Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কর্নাটকে জয়ের জন্য রাহুল গাঁধীর প্রশংসায় বিরাট কোহলি? গ্রাফিক্স ভুয়ো

বুম যাচাই করে দেখে কর্নাটকের নির্বাচনী সাফল্যের জন্য রাহুল গাঁধীর প্রশংসা করে বিরাট কোহলি ইনস্টাগ্রামে কোনও পোস্ট দেননি।

By - Anmol Alphonso | 16 May 2023 1:53 PM IST

কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Vote) কংগ্রেস গরিষ্ঠতা পেতে চলেছে ভোট গণনা চলাকালীন রাহুল গাঁধীর (Rahul Gandhi) প্রশংসা করে ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) পোস্ট করা একটি ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট সম্পূর্ণ ভুয়ো।

কর্নাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল ১৩৫ টি আসনে জয়লাভ করে। ভারতীয় জনতা দল ও জনতা দল সেক্যুলার পেয়েছে যথাক্রমে ৬৬ ও ১৯ টি আসন পেয়েছে। ১৩ মে ভোট গণনা চলার সময় গ্রাফিক্সটি ভাইরাল হয়। 

বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া স্ক্রিনশটটিতে দেখানো হয়েছে, সেখানে রাহুল গাঁধীর একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা—“এই সেই জন, যাঁকে নিয়ে উপকথা রচিত হচ্ছে, যিনি প্রকৃত নেতা, রাহুল গাঁধীl

জনৈক টুইটার ব্যবহারকারী ভাইরাল স্ক্রিনশটটি টুইট করে ক্যাপশন দিয়েছেন—“এটাই সেই ইনস্টাগ্রাম পোস্ট, যেটা বিরাট কোহলি এখন মুছে দিয়েছেন... তিনি জানেন ‘ভারত জোড়ো’ যাত্রা কত জনপ্রিয় হয়েছিল এবং রাহুল গাঁধী কেমন করে দেশের নেতা হয়ে উঠেছিলেন!”




টুইটটি দেখুন এখানে। 




টুইটটি দেখুন এখানে। 

রাহুল গাঁধীর ছবি দিয়ে এ রকম আর একটি স্ক্রিনশটও শেয়ার করা হচ্ছে, যার ক্যাপশনে লেখা, ‘এ বছর সরকার আমাদের—রাহুল গাঁধী’। এটা আসলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর স্লোগান ‘এ বছর কাপটা আমাদেরই’কে একটু ঘুরিয়ে প্রয়োগ করা হয়েছে।




টুইটটি দেখুন এখানে



তথ্য যাচাই

বুম দেখে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়ো, কেননা কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের সাফল্যের জন্য রাহুল গাঁধীর প্রশংসা করে এই ধরনের কোনও পোস্ট ইনস্টাগ্রামে বিরাট কোহলি করেননি।

কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিংবা অন্য কোথাও কোনও প্রতিবেদনে এ ধরনের পোস্ট শেয়ার করার এবং পরে তা মুছে দেওয়ার কোনও গল্পও কেউ শোনেনি। কোহলি একজন নামজাদা এবং জনপ্রিয় খেলোয়াড়, অসংখ্য তাঁর অনুগামী l তিনি এ ধরনের কোনও পোস্ট শেয়ার করলে তার অসংখ্য স্ক্রিনশটে এতক্ষণে সমাজ-মাধ্যম ভরে যেত।

তা ছাড়া দুটি ভাইরাল স্ক্রিনশটের ক্যাপশনও এক রকম নয় এবং দুটিতে ব্যবহৃত রাহুলের ছবিও আলাদা-আলাদা।

ভাইরাল হওয়া গ্রাফিক্স দুটির টাইমস্ট্যাম্পও আমরা যাচাই করে দেখেছি, তাতে অনেক অমিল রয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টের ‘১৭ মিনিটের টাইমস্ট্যাম্প’-কে ২টি ভাইরাল স্ক্রিনশটের সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে আমরা বেশ কিছু বৈসাদৃশ্য দেখতে পেয়েছি। ভাইরাল স্ক্রিনশটে ‘১৭’ এবং ‘মিনিট’ শব্দদুটির মধ্যে কোনও ব্যবধান নেই, যদিও ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার সময় তাদের মধ্যে ব্যবধান রয়েছে।



আমরা আরও খেয়াল করেছি যে, প্রথম ভাইরাল স্ক্রিনশটটি পোস্ট করা হয় 'ডক্টর নিমো যাদব' নামে প্যারডি টুইটার অ্যাকাউন্ট থেকে, যে নিয়মিত ব্যঙ্গাত্মক পোস্ট করে থাকে।



এ রকম আর একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি স্পষ্ট হবে। ওই অ্যাকাউন্ট থেকেই আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসিস-এর একটি ছবি দিয়ে একটি ব্যঙ্গাত্মক ক্যাপশনে তাঁকে কর্নাটক নির্বাচনের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়। লেখা হয়—

“দিনটা ছিল ১৭ এপ্রিল, কর্নাটক নির্বাচন থেকে ২৩ দিন আগে। আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসিস দুর্দান্ত ব্যাটিং করছিলেন। ৫৬ রানের মাথায় তিনি সহসা দলের জার্সি সরিয়ে তাঁর গায়ে উর্দু লিপিতে আঁকা ’ফজল’ ট্যাটু দেখান। কর্নাটকের ভোটদাতাদের প্রতি এটা ছিল তাঁর প্রচ্ছন্ন ইঙ্গিত।”



বুম এর আগেও এই অ্যাকাউন্ট থেকে করা পোস্টের তথ্য-যাচাই করে দেখিয়েছে যে, এই অ্যাকাউন্টের বিভিন্ন টুইট ভুয়ো খবর ও গুজব ছড়িয়ে থাকে।



Tags:

Related Stories