মহারাষ্ট্রের (Maharashtra) গ্রামাঞ্চলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ভিডিওয় বিহারে (Bihar) রাহুল গান্ধীর (Rahl Gandhi) সাম্প্রতিক সমাবেশ উপলক্ষে মানুষের জমায়েতের (crowd) দৃশ্য দেখা যাচ্ছে।
বুম যাচাই করে দেখে ভিডিওটি সাতারা জেলার পেড়গাঁও গ্রামের হিন্দকেশরী ময়দানে ২০২৫ সালের জুন মাসে তোলা। ওই জায়গায় প্রতি বছর একটি ঐতিহ্যবাহী ষাঁড়ের গাড়ি দৌড় (বেইলগাড়া শারীয়াত) অনুষ্ঠিত হয়।
১৭ আগস্ট, ২০২৫-এ রাহুল গান্ধী বিহারের সাসারাম থেকে ১৬ দিনের 'ভোট অধিকার যাত্রা' শুরু করেন। ওই রাজ্য নির্বাচনের আগে ভোট চুরির অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ২০ জেলার মধ্য দিয়ে ১৩০০ কিলোমিটার পথ পদযাত্রা করে অতিক্রম করবেন গান্ধী। ১ সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে একটি সমাবেশের মাধ্যমে এই যাত্রা সমাপ্ত হবে।
ভাইরাল দাবি: ভিডিওয় রাহুল গান্ধীর মিছিলের জন্য জনসমাবেশ দেখা যাচ্ছে
এক স্থানে প্রচুর মানুষের ভিড়ের ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করে লেখেন, "রাহুল গান্ধী যখন বিহার আসে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি মহারাষ্ট্রের এবং রাহুল গান্ধীর মিছিলের সঙ্গে অসম্পর্কিত
১. ভাইরাল ভিডিও মহারাষ্ট্রের পেড়গাঁওয়ের: আমরা গুগলে ভাইরাল ভিডিওর কিফ্রমের রিভার্স ইমেজ সার্চ করে ২০২৫ সালের জুন মাসের একাধিক ইনস্টাগ্রাম পোস্ট পাই। ২২ জুনের ইনস্টাগ্রাম পোস্টে ভাইরাল দৃশ্য দেখা যায় যার ক্যাপশনে ঘটনাস্থল হিসাবে মহারাষ্ট্রের সাতারা জেলার পেড়গাঁও গ্রামের হিন্দকেশরী ময়দানের বলে উল্লেখ করা রয়েছে।
আমরা ২২ জুনের একটি ইনস্টাগ্রাম ব্লগে একই দৃশ্য দেখতে পাই যেখানে মাঠে অনুষ্ঠিত বার্ষিক ঐতিহ্যবাহী ষাঁড়ের গাড়ি দৌড়ের (বেইলগাড়া শারীয়াত) ভিডিও রয়েছে।
২. জিও লোকেশন: বুম গুগল ম্যাপের সাহায্যে জায়গাটির চিহ্নিত করতে সক্ষম হয়। ২০২৫ সালের জুনে গুগল ম্যাপে হিন্দকেশরী পেড়গাঁও ময়দানের আপলোড করা একটি ছবিতেও একই পাহাড় দেখা যায় যেটি ভাইরাল ভিডিওতেও দৃশ্যমান। দেখুন এখানে।