Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, এটি সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মর্মান্তিক দুর্ঘটনার উপগ্রহ চিত্র নয়

বুম দেখে 'নিউজ-৭ তামিল' প্রচারিত গ্রাফিক ভিডিও—যার মাধ্যমে দেখানো হয়েছে কী ভাবে বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ে।

By - Anmol Alphonso | 15 Dec 2021 5:54 AM GMT

একটি নিউজ চ্যানেলের তৈরি অ্যানিমেশন ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কী ভাবে সেই মর্মান্তিক হেলিকপ্টার (Helicopter Crash) দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যাতে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) ও আরও ১২ জন মারা যান। কিন্তু সেই ভিডিওটি এখন এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, সেটি হল উপগ্রহ থেকে তোলা ওই দুর্ঘটনার ছবি।

যে এমআই সিরিজের হেলিকপ্টারটি ৮ ডিসেম্বর ২০২১'এ তামিলনাডুর কোয়ম্বাত্তুর ও সুলুরের মধ্যে ভেঙ্গে পড়ে, তাতে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত. তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, সুরক্ষা কমান্ডোরা এবং একজন আইএএফ পাইলট। ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) বা ভারতীয় বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে যে, ওই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়েলিংটনে'এ (নীলগিরি পাহাড়) ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে প্রশিক্ষণরত অফিসারদের সামনে ভাষণ দেওয়ার কথা ছিল জেনারেল রাওয়াতের।

শেয়ার করা ৩৮ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, "কুন্নুরে হেলিকপ্টার ভেঙ্গে পড়ার উপগ্রহ থেকে তোলা ভিডিও। মনে হচ্ছে, পেছনের পাখাটি ভেঙে গেলে হেলিকপ্টারটি হঠাৎই উল্টো দিকে ঘুরে যায়। এবং ২ সেকেন্ডের মধ্যে সেটি ভেঙে পড়ে। কিছু করার সময় পাওয়া যায়নি।"

আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে

ফেসবুকে ভাইরাল

ওই মিথ্যে দাবি সমেত ভিডিওটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।

পাঠকরা ভিডিওটি যাচাইয়ের জন্য বুমের হেল্পলাইন নম্বরে (৭৭০০৯০৬১১১) পাঠান।

আরও পড়ুন: বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার দৃশ্য বলে ছড়াল সিরিয়ার ভিডিও

তথ্য যাচাই

ভিডিওটি তামিল চ্যানেল নিউজ-৭'এর তৈরি একটি অ্যানিমেশন। সেটিতে, আগের মুহূর্তের সম্ভাব্য ঘটনাগুলিকে সাজিয়ে কী ভাবে দুর্ঘটনা ঘটেছিল তা দেখানোর চেষ্টা করা হয়েছে।

ভিডিওটিতে 'নিউজ-৭ তামিল'এর লোগোটি দেখা যাচ্ছে। সেই সূত্র ধরে আমরা ইউটিউবে সার্চ করি। দেখা যায়, সেটি নিউজ-৭'র তৈরি একটি গ্র্যাফিক।

আসল ভিডিওটি ৮ ডিসেম্বর ২০২১'এ আপলোড করা হয়। সেটির ক্যাপশনে বলা হয়, "কুন্নুরে হেলিকপ্টার কী ভাবে ভেঙ্গে পড়ল? গ্র্যাফিকের মাধ্যমে দেখনো হল।" 'নিউজ-৭ তামিল প্রাইম'র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তেমনটাই লেখা হয়।

আসল ও ভাইরাল ভিডিওতে একই ঘটনাক্রম দেখতে পাই আমরা।

Full View

৮ ডিসেম্বরের ওই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বায়ুসেনা। তিন প্রতিরক্ষা শাখার দ্বারা তদন্ত হবে জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে, তদন্ত দ্রুত সম্পন্ন করে তথ্য উদঘাটন করা হবে। সেই সঙ্গে জল্পনা-কল্পনা করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে বায়ুসেনার তরফে।

ওই দুর্ঘটনার পর থেকে বেশ কয়েকটি ষড়যন্ত্রের তত্ত্ব সোশাল মিডিয়ায় ছেয়ে গেছে। কিছু সোশাল মিডিয়া ব্যবহারকারী ওই দুর্ঘটনায়, যাতে জেনারেল রাওয়াত মারা গেলেন, তার পেছনে বিচ্ছিন্নতাবাদীদের হাত, অভ্যন্তরীণ নাশকতা, এমনকি সাম্প্রদায়িক আক্রমণের সম্ভাবনার কথাও বলেছেন। কিন্তু এই তত্ত্বগুলির সমর্থনে কোনও তথ্য প্রমাণ পেশ করা হয়নি।

আরও পড়ুন: অরুণাচল প্রদেশের কপ্টার ভাঙার ভিডিও বিপিন রাওয়াতের মৃত্যুর সঙ্গে জুড়ল

Related Stories