Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জাতীয় সঙ্গীত গেয়ে বিজেপি সদস্যদের দলীয় পতাকা তোলার ভিডিওটি পুরনো

বুম যাচাই করে দেখে ২০১৮ সালে মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির এক দলীয় অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে।

By - Srijit Das | 14 Aug 2022 1:48 PM GMT

সাম্প্রতিক বলে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে এক পুরনো ভিডিও (Old Video)। তাতে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) (BJP) কিছু সদস্যকে জাতীয় সঙ্গীত (National Anthem) গাইতে গাইতে দলীয় পতাকা (Party Flag) উত্তোলন করতে দেখা যাচ্ছে।

বুম যাচাই করে দেখে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৮ সাল থেকেই সেটি ইন্টারনেটে রয়েছে।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়ে, 'হর ঘর তিরঙ্গা' অভিযানের সূচনা করেছেন। সারাদেশে পতাকার সরবরাহ নিশ্চিত করতে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে কয়েকটি ই-বানিজ্য ওয়েবসাইটের সঙ্গেও যৌথ প্রয়াস চালাচ্ছে। এই উদ্যোগের পরিপেক্ষিতে ওই ভিডিওটি শেয়ার করা হচ্ছে।

বিহার থেকে নির্বাচিত রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিধায়ক ড. অনিল কুমার সাহনি ভিডিওটি পোস্ট করে হিন্দিতে ক্যাপশনে লেখেন: "জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার সঙ্গে, নাকি বিজেপির পতাকার সঙ্গে বাজে।"

(হিন্দিতে লেখা মূল ক্যাপশন: राष्ट्रगान के साथ भाजपा का झंडा फहराते है या तिरंगा झंडा #जागिये_चौकीदार)


পোস্টটি দেখার জন্য ক্লিক করুন এখানে

একজন ফেসবুক ব্যবহারকারী, ভিডিওটির সঙ্গে হিন্দিতে ক্যাপশন লেখেন, "বিক্রি করার মধ্যে দিয়ে তিরঙ্গার অবমাননা করা হয়েছে। এবং এবার জাতীয় সঙ্গীতেরও অসম্মান করা হলো।"

(হিন্দিতে লেখা মূল ক্যাপশন: तिरंगा बेचकर तिरंगे का अपमान किया और अब राष्ट्रगान का अपमान..तिरंगे से ऊपर ना तो कोई धार्मिक झंडा है और ना कोई पार्टी झंडा..

तिरंगे की जगह झंडा कौनसा है ये देखो)


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফের ছড়াল আনন্দবাজারের ভিন্ন লেখার শিরোনাম

তথ্য যাচাই

'বিজেপি পতাকা জাতীয় সঙ্গীত' -হিন্দিতে এই শব্দগুলি দিয়ে টুইটারে কি-ওয়ার্ড সার্চ করে বুম। ১৪ মে, ২০১৮ করা একটি টুইটে ওই একই ভিডিও দেখতে পাই আমরা।

দীনেশ শুক্লা নামের একজন সাংবাদিক, ভিডিওটি টুইট করেন ও লেখেন, "মধ্যপ্রদেশে, 'চল পঞ্চায়েত' অভিযানের অংশ হিসেবে, খাজুরাহোর কাছে খাজুয়া গ্রামে শিবরাজ সিংহ চৌহান বিজেপির পতাকা উত্তোলন করেন ও সেই সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এবার কি দেশে তিরঙ্গার বদলে বিজেপির পতাকা টাঙ্গানো হবে আর তার সঙ্গে গাওয়া হবে জাতীয় সঙ্গীত?"

(হিন্দিতে লেখা মূল ক্যাপশন: @BJP4India एमपी में चलो पंचायत अभियान के तहत खजुराहो के पास ग्राम खजुआ में @ChouhanShivraj ने बीजेपी का झंडा वंदन किया और राष्ट्रगान गाया गया...क्या अब तिरंगे की जगह बीजेपी के झंडे को देश में फहराया जाएगा और राष्ट्रगान होगा?)

টুইটটি দেখতে এখানে। 

তাছাড়া, আমরা দেখতে, পেয়েছি ১৬ মে, ২০১৮ 'পত্রিকা'য় প্রকাশিত একটি প্রতিবেদনে ওই ভিডিওটি থেকে নেওয়া একটি স্ক্রিনশট ব্যবহার করা হয়।

২০১৮ পত্রিকা'য় প্রকাশিত প্রতিবেদন

ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ১৪ মে, ২০১৮ চল পঞ্চায়েতের দিকে ('চল পঞ্চায়েত কে ওর') অনুষ্ঠানে যোগ দিতে ছাতারপুরের রাজনগর পঞ্চায়েতে গিয়ে পৌঁছলে, ভিডিওটি তোলা হয়। ওই অনুষ্ঠানে বিজেপির পতাকা উত্তোলন করা হয় ও সেই সঙ্গে গাওয়া হয় জাতীয় সঙ্গীত।

সেই সময়, স্থানীয় সংবাদ মাধ্যম 'ভোপাল সমাচার'-এ (Bhopal Samachar) ওই ঘটনাটি সম্পর্কে প্রদিবেদন প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বাড়ি ভাড়ার ওপরেও কি ১৮ শতাংশ জিএসটি কর? একটি তথ্য যাচাই

Related Stories