একটি ভিডিও ক্লিপ ভাইরাল করা হয়েছে, যাতে দাবি করা হচ্ছে, সৌদি আরবের রক্ষণভাগের খেলোয়াড় আলি আল-বুলাইহি আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসিকে (Lionel Messi) ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন। ক্লিপটি ভুয়ো এবং এর নেপথ্য শব্দ বিকৃত করা হয়েছে।
বুম দেখে অন্য একটি ভিডিওর শব্দের অংশ এটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
গত ২২ নভেম্বর, ২০২২ তারিখে সৌদি আরব আর্জেন্টিনাকে ২-১ গোলে বিশ্বকাপ প্রতিযোগিতার ম্যাচে চমকপ্রদভাবে পরাস্ত করে ফুটবল রূপকথায় এক বিশেষ অধ্যায় সংযোজন করেছে। কাতারে বর্তমানে ফিফা বিশ্বকাপের যে প্রতিযোগিতা চলছে, সেটাই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত যে কাপ সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার বলে ভক্তদের কাছে মান্য মেসির হাতে ওঠেনি। সেই থেকে সৌদি ফুটবলার আলি আল-বুলাইহির সঙ্গে মেসির কথোপকথনের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে, যেটিতে নাকি সৌদি খেলোয়াড় ইসলামে ধর্মান্তরিত হওয়ার উপযোগিতা সম্পর্কে মেসিকে বোঝাচ্ছেন। সেখানে বুলাইহি যেন মেসিকে বলছেন-- "যদি তুমি মুসলমান না হও এবং তথাপি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে জীবত্কালে তুমি যা-ই করো না কেন, মৃত্যুর পর তুমি সোজা বেহেশ্তে পৌঁছে যাবে।"
১০ সেকেন্ডের এই ক্লিপটি ফেসবুকে ভাইরাল করে দাবি করা হয়েছে, সৌদি খেলোয়াড়ের সঙ্গে এটাই মেসির কথোপকথনের অংশ।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
একই দাবি সহ ফেসবুকে অন্যান্য পোস্টগুলি নিম্নরূপ।
এমনকী টুইটারেও পোস্টটি ভাইরাল হতে শুরু করেছে।
তথ্য যাচাই
বুম দেখলো, ভিডিওটি কাটা-ছেঁড়া-জোড়া হয়েছে। অন্য ভিডিও থেকে যে শব্দটি এখানে জোড়া হয়েছে, যেহেতু সেটির সম্প্রতি পর্দাফাঁস করেছে বুম, তাই এখানে সেটিও দেখে নিতে পারেন।
শব্দটি আসলে পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদের সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেটার তিলকরত্নে দিলশানের। ২০১৪ সালে পাকিস্তান যখন শ্রীলঙ্কার দাম্পুল্লায় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়েছিল, শব্দের অংশটি সে সময়কার। সেই সময়েই দুই ক্রিকেটারের এই কথোপকথন নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল এবং আহমেদ শেহজাদ শ্রীলঙ্কার ক্রিকেটারকে ধর্মীয় বিষয়ে অবাঞ্ছিত মন্তব্য করায় বেদম তিরস্কৃত হয়েছিলেন। এই সূত্র ধরেই আমরা ইউ-টিউবে অন্বেষণ করি এবং এবিপি নিউজ-এরও একটি সূত্র পাই কীভাবে ওই কথোপকথন রেকর্ড করা হয়েছিল। রিপোর্টে প্রকাশ, পাকিস্তান ক্রিকেট বোর্ডও সে সময় এই বিতর্কটির তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
লিওনেল মেসির সঙ্গে আলি আল-বুলাইহির মাঠে যে সংক্ষিপ্ত বাক্য-বিনিময় হয়, তার দৃশ্যটির ওপর এই পুরনো শব্দের অংশটি জুড়ে দেওয়া হয়।
বুলাইহি নিজেই কবুল করেছেন, তাঁদের মধ্যে আসলে খেলা নিয়েই কথা হয়েছিল। গোল পত্রিকাকে ম্যাচের পরে দেওয়া এক সাক্ষাত্কারে বুলাইহি বলেন, মেসিকে তিনি বলেছিলেন—"তোমরা এই ম্যাচটা জিতবে না"। আল-দাওসারি আর্জেন্টিনার বিরুদ্ধে গোল দেওয়ার পরেই বুলাইহি এ কথা মেসিকে বলেছিলেন।
ইসলাম কিংবা ধর্ম নিয়ে কোনও কথাই তাঁদের মধ্যে হয়নি।
বুলাইহি এবং মেসির মধ্যে ঠিক কী বিষয়ে কথা হয়েছিল, বুম সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। তবে আমাদের তথ্য-যাচাই থেকে এটা স্পষ্ট যে ভাইরাল ভিডিওর শব্দের অংশটি অন্য একটি ভিডিও থেকে নিয়ে চাপানো হয়েছে, যেটা একটা পুরনো ক্রিকেট ম্যাচের সময় রেকর্ড করা।