Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ডোনাল্ড ট্রাম্পের ভুয়ো ছবি ভাইরাল

বুম যাচাই করে দেখে অনলাইনে ছড়ানো প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি।

By - Anmol Alphonso | 9 April 2023 1:38 PM GMT

মোট ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগে ম্যানহাটনের ফৌজদারি আদালতে অভিযুক্ত হওয়ার পর প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি (US President) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বেশ কয়েকটি ভুয়ো ছবি সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের পথে নীল ছবির অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েল্সের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ধামা চাপা দিতে বিপুল অর্থের ঘুষ দেবার অভিযোগ অস্বীকার করায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওই মিথ্যাচারের অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা শিরোধার্য করে ৫ এপ্রিল ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাসে এভাবে রাষ্ট্রপতির ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার ঘটনা নজিরবিহীন। আত্মসমর্পণের অল্পকাল পরেই অবশ্য ট্রাম্প মায়ামির ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হন।



আদালতে আত্মসমর্পণের পর ট্রাম্পের আঙুলের ছাপ নেওয়া হয়, কিন্তু তাঁর কোনও ছবি তুলে রাখা হয়নি বলে দুই প্রশাসনিক আধিকারিক সূত্র উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস

সে জন্যে অবশ্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে প্রচার শুরু করতে ট্রাম্প শিবিরের আটকায়নি এবং নির্বাচনী তহবিলের চাঁদা তুলতে তাঁর ছবি সহ “নির্দোষ” লেখা টি-শার্ট ৪৭ ডলারের বিনিময়ে বিক্রি করতে উঠে-পড়ে লেগেছে তারা। এই মর্মে প্রচারের ইমেল ছাড়া শুরু হয়েছে।



এই প্রচার শিবিরের তরফে পাঠানো ইমেলর একটি প্রতিলিপি নিউ ইয়র্ক টাইমস-এর সাংবাদিক ম্যাগি হেবারম্যান টুইট করেছেন, যার ক্যাপশনে লেখা, “ট্রাম্পের আঙুলের ছাপ আদালতে নেওয়া হয়েছে, কিন্তু তাঁর কোনও ছবি তোলা হয়নি। কিন্তু তাঁর প্রচার শিবির এই সুযোগটাও হাতছাড়া করতে নারাজ, তারা নিজেরাই অপরাধীদের জন্য তোলা পুলিশি ছবির আদলে ট্রাম্প-এর ছবি তৈরি করে তা ছেপে প্রচারে নেমে পড়েছে।”


অভিযুক্ত হিসাবে ট্রাম্পের ছবি বাস্তবে তোলাই হয়নি

ট্রাম্পকে আদালতে হাজির করার সময় যে সব ছবি তোলা হয়, সেগুলো ব্যবহার না করে কৃত্রিম মেধার সাহায্যে তৈরি ছবি ছড়ানো হচ্ছে।

এ রকমই একটি কালো টি-শার্ট পরা ট্রাম্পের বানানো ছবি টুইট করে নাতালি জ্যাকবি জানতে চেয়েছেন—“১ থেকে ১০ এর মধ্যে আপনি কতটা সুখী হবেন ট্রাম্প গ্রেফতার হল বলে?”



টুইটি দেখুন এখানে। 

রায়ান (@scubaryan_) নামধারী অন্য এক টুইটার ব্যবহারকারী ট্রাম্পের স্যুট পরা একটি ছবি টুইট করেছেন।




টুইটটি দেখুন এখানে

কমলা রঙের জাম্পস্যুট পরা ট্রাম্পের এরকম আরও একটি ছবি টুইটারে ছড়িয়েছে।




 টুইটটি দেখুন এখানে

এ রকমই একটি বানানো ছবি, যাতে ট্রাম্প হাঁটছেন যেন পিছনে বহু লোককে নিয়ে, সেটা টুইট করেছেন ট্রাম্প পুত্র এরিক চ্রাম্প, লক্ষ্য বাবার বিপুল জনসমর্থনের প্রমাণ পেশ করা। ট্রাম্প-সমর্থকরাও এই ভুয়ো ছবি টুইট করে চলেছে।




এরিকের টুইটটি দেখুন এখানে

গত মাসে তদন্তমূলক ওয়েবসাইট ‘বেলিংক্যাট’-এর প্রতিষ্ঠাতা এলিয়ট হিগিন্স কৃত্রিম মেধা ‘মিডজার্নি’র সাহায্য নিয়ে ট্রাম্প গ্রেফতার হওয়ার আগেই সেই গ্রেফতারির বিভিন্ন লগ্নের ছবি বানান। এই ধরনের ৫০টি ছবি হিগিন্স টুইটারে ছাড়েন, যেগুলির মধ্যে অনেকগুলি ভাইরালও হয়।

ট্রাম্পকে আদালতে পেশ করার সময় এ ধরনেরই কয়েকটি টুইট সমাজমাধ্যমে ঘোরাফেরা করতে থাকে।



হিগিন্স পরে অভিযোগ তোলেন এই ভাবে ছবি তৈরির জন্য় তাঁকে ‘মিডজার্নি’ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে



আরও পড়ুন: বৌদ্ধ শ্রমণ বেশে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন? ভুয়ো দাবিতে ছড়াল কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি


Related Stories