প্রথমবার কোরান হাতে নেওয়ার অভিজ্ঞতাও জানান এই ভিডিওতে। এই ভিডিও আপলোড করা হয় ৩০ এপ্রিল ২০১৬ তারিখে যা থেকে এটাও বোঝা যায় গোটা ঘটনাটি বেশ কিছু বছর পুরনো।
এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আমরা এই সংক্রান্ত বিষয় উম্মীদ নামক সংবাদমাধ্যমেও ৪ মে, ২০২২ তারিখের একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে এই ভিডিওর উল্লেখ দেখা যায়।
এই প্রতিবেদন দেখা যাবে এখানে।
ওভারকামটিভির ওয়েবসাইটেও এই ভিডিওটি উপস্থিত থাকতে দেখা যায় ২৯ এপ্রিল ২০১৬ তারিখ থেকে।