সোশাল মিডিয়া পোস্টে মিথ্যে দাবি করা হয়েছে যে, একটি টেলিভিশন চ্যানেলে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma) নবী মহম্মদ সম্পর্কে যে মন্তব্য করেন, তার পরিপ্রেক্ষিতে রাশিয়া, ইজরায়েল, নেদারল্যান্ডস ও ফ্রান্স সহ ৩৪ টি দেশ, ভারতও নূপুর শর্মাকে সমর্থন করেছে।
নবী মহম্মদের বিরুদ্ধে বিজেপি সদস্য নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের মন্তব্য সম্পর্কে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে কুয়েত, কাতার ও সৌদি আরব সহ বেশ কয়েকটি আরব দেশ। ওই কড়া প্রতিক্রিয়ার ফলে, মন্তব্যগুলি থেকে বিজেপি নিজের দূরত্ব তৈরি করে। এবং জিন্দালকে পার্টি থেকে বহিষ্কার ও নূপুরকে সাসপেন্ড করা হয়।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি'র টুইটারের অনুকরণে তৈরি একটি জাল টুইটার অ্যাকাউন্টের স্ক্রিনশটে ওই দাবিটি করা হয়েছে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসেবে মেজর
জেনারেল বক্সি, টাইমস নাও ও অন্যান্য টিভি চ্যালের অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। নূপুর শর্মা ও ভারতকে সমর্থন করেছে ৩৪ দেশ, এই দাবি সমেত স্ক্রিনশটটি ফেসবুকে শেয়ার করা হচ্ছে।
টুইটটিতে যা বলা হয়েছে, তা হল, "রাশিয়া, নেদারল্যান্ডস, ইজরায়েল, ফ্রান্স সহ ৩৪টি দেশ নূপুর শর্মা ও ভারতকে সমর্থন করেছে। জয় শ্রীরাম।"
দেখার জন্য এখানে ক্লিক করুন।
ভুয়ো টুইটার হ্যান্ডেলটি থেকে করা আসল টুইটটি নীচে দেওয়া হল।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: নূপুর শর্মার মন্তব্য বিতর্ক: ছড়াল পুরনো সম্পাদিত কাশ্মীরের ভিডিও
তথ্য যাচাই
বুম দেখে দাবিটি মিথ্যে। নূপুর শর্মার মন্তব্যকে ধিক্কার জানানোর বিরুদ্ধে তাঁকে ও ভারতকে সমর্থন করে কোনও দেশের সরকারি বিবৃতি দেখতে পাইনি আমরা।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে আমরা গুগুলে সার্চ করি। কিন্তু ৩৪টি দেশ নূপুর শর্মার উক্তিকে সমর্থন করেছে, তেমন কোনও সংবাদ প্রতিবেদন আমরা দেখতে পাইনি।
নূপুর শর্মার সমর্থনে হল্যান্ডের অতি-দক্ষিণপন্থী রাজনীতিবিদ গিয়ের্ট উইলডার্স-এর টুইট ছাড়া আমরা নেদারল্যান্ডের কোনও সরকারি বিবৃতি দেখতে পাইনি।
তাছাড়া, উইলডার্স হলেন নেদারল্যান্ডের সংসদে একজন বিরোধী ও দক্ষিণপন্থী জননেতা।
আমরা রাশিয়া, ইজরায়েল ও ফ্রান্সের বিদেশমন্ত্রকের টুইটার হ্যান্ডেলগুলি দেখি। কিন্তু সেগুলিতেও নূপুর শর্মার সমর্থনে কোনও বিবৃতি ছিল না।
আরও পড়ুন: বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে গণপিটুনি ভুয়ো দাবিতে ছড়াল ২০০৮ সালের ছবি