Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

শেখ হাসিনার জন্য এলাহি বাঙালি খাবারের আয়োজনের ভাইরাল ছবি ভারতের নয়

বুম দেখে ভাইরাল ছবি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার নয়, ছবিটি ২০১৯ সালে বাংলাদেশের কুমুদিনী পরিবারে হাসিনার আপ্যায়নের।

By - Srijanee Chakraborty | 8 Sept 2024 6:02 PM IST

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) একটি টেবিলে বসে হরেক রকম খাবার খাওয়ার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে বাংলাদেশে (Bangladesh) থকে পালিয়ে ভারতে (India) আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে এভাবেই এলাহি আয়োজন করে আপ্যায়ন করা হয়েছে। 

ছবিতে হাসিনাকে কাঁসার বাসনে খাবার পরিবেশন করতে দেখা যায় এক মহিলাকে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সামনে বিভিন্ন পদের মধ্যে পিঠে-পায়েস ও দই-মিষ্টি দেখা যায়।

বুম দেখে দাবিটি ভুয়ো, ছবিটি সাম্প্রতিক ও ভারতের নয়। ভাইরাল ছবিটি ২০১৯ সালের মার্চ মাসের যখন শেখ হাসিনা বাংলাদেশের মির্জাপুরে কুমুদিনী পরিবারে গিয়েছিলেন।

৫ অগাস্ট ২০২৪-এ কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা এবং তারপর তিনি দেশও ছাড়েন। বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেন তিনি তবে, হাসিনার অবস্থান নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে গোপন রেখেছে ভারত।

হাসিনার ভারতে পালিয়ে আসার পরিপ্রেক্ষিতে ভাইরাল হয়েছে ছবিটি। এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লেখেন, "যারা হায় হুতাশে আছেন..ঘর ছেড়ে উনি কি খাচ্ছেন কিভাবে আছেন তাদের জন্য লেটেস্ট। শশুড় বাড়িতে হাসু পাগলি আপ্যায়ন ভালোই চলতাসে, দই, লুচি, সন্দেশ, পিঠা,শুধু ইলিশ টা মিসিং!"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

 তথ্য যাচাই 

বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ছবিটির গুগল লেন্সের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করে। অনুসন্ধান করে আমরা ২০১৯ সালের ১৫ মার্চ প্রকাশিত দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে ভাইরাল ছবিটি দেখতে পাই। 

প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানের পরই তিনি ও তার ছোট বোন শেখ রেহেনা কুমুদিনী পরিবারে যান যেখানে তাদের কাঁসার থালা বাসনে ৩১ পদের বাঙালি খাবার পরিবেশন করা হয়। 

প্রতিবেদন থেকে আরও জানা যায় কুমুদিনী পরিবারের পুত্রবধূ ও ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মতি সাহা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ দানবীর রনদা প্রসাদ সাহা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাই শেখ হাসিনা তাদের পরিবারেই অংশ। 

প্রতিবেদনটি দেখুন এখানে। 

সংবাদ প্রতিদিনের ১৫ মার্চ, ২০১৯-এর একটি প্রতিবেদনেও ভাইরাল ছবিটি দেখা যায়। প্রতিবেদন থেকে জানা যায় কাঁসার থালায় হাসিনাকে পরিবেশন করা হয়, "ভাত, ডাল, আলু ও বিভিন্ন মাছের ভর্তা, শাক, মাছ, মাংস, পোলাও, কোরমা, মুড়ি মুড়কি, বিভিন্ন পিঠা ও কাবাব-সহ ৩১ পদের বিভিন্ন খাবার। শেষপাতে ছিল দই ও পায়েস।”

এছাড়াও, প্রতিবেদন উল্লেখ করা হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও এমন এলাহি আয়োজন করে আপ্যায়ন করেছিল কুমুদিনী পরিবার। 

Tags:

Related Stories