সম্প্রতি বুর্জ খলিফা বিল্ডিংয়ের উপর ভগবান রামের একটি হলোগ্রাম দেখা যায় দাবিতে এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করে নেটিজেনদের অনেকে লেখেন উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দুবাইয়ে বুর্জ খলিফাতে সম্প্রতি দেখা গেছে এমন দৃশ্য।
বুম যাচাই করে দেখে সম্পাদনা করে এই ছবিটি তৈরী করে এথিস্ট কৃষ্ণা নামক একজন এক্স (প্রাক্তন টুইটার) ব্যবহারকারী।
২২ জানুয়ারী ২০২৪ তারিখে উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দির এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মোহন ভগবৎ-সহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিরা।
এর মধ্যেই দেখা গেলো সোশ্যাল মিডিয়ায় এই সম্পাদিত পোস্ট যেখানে ভগবান রামের একটি চিত্র দেখা গেলো বুর্জ খলিফা বিল্ডিংয়ে।
একটি ডানপন্থী ফেসবুক পেজ এই ছবিটি পোস্ট করে লেখেন,"অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দুবাইয়ে বুর্জ খলিফাতে ফুটে উঠেছে। জয় শ্রী রাম।"
এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম প্রথমেই এই ছবির একটি রিভার্স সার্চ করে এবং এথিস্ট কৃষ্ণা নামক এক্স (প্রাক্তন টুইটার) ব্যবহারকারীর পোস্ট খুঁজে পাই যেটি করা হয় ২২ জানুয়ারি ২০২৪ তারিখে। এই পোস্টে একই ছবি দেখা যায় যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
এরপর আমরা এই পোস্টের কমেন্টে একজন ব্যবহারকারীর উত্তর খুঁজে পাই যেখানে তার সাথে এথিস্ট কৃষ্ণা নামক এই প্রোফাইলের কথোপকথন হয় যার থেকে আন্দাজ করা যায় এটি এই ব্যক্তিই তৈরী করেছেন।
এছাড়াও, আমরা দেখি এই প্রোফাইল থেকে এর আগেও বহুবার বিভিন্ন সম্পাদিত পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় যার থেকে বিভ্রান্তি ছড়ায়। এর আগেও এই ব্যবহারকারী এমন বেশ কিছু সম্পাদিত ছবি পোস্ট করে যার তথ্য যাচাই করে বুম।
এরপর আমরা বুর্জ খলিফা বিল্ডিংয়ের যাচাই করা ফেসবুক পেজে এই সংক্রান্ত কোনও ভিডিও অথবা ছবি খোঁজার চেষ্টা করি কিন্তু এমন কোনও ছবি মেলেনি। যদি এমন কোনও হলোগ্রাম বুর্জ খলিফাতে দেখানো হতো, তাদের সোশ্যাল মিডিয়া পেজে তা দেখা যেতো। এর থেকে বোঝা যায় এমন কোনও হলোগ্রাম দেখানো হয়নি বুর্জ খলিফা বিল্ডিংয়ে।
আমরা লক্ষ্য করি বুর্জ খলিফা বিল্ডিংয়ের যাচাই করা ফেসবুক পেজের সবচেয়ে সাম্প্রতিক পোস্ট ছিল ১ অক্টোবর, ২০২৩ তারিখের।
এছাড়াও একটি ইয়ানডেক্স রিভার্স সার্চের মাধ্যমে আমরা 'জুলিয়াস অ্যালবাম' নামক ওয়েবসাইটে একটি ছবি খুঁজে পাই যেটি আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির অসম্পাদিত সংস্করণ। দুটি ছবির মধ্যে একটি তুলনা নিচে দেখা যাবে।