এক সুবিশাল চাঁদ ঢেকে দিচ্ছে সূর্যকে, এমন একটি ভিডিও শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে যে ২৬ মে ২০২১ তারিখে আকাশে যে সুপারমুন (Super Moon) দেখা গিয়েছিল, এটি তারই ঘটনা। এই ভিডিওটি আসলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তৈরি করা হয়েছে।
গত ২৬ মে ২০২১ তারিখে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে এসেছিল। এর ফলে অন্য দিনের তুলনায় সে দিনের পূর্ণিমার চাঁদকে অনেক বড় দেখাচ্ছিল। একে বলা হয়েছে ২০২১ সালের সুপারমুন (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)। এই ঘটনার প্রেক্ষিতেই এই ভুয়ো ভিডিওটি শেয়ার করা হল।
৩০ সেকেন্ড দৈর্ঘের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এক বিরাট চাঁদ দ্রুত উপস্থিত হচ্ছে, সূর্যকে ঢেকে দিচ্ছে, এবং চলে যাচ্ছে।
দেখার জন্য এখানে এবং আর্কাইভের জন্য এখানে ক্লিক করুন।
দেখার জন্য এখানে এবং আর্কাইভের জন্য এখানে ক্লিক করুন।
বুম এই ভাইরাল ভিডিও ক্লিপটি তার হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর (৭৭০০৯০৬১১১) এও পায়।
আরও পড়ুন: আমদাবাদ পুলিশের অপরাধী ধরা ছড়াল দিল্লি দাঙ্গার অভিযুক্ত গ্রেফতার বলে
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে যে, এই ভিডিওটি সিজিআই বা কম্পিউটেড জেনারেটেড ইমেজারি ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং এক জন অ্যানিমেশন শিল্পী এটি টিকটকে আপলোড করেন।
টুইটার হ্যান্ডল হোক্সআই অনুসন্ধান করে দেখে যে, এই ভিডিওটি শিল্পী Aleksey_nx-এর তৈরি করা, এবং তিনিই এই ভিডিওটি টিকটকে আপলোড করেন।
টিকটকে উল্লিখিত শিল্পীর খোঁজ করতে গিয়ে আমরা দেখতে পাই যে শিল্পী এই ক্লিপটিই ২০২১ সালের ১৭ মে তারিখে আপলোড করেছিলেন— অর্থাৎ ২৬ মে তারিখে সুপারমুন ঘটার বহু আগেই।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
আমরা ইনস্টাগ্রামেও এই শিল্পীর খোঁজ করি এবং দেখতে পাই যে, তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি এক জন সিজিআই আর্টিস্ট।
অ্যালেক্সি অন্যান্য সিজিআই ক্লিপও শেয়ার করেছেন। তেমনই একটি ক্লিপ নীচে দেওয়া হল, যাতে তিনি দেখিয়েছেন যে চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ক্লিপটি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।
আর পড়ুন: হজরত মহাম্মদ সম্পর্কে রানি মুখোপাধ্যায়ের ভুয়ো টুইট উক্তি ফের জিইয়ে উঠল