একটি ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে যে বিরাট কোহলি (Virat Kohli) তার মোবাইলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলন দেখছেন। কোহলির মোবাইল স্ক্রিনে রাহুল গান্ধীর ছবি সম্পাদনা করে যোগ করা হয়েছে।
বুম দেখে যে আসল ছবিতে কোহলি কেবল তার মোবাইল ফোনে স্ক্রল করছেন, স্ক্রিনে রাহুল গান্ধীর কোনও ছবি নেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ সালের প্রথম ম্যাচটি চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মধ্যে ২২ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। কোহলি ২০২১ সাল পর্যন্ত আরসিবিতে অধিনায়কত্ব করেন।
২১ মার্চ ২০২৪ তারিখে, রাহুল গান্ধী নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে দাবি করেন যে কংগ্রেস রাজনৈতিক দল তাদের ভোট প্রচার পুরোদমে শুরু করতে অক্ষম কারণ তাদের দলের অ্যাকাউন্টগুলি আয়কর বিভাগ দ্বারা ফ্রিজ করা হয়েছে।
ফেসবুকে ভাইরাল পোস্টটি একাধিক ব্যবহারকারী শেয়ার করেছেন। একজন ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “মোবাইলে রাহুল গান্ধী-র প্রেস কনফারেন্স দেখছেন বিরাট কোহলি।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
ভাইরাল ছবিটি বেশ কয়েকটি কংগ্রেসপন্থী এক্স হ্যান্ডেলে শেয়ার করে দাবি করা হয়েছে যে, আরসিবি বনাম সিএসকে ম্যাচের আগে কোহলিকে রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন দেখতে দেখা গিয়েছিল।
এক্স হ্যান্ডেল নিউটন (@newt0nlaws) গান্ধীর সাংবাদিক সম্মেলনের একটি ভিডিও সহ ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "এক্সক্লুসিভ: বিরাট কোহলি কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়ে রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন দেখছেন। একই ভিডিও আমি এখানে পোস্ট করেছি।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একটি ভেরিফাইড এক্স হ্যান্ডল সুরভী (@SurrbhiM) পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এক্সক্লুসিভ ভিজুয়ালস।বিরাট কোহলি গতকাল আরজির পিসি দেখছিলেন #RCBvsCSK"।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে যে ভাইরাল ছবিটি সম্পাদিত এবং আসল ছবিতে বিরাট কোহলি তার ফোনে রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন দেখছেন না।
আমরা গুগল লেন্সের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করলে মূল ছবিটি পাই যেখানে কোহলির মোবাইল স্ক্রিনের বিষয়বস্তু একটু অস্পষ্ট, কিন্তু ভাইরাল ছবির মতো রাহুল গান্ধীর কোনও ছবি দৃশ্যমান নেই।
ইনস্টাগ্রাম হ্যান্ডেল (@virat__.forever_) মোবাইল ফোন সহ কোহলির ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, "জিও অ্যাডভার্টাইজমেন্টের শ্যুট শুরু হওয়ার আগে, বিরাট কোহলি বিশ্রাম করছেন"।
দ্বিতীয় পোস্টে একই ছবির জুম করা সংস্করণ রয়েছে, সেখানে কোহলির ফোনের স্ক্রিন দেখা যায়। কিন্তু, এই ছবিটিতে ভাইরাল ছবির মতো গান্ধীর কোনও ভিডিও নেই দেখা যায় না।
এর থেকে আমরা নিশ্চিত হই যে রাহুল গান্ধীর ছবিটি ভাইরাল ছবিতে সম্পাদনা করা হয়েছে।