সোশ্যাল মিডিয়ায় কোভিড (COVID-19) কালে নিয়ম মেনে চলার গুরুত্ব নিয়ে দেশবাসিদের প্রতি বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) দীর্ঘ সতর্কবার্তার একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দবিসহ ভাইরাল হয়েছে। ভাইরাল অংশটি শেয়ার করে সমাজমাধ্যম ব্যবহারকারীরা বিভ্রান্তিকর দাবি করেছেন ভিডিওতে সলমন খান গ্যাংস্টার লরেন্স বিশ্নোইকে (Lawrence Bishnoi) হুমকি দিচ্ছেন।
বুম দেখে ভাইরাল ভিডিওটি পুরনো এবং অসম্পর্কিত। ২০২০ সালের এপ্রিল মাসে করোনা কালে লকডাউন চলাকালীন ভিডিওটি পোস্ট করেন অভিনেতা। ভাইরাল ক্লিপে সলমন খান লকডাউনের নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদের উদ্দেশ্যে কথাগুলি বলেছেন, লরেন্স বিশ্নোইকে নয়।
সলমন খান রাজস্থানে হাম সাথ সাথ হ্যায় ছবির চিত্রগ্রহণের সময় কৃষ্ণসার হরিণ শিকারের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সলমন খান সেসময় থেকেই কারারুদ্ধ গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের লক্ষ্যে রয়েছেন এবং হরিণ শিকারের সঙ্গে তার কথিত সম্পর্কের জন্য হত্যার হুমকি পেয়েছেন। গত ১২ অক্টোবর রাতে তার ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয় এবং লরেন্স বিশ্নোই গ্যাং এই হত্যার দায় স্বীকার করে। এরপর থেকেই, মুম্বই পুলিশ অভিনেতার সুরক্ষা নিয়ে সতর্কতা অবলম্বন করছে।
৩১ সেকেন্ডের ভাইরাল ক্লিপে খানকে হিন্দিতে বলতে শোনা যায়, "মেনে নিলাম আপনি অনেক শক্তিশালী, আপনি অনেক সাহসী। এত সাহসী, এত শক্তিশালী যে আপনি নিজের পরিজনদের কাঁধ দেবেন? তাদের অস্থি তুলবেন? এত সাহস আপনার। কেন আপনি যমরাজ বা মৃত্যু হতে চাইছেন? কেন আপনি আপনার পরিবারের লোকদের উপর ইন্না লিল্লাহি বা রাম নাম সত্য হে হতে চাইছেন?"
ভাইরাল ক্লিপের ক্যাপশনে হিন্দিতে "এত কিছু হয়ে যাওয়ার পর সালমান খান লরেন্স বিশ্নোইকে হুমকি দিলেন" কথাটি লেখা হয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "লরেন্স বিষ্ণোইকে সাফ কথায় জবাব দিয়েছেন সালমান খান। "তোমরা যুদ্ধ করলে ধ্বংস হয়ে যাবে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভাইরাল ভিডিওটির কিফ্রেমের রিভার্স সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা দেখি ভাইরাল ভিডিওটি ২০২০ সালের ১৫ এপ্রিল সলমন খানের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে আপলোড করা প্রায় দশ মিনিট দীর্ঘ একটি ভিডিওর অংশ। ওই সময় ভারতে করোনা ভাইরাল সংক্রমণ রুখতে লকডাউন চলছিল।
"IndiaFightsCorona" হ্যাশট্যাগ সহ ভিডিওটিতে অভিনেতাকে লকডাউনের সময় সরকারের দ্বারা ঠিক করে দেওয়া বিধি-নিষেধ মানার প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে শোনা যায়। তিনি ওই সময় ডাক্তার, নার্স, পুলিশ ও ব্যাংক কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য সাধুবাদ জানান।
এছাড়াও, সলমন খান ভিডিওতে যারা লকডাউনের নিয়ম লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ও তাদের সমালোচনা করেন। ভিডিওটির ৮:২৫ মিনিট থেকে ভাইরাল অংশটি শোনা যায়। এই অংশে তিনি লকডাউনের নিয়ম লঙ্ঘনকারীদের উদ্দেশ্যে কথাগুলি বলেছেন, লরেন্স বিশ্নোইকে নিয়ে নয়।
ভিডিওটি দেখুন এখানে।
এরপর, আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে ভাইরাল ভিডিওর ক্রিনশটসহ হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন পাই। প্রতিবেদন থেকে জানা যায় অভিনেতা ও তার পরিবারও লকডাউনের সব নিয়ম মেনে গৃহবন্দি রয়েছেন তার পানভেলের বাগানবাড়িতে। পরিবারসহ ছুটি কাটাতে গিয়ে তিনি সেখানে আটকে পড়েন।
খানের সঙ্গে তার মা সালমা খান, দুই বোন আলভিরা অগ্নিহোত্রী ও অর্পিতা খান, ভগ্নিপতি আয়ুশ শর্মা, বোনের ছেলে আহিল এবং তার কিছু বন্ধু বাগানবাড়িতে ছিলেন।
৪ নভেম্বর, ২০২৪-এর রাতে ফের প্রাণনাশের হুমকি পান সলমন খান। মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকিটি আসে লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলের নাম করে। বলা হয় প্রাণে বাঁচতে চাইলে তাদের মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে অথবা ৫ কোটি টাকা দিতে হবে, এর অন্যথা হলে, অভিনেতাকে খুন করা হবে। তবে, পুলিশের তদন্তে জানা গিয়েছে হুমকি দেওয়া ব্যক্তি বিক্রম নামক এক ৩৫ বছরের কর্ণাটক বাসিন্দা, বিশ্নোইয়ের ভাই নয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।