Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

Toolkit: অরবিন্দ কেজরিওয়ালের পাশে আপ কর্মীর ছবি ছড়াল Nikit Jacob বলে

বুম দেখে ভাইরাল ছবিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে থাকা মহিলা হলেন আম আদমি দলের সদস্যা অঙ্কিতা শাহ।

By - Anmol Alphonso | 18 Feb 2021 12:36 PM GMT

আম আদমি দলের এক সদস্যার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ছবি শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে যে ওই মহিলা হলেন আইনজীবী নিকিতা জেকব (Nikita Jacob)।

নিকিতা জেকব হলেন মুম্বাইয়ের একজনআইনজীবী পরিবেশ আন্দোলনের কর্মী দিশা রবি ও শান্তনু মুলুকের সঙ্গে বিতর্কিত 'টুলকিট' কাণ্ডে তাঁর নামও জড়িয়ে পড়ে। 'টুলকিট' হল আজকের কৃষক আন্দোলন সংক্রান্ত একটি নথি। টুলকিটটি সম্পাদনা ও শেয়ার করার অভিযোগের ভিত্তিতে দিশা রবিগ্রেফতার হওয়ার পর, জেকব দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হওয়া থেকে রেহাই পেতে, বম্বে হাইকোর্টের কাছে আবেদন করলে তিন সপ্তাহের জন্য ছাড়া পান। কারণ, দিল্লি পুলিশ শান্তনু মুলুক ও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

ভাইরাল ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "নিকিতা জেকব, যিনি টুলকিট মামলায় পালিয়ে বেড়াচ্ছেন।"

ফেসবুক পোস্ট

পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

ফেসবুকে ভাইরাল

ওই একই ক্যাপশন দিয়ে ফেসবুকে সার্চ করলে দেখা যায়, ছবিটি সেখানেও মিথ্যে ক্যাপশন সহ শেয়ার করা হচ্ছে।


তথ্য যাচাই

বুম দেখে ভাইরাল ছবিটিতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি হলেন আম আদমি পার্টির জাতীয় সোশাল মিডিয়া টিমের সদস্যা অঙ্কিতা শাহ (Ankita Shah) নিকিতা জেকব নন, যেমনটি মিথ্যে দাবিতে বলা হয়েছে।

আইনজীবী আইপি পটেল ও সমাজ কর্মী অশোক পণ্ডিত মিথ্যে দাবি সমেত ছবিটি টুইট করেন। কিন্তু পরে অনেকেই মন্তব্য করে ওই মহিলার পরিচয় সম্পর্কে ভুল ধরিয়ে দিলে, তাঁরা টুইট দুটি ডিলিট করে দেন।

পটেল আর পণ্ডিতের করা মিথ্যে দাবি আগেও খণ্ডন করেছে বুম (এখানে ও এখানে)।

মন্তব্যগুলির সূত্র ধরে আমরা অঙ্কিতা শাহর টুইটার অ্যাকাউন্টটি (@ankita_shah8) দেখি। তাতে দেখা যায় যে, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯-এ অঙ্কিতা ছবিটি টুইট করে ছিলেন। সঙ্গে ক্যাপশনে বলেন, "অবশেষে আমার প্রিয় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা হল।"

টুইটারে নিজের পরিচিতিতে অঙ্কিতা শাহ লিখেন, তিনি আপ-এর জাতীয় সোশাল মিডিয়া টিমের এক সদস্য এবং কেজরিওয়ালের এক অনুরাগী।


তাছাড়া অঙ্কিতা শাহ ও নিকিতা জেকবের ছবি মিলিয়ে দেখলে স্পষ্ট হয়ে যায় যে তাঁরা আলাদা ব্যক্তি।


আরও পড়ুন: নরেন্দ্র মোদী ও অমিত শাহ মাথায় ইসলামীয় টুপি পরেছেন? না তা ঠিক নয়

Related Stories