একটি ভিডিও বানানো হয়েছে যাতে এক দর্জিকে দেখানো হচ্ছে এক মহিলার মাপ নেওয়ার সময় সে তাকে অশালীনভাবে স্পর্শ করছে। এবার মুসলিমদের (Muslim) নিশানা বানিয়ে ছবিটা শেয়ার করে বলা হচ্ছে, হিন্দু (Hindu) মহিলারা যেন মুসলিম ব্যবসায়ীদের কাছে না যান।
তবে বুম দেখে এই দৃশ্যটা সাজানো এবং এর নিহিত সাম্প্রদায়িক মোচড়টাও সম্পূর্ণ ভুয়ো। এর আগেও বুম এই ধরনের অনেক ভুয়ো, সাজানো দৃশ্যের পর্দাফাঁস করেছে, যাতে সাম্প্রদায়িক আবেগ উস্কে দেওয়ার উদ্দেশ্য ছিল। সাধারণত ফেসবুক এবং ইউ-টিউবেই এই ধরনের ভুয়ো দৃশ্য ছাড়া হয়, যা লক্ষ-লক্ষ লোক দেখে এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে।
৩ মিনিট ৩৬ সেকেন্ড স্থায়ী এই ভিডিওটি এমনভাবে শেয়ার করা হচ্ছে, যেন এটি একটি সত্য ঘটনার বাস্তব চিত্র, যেখানে এক হিন্দু মহিলা এক মুসলিম দর্জির দোকানে পোশাকের মাপ দিতে গেছেন। মাপ নেওয়ার ছলে দর্জিটি যেন এর পর মহিলার অস্থানে হাত দিতে চেষ্টা করে, যার প্রতিক্রিয়ায় মহিলা দ্রুত দোকান ছেড়ে চলে যায়। এর পরের দৃশ্যে অন্য একটি বোরখা-পরা মহিলা ওই দর্জির কাছে মাপ দিতে যায়। তার সঙ্গেও দর্জিটি অশালীন আচরণ করতে সচেষ্ট হলে সে বোরখা খুলে ফেলে এবং দেখা যায়, সে আসলে একজন মহিলা পুলিশ। মহিলা-পুলিশটি এরপর ওই দর্জিকে সঙ্গে নিয়ে দোকান ছেড়ে বেরিয়ে যায় এবং বাইরে থেকে দোকানের শাটার নামিয়ে দেয়।
ভিডিওটির হিন্দি ক্যাপশনে লেখা হয়েছে—"হিন্দু বোনেরা ও কন্যারা যেন কোনও মুসলমানের দোকানে না যান। এই লোকগুলির মনোবৃত্তি খারাপ এবং নোংরা। তাই ওদের কাছ থেকে পোশাক তৈরি করানো, হেনা করা কিংবা চুল কাটতে যাওয়া ঠিক নয়।"
ভাইরাল পোস্টগুলি দেখতে এখানে, এখানে ও এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: বেঙ্গালুরুর এক ডাক্তারের হার্ট অ্যাটাকে ঢলে পড়ার পুরনো দৃশ্য মুম্বইয়ের বলা হল
তথ্য যাচাই
বুম এই ভিডিওর ফ্রেম ভেঙে নিয়ে রিভার্স সার্চ করে দেখেছে, ভিডিওটি 'থার্ড আই' নামের ইউ-টিউব চ্যানেলে (যার গ্রাহক সংখ্যা ৬ মুখের বেশি) আপলোড করা হয়েছে ২০২২ সালের ১২ মার্চ।
আমরা লক্ষ্য করি, ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে—"ফিটিং মাস্টার, সামাজিক সচেতনতা ভিডিও। আইডিয়াজ ফ্যাক্টরি।" বিবরণীতে লেখা, "ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ! এই চ্যানেলটি বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে লোককে সচেতন করার জন্য বিভিন্ন চিত্রনাট্যের নাট্যরূপ দিয়ে থাকে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতেই এগুলি বানানো হয় এবং এর উদ্দেশ্য নিছকই বিনোদন।"
চ্যানেলটির তৈরি ভিডিওর তালিকা দেখলেও স্পষ্ট হয়, সমাজ-সচেতনতা বাড়াতেই এটি অসংখ্য ছোট-ছোট ফিল্ম এভাবে বানিয়ে থাকে।
বুম চ্যানেলটির সঙ্গে যোগাযোগও করেছে। এর পরিচালক রাহুল কাশ্যপ আমাদের কাছে স্বীকার করেছেন, এই ভিডিওটিও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি।
আরও পড়ুন: তামিলনাডুতে তৈরি বিশ্বের ক্ষুদ্রতম উপগ্রহ পাঠাল নাসা, মিডিয়া কি নীরব?