ভারতীয় জনতাপার্টির (BJP) তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) একটি টুইট করে ভুয়ো দাবি তুলেছেন,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ আলোয়ার (Jitendra Singh Alwar) 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) চলাকালীন রাহুল গাঁধীর (Rahul Gandhi) জুতোর ফিতে দিচ্ছেন।
বুম অবশ্যদেখেছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো, কেননা বিভিন্ন অন্যান্য ছবি ও ভিডিও থেকে এটাস্পষ্ট যে, জিতেন্দ্র সিংহ রাহুল গাঁধীর নয়,তাঁর নিজের জুতোর ফিতেই বাঁধছিলেন।
ভিডিওতে ভারত জোড়ো যাত্রার হরিয়ানা অংশের ছবি দেখা যাচ্ছে, যা শুরু হয় ২০২২সালের ২০ ডিসেম্বর থেকে। গত ৭ সেপ্টেম্বর, ২০২২কেরালা থেকে রাহুল গাঁধী তাঁর এই যাত্রার সূচনা করেন এবং বেশ কয়েকটি রাজ্য ঘুরে আজতাঁর এই যাত্রা ১০৬ তম দিবসে পড়েছে। শুরু থেকেই এই যাত্রা নিয়ে নানা ভুল তথ্য ও ভুয়ো বক্তব্যের খণ্ডন করে চলেছে বুম।
যেমন অমিতমালব্য তাঁর ভাইরাল হওয়া ভিডিওতে ক্যাপশন দিয়েছেন—"প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ হাঁটু মুড়ে বসে রাহুল গান্ধীরজুতোর ফিতে বেঁধে দিচ্ছেন। এবং এই উদ্ধত অর্বাচীনযুবক নিজে এই কাজটা না করে জিতেন্দ্রর পিঠ চাপড়ে দিচ্ছে।"এর পর হিন্দিতে লেখা—"খড়্গেজি কি এইঐতিহ্যের কথাই বলছিলেন? কংগ্রেস দলে তোপা-চাটাদের কোনও অভাব নেই!"
নিউজ-১৮-এরপদস্থ সম্পাদক আমন চোপরাও এই ভিডিওটি টুইট করে লিখেছেন, "রাহুল গাঁধী যাঁর পিঠ চাপড়ে দিচ্ছেন, তিনি হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীভানওয়ার জিতেন্দ্র সিংহ।"
টুইটটি দেখুন এখানে।
আরও পড়ুন:
তথ্য যাচাই
বুম দেখলো,অমিত মালব্যর দাবিটা সম্পূর্ণ ভুয়ো এবং ঘটনার যে সব ছবি ও ভিডিও পাওয়া গেছে,সেখানে স্পষ্ট বোঝা যায়, জিতেন্দ্র সিংহের জুতোর ফিতে খুলে যাওয়ার পর তিনি নিজেইতা নীচু হয়ে বসে বেঁধে নিচ্ছেন।
মালব্যরটুইটের জবাবে জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, যাত্রার সময় রাহুল গাঁধী তাঁকে দেখিয়ে দেনযে তাঁর জুতোর ফিতে খুলে গেছে এবং তার পরই জিতেন্দ্র নীচু হয়ে নিজের খুলে যাওয়া ফিতেআবার বেঁধে নেন, যে সময়টুকু তাঁকে দিতে রাহুল থমকে দাঁড়িয়েও পড়েন।
এর পরেইজিতেন্দ্র একটি ভিডিওর দৃশ্য টুইট করেন, যাতে স্পষ্টই দেখা যাচ্ছে, তিনি নিজেরজুতোর খুলে যাওয়া ফিতে নিজেই বাঁধছেন।
কংগ্রেসেরসোশাল মিডিয়া প্রযুক্তির ভারপ্রাপ্ত প্রশান্ত প্রতাপও একই স্থানে তোলা বেশ কয়েকটিছবি টুইট করেছেন, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে, রাহুল নয়, জিতেন্দ্র সিংহের জুতোরফিতেই খুলে গিয়েছিল।
তিনি অন্য একটি কোণ থেকে তোলা একই ঘটনার একটি ভিডিও-ও টুইট করেন, যেটা থেকে স্পষ্ট যে জিতেন্দ্র সিংহ আলোয়ারের নিজের জুতোর ফিতেই খুলে যায় এবং তিনি নিচু হয়ে তা বেঁধেও নেন।
বুমজিতেন্দ্র সিংহের দফতরেও যোগাযোগ করে এবং সেখান থেকেও বেশ কিছু ছবি ও ভিডিও পাঠানোহয়, যাতে স্পষ্ট যে যাত্রা চলা কালে জিতেন্দ্র সিংহের জুতোর ফিতেই খুলে যায় এবংতিনি নিজেই তা বেঁধে নেন।
ওই সব ছবি ওভিডিও থেকে আমরাও পরিষ্কার বুঝে যাই মালব্যর অভিযোগটি সম্পূর্ণ ভুয়ো।
উপরেরছবিটিতে দেখাই যাচ্ছে, রাহুল গাঁধী জিতেন্দ্রর জুতোর খুলে যাওয়া ফিতের দিকে সংকেতকরছেন। ভাইরাল হওয়া ভিডিওতেও এই ঘটনাক্রম দেখাযায়।
জিতেন্দ্রসিংহ একটি বিবৃতি জারি করে মালব্যর দাবিকে ভুয়ো বলে নস্যাত্ করার পাশাপাশি এই টুইটপ্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন।
বুমজিতেন্দ্র সিংহ আলোয়ারের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। তা পাওয়া গেলে প্রতিবেদনটি সংস্করণ করা হবে।