সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে বিভ্রান্তিকর এক দাবিতে বলা হয় সাম্প্রতিক লোকসভা নির্বাচনে (Loksabha Election) ভোট চুরি করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
৪৫ সেকেন্ডের ভিডিওটিতে একজন পোলিং এজেন্টকে ভোটার তালিকা নিয়ে একটি টেবিলে বসে থাকতে দেখা যাচ্ছে। একজন নীল টিশার্ট পরা ব্যক্তিকে পোলিং বুথের সামনে দাঁড়িয়ে প্রত্যেক ভোটারের জন্য ইভিএম মেশিনে একটি করে বোতাম টিপতে দেখা যায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটি পুরোনো। ২০২২ সালের ফেব্রুয়ারী মাসের ওই ভিডিওতে দক্ষিণ দমদম পৌরসভা নির্বাচনের ঘটনা দেখতে পাওয়া যায়।
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন শুরু হয়েছে ১৯ এপ্রিল ২০২৪ তারিখে। প্রথম দফায় নির্বাচন হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। সাত দফায় লোকসভা নির্বাচন শেষ হবে ১ জুন ২০২৪ তারিখে।
এক্সে ভিডিওটি পোস্ট করে একজন ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "মমতা’র গনতন্ত্র।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
২০২২ সালে এই ভিডিও অন্য এক ভুয়ো দাবিসহ ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। সেসময় আমরা ভিডিওটির বিষয়ে জানতে ইউটিউবে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি।
এর মাধ্যমে আমরা ২৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে পোস্ট করা টিভি৯ বাংলার একটি নিউজ বুলেটিন পাই।
৩:০২ মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিও রিপোর্টটিতে ভাইরাল ভিডিওটিতে থাকা দৃশ্য দেখতে পাওয়া যায়। টিভি ৯ বাংলার সেই রিপোর্টের ক্যাপশন হিসাবে লেখা হয়, "দক্ষিণ দমদমের ৩৩ নং ওয়ার্ডের ১০৮ নং বুথে ভোটার না, ভোট দিলেন এজেন্ট"।
ভিডিওটির বিবরণ থেকে আমরা জানতে পারি ঘটনাটি দক্ষিণ দমদম পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে লেকভিউ স্কুলে ভোট চলাকালীন ঘটে। সেখানে ভোটারদের ইভিএমে ভোট না দিতে দিয়ে পোলিং এজেন্টকে ভোট দিতে দেখতে পাওয়া যায়।
নিউজ বুলেটিনটি দেখুন এখানে।
এছাড়াও, টিভি৯ বাংলার তরফে সেসময় ঘটনাটির বিষয়ে এক প্রতিবেদনও প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি ছাপ্পা-ভোট দেওয়ার পুরো ঘটনাটাই প্রিসাইডিং অফিসারের সামনে ঘটলেও ঘটনাটির কোনো প্রতিবাদ তিনি করেননি।
আমরা প্রতিবেদনটি থেকে আরও জানতে পারি নীল টিশার্ট পরা ব্যক্তি ভোটারদের ইভিএমের কাছে আসতে না দিয়ে নিজেই ভোট দিয়ে দিচ্ছিলেন এবং গুনছিলেন কত নম্বর ছাপ্পা-ভোট দেওয়া হল। ঘটনাটি ঘটে লেকভিউ স্কুলে ৩৩ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথে ভোট চলাকালীন। বিরোধীরা সেসময় নীল টিশার্ট পড়া ব্যক্তিকে তৃণমূল কর্মী বলে অভিযুক্ত করেছিল এবং সিপিএম তৃণমূলের বিরুদ্ধে অনেক ছাপ্পা-ভোট দেওয়ার অভিযোগও তুলেছিল।
উপরন্তু, বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস তৃণমূলের ভোট-চুরির অভিযোগ করে সমাজমাধ্যমে এই ভিডিওটি সেসময় পোস্ট করেছিল। কংগ্রেসের সেই পোস্টের আর্কাইভ দেখুন এখানে। বিজেপির করা পোস্ট দেখুন এখানে।