সম্প্রতি ভারতের ডানপন্থী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিজয় ভাষণের এক অংশ পোস্ট করে দাবি করেন ট্রাম্পের সেই বক্তৃতার সময় "মোদী মোদী" স্লোগান দেয় উপস্থিত জনতা।
বুম দেখে ট্রাম্পের সেই বক্তৃতার সময় আদতে "ববি, ববি" স্লোগান দেওয়া হয়েছিল যখন ট্রাম্প তার বক্তব্যে রবার্ট এফ কেনেডি জুনিয়র ও ভবিষ্যতে প্রশাসনে তার ভূমিকার কথা উল্লেখ করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সংবাদ মাধ্যমগুলি ট্রাম্পের পক্ষে নির্বাচনের রায় প্রকাশ করে জানায়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে চলেছেন। এই প্রতিবেদনটি লেখার সময় অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) অনুসারে, ট্রাম্প পেয়েছেন ২৯৫টি নির্বাচনী ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি নির্বাচনী ভোট। মার্কিন ইলেকটোরাল কলেজ অনুসারে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন হয়।
ভ্যাকসিনের সোচ্চার সমালোচক কেনেডি জুনিয়র একজন স্বতন্ত্র প্রার্থী যিনি ২০২৪ সালের রাষ্ট্রপতি পদের নির্বাচন থেকে নিজের নাম তুলে নিয়ে ট্রাম্পকে সমর্থন করেন। তিনি আমেরিকার বিশিষ্ট কেনেডি পরিবারের সদস্য এবং প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ভাগ্নে। ট্রাম্প অতীতে ঘোষণা করেছেন তার হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পরে কেনেডি ট্রাম্পের প্রশাসনের স্বাস্থ্যসেবায় একটি বড় ভূমিকা পালন করবেন।
২১ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি @KreatelyMedia তাদের এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে।
ভিডিওতে ইংরেজিতে লেখা দেখা যায়, "ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের সময় জনতা "মোদী, মোদী" স্লোগান দেয়।"
বুম আগেও ক্রিয়েটলি দ্বারা পোস্ট করা ভুয়ো দাবির তথ্য যাচাই করেছে।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেছেন, "Oh my God...ট্রাম্পের বিজয় ভাষণে মোদী মোদী স্বর!!!মোদী একজন দারুন ব্যক্তি,,ভাষণ থামিয়ে বললেন ট্রাম্প...মোদীজি কি জয় হো.."
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই: ট্রাম্পের বিজয় ভাষণে জনতার স্লোগান "ববি, ববি", "মোদী, মোদী' নয়
বুম দেখে ভাইরাল ভিডিওয় জনতা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে উল্লেখ করার সময় 'ববি ববি' স্লোগান দেয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করা হয়নি।
আমরা ট্রাম্পের পুরো বিজয় ভাষণটি পর্যবেক্ষণ করে দেখি ভিডিওটি তোলা হয় যখন ট্রাম্প রবার্ট এফ কেনেডি জুনিয়র সম্পর্কে বলছিলেন। বড় তেল সংস্থাগুলির বিরুদ্ধে তার পরিবেশগত দৃষ্টিভঙ্গির দিকে উল্লেখ করে ট্রাম্প রসিকতা করে তাকে "তরল স্বর্ণ" থেকে দূরে থাকতে বলেন কারণ কেনেডি জুনিয়র একজন প্রাক্তন ডেমোক্র্যাট এবং পরিবেশ আইনজীবী।
ট্রাম্প ইংরেজিতে বলেন, "রবার্ট এফ কেনেডি জুনিয়র এসেছেন এবং তিনি আমেরিকাকে আবার সুস্থ করে তুলতে সাহায্য করবেন। তিনি একজন দুর্দান্ত মানুষ যে সত্যিই কিছু করতে চায়, এবং আমরা তাকে তা করতে দেব।" এর পরে ট্রাম্প কেনেডি জুনিয়রকে বলেন, "ববি, তরল সোনা থেকে দূরে থাকুন। বিশ্বের যে কোনও দেশের তুলনায় আমাদের কাছে বেশি তরল সোনা রয়েছে। এছাড়া, যান গিয়ে ভালো সময় কাটান, ববি।"
ভুয়ো দাবিটি করার জন্য ভাষণের যে অংশে ট্রাম্প কেনেডি জুনিয়রের কথা উল্লেখ করেছেন সেই অংশটি ভাইরাল ভিডিও থেকে বাদ দেওয়া হয়েছে।
ট্রাম্পের বিজয় ভাষণের সরাসরি সম্প্রচারের ১৯:২৯ মিনিটে তাকে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম উল্লেখ করতে শোনা যায়।