রাজস্থানের (Rajasthan) কৃষকদের প্রতিবাদ (Farmers Protests) আন্দোলনে সক্রিয় এক মহিলা কর্মীকে পুলিশের আটক করার ভিডিও ভুল ক্যাপশন দিয়ে ভাইরাল করে বলা হচ্ছে, সেটি সাসপেন্ড হওয়া বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) গ্রেফতার করার দৃশ্য। ভাইরাল পোস্টটিতে আরও দাবি করা হচ্ছে যে, পয়গম্বরের (Prophet Mohammad) বিরুদ্ধে তাঁর মন্তব্যের কারণেই নূপুর শর্মাকে গ্রেফতার করা হচ্ছে।
জাতীয় টেলিভিসনের বিতর্কে পয়গম্বরের বিরুদ্ধে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দলের আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে কাতার, কুয়ায়েত এবং সৌদি আরবের মতো আরব দেশগুলি তীব্র নিন্দা জানিয়েছে। তার পরেই শাসক দল বিজেপি তার ওই দুই মুখপাত্রের কাছ থেকে দলের দূরত্ব তৈরি করতে মরিয়া হয়ে জিন্দলকে দল থেকে বহিষ্কার এবং নূপুরকে সাময়িকভাবে বরখাস্ত করে। এই প্রেক্ষিতেই ভিডিওটি ভাইরাল করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ এক মহিলাকে টানতে-টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি প্রতিরোধ করছেন।
এই ভিডিওরই অন্য একটি বয়ানে নেপথ্যে ভাষ্য দেওয়া হচ্ছে যে, ইনি হচ্ছেন নূপুর শর্মা, যাঁকে গ্রেফতার করা হচ্ছে।
ভিডিওর হিন্দি ক্যাপশনে লেখা হয়েছে—"পয়গম্বরের অপমানের ৪ দিন পরে নূপুর শর্মাকে গ্রেফতার করা হচ্ছে।"
(মূল হিন্দিতে: गुस्ताख ए रसूल नूपुर शर्मा 4 दिन बाद हो गई गिरफ्तार)
একই ভিডিও বাংলা ক্যাপশন সহও ভাইরাল করা হয়েছে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
টুইটারেও একই ভুয়ো দাবি সহ ভিডিওটি শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: সৌদির রাজা সলমনের সামনে মাথা নত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? ছবি ভুয়ো
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল ভিডিওতে দেখানো মহিলার নাম ভূমি বিরমি, তিনি রাজস্থানের চুরু এলাকার ভারতীয় কিসান ইউনিয়নের (অরাজনৈতিক) সভানেত্রী, এবং মোটেই নূপুর শর্মা নন।
ভালো করে ভিডিওটিতে নজর করে আমরা দেখলাম, ছবিতে যে পুলিশদের দেখা যাচ্ছে, তাদের উর্দির প্রতীকে এটা স্পষ্ট যে, উর্দি রাজস্থান পুলিশের। নীচের ছবিদুটির তুলনা করলেই সেটা বোঝা যাবে।
এই সূত্র ধরে আমরা 'নূপুর শর্মা গ্রেফতার' এই মূল শব্দগুলি হিন্দি ও ইংরেজিতে বসিয়ে ফেসবুকে অনুসন্ধান করে দেখলাম একটি পোস্ট, যেখানে ভাইরাল ভিডিওয় দেখা মহিলাটিকে নূপুর শর্মা বলে শনাক্ত করা হয়েছে। অথচ অন্য একটি পোস্টে ওই ভাইরাল ভিডিও থেকেই স্ক্রিনশট নিয়ে মহিলাকে ভূমি বিরমি বলে শনাক্ত করা হয়েছে।
ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
এর পর আমরা ফেসবুকে ভূমি বিরমি-র প্রোফাইল খুঁজে দেখি যে, তিনিই ভাইরাল ভিডিওয় দেখা মহিলা। নিজেকে তিনি রাজস্থানের চুরু জেলার ভারতীয় কিসান ইউনিয়নের (অরাজনৈতিক) সভানেত্রী হিসাবে পরিচয় দিয়েছেন।
একই সঙ্গে আমরা স্থানীয় কিছু রিপোর্টও দেখতে পাই, যেখানে অন্য কোণ থেকে এই ঘটনাটি সম্পর্ক খবর প্রকাশ করা হয়েছে।
রিপোর্টটি দেখতে ক্লিক করুন এখানে।
বিরমি নিজেও রাজস্থানের চুরু জেলার কৃষক প্রতিবাদ আন্দোলন নিয়ে ১৫ জুন, ২০২২ তারিখে ভিডিও আপলোড করেছেন।
ভিডিওটি দেখুন এখানে।
বিরমির আপলোড করা এই ভিডিওতে আমরা ভাইরাল হওয়া ভিডিওটাই দেখতে পাই।
এ ছাড়াও আমরা ১৬ জুন, ২০২২ রাজস্থানের চুরুতে সংঘটিত নিখিল ভারতীয় কিসান সভার একটি জমায়েতের খবর এবিপি নিউজ-এর প্রতিবেদনে প্রকাশিত হতে দেখি, যাতে বলা হয়, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মহকুমা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে হিংসা ও উত্তেজনা সৃষ্টি হয়।
বুম ভূমি বিরমি-র সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলেই এই প্রতিবেদনটি সংস্করণ করা হবে।
তা ছাড়া, নূপুর শর্মাকে গ্রেফতার করা হয়েছে কিংবা তাঁর মন্তব্যের পর পরই গ্রেফতার হয়েছিলেন, এমন কোনও খবরও আমাদের নজরে পড়েনি।
আরও পড়ুন: হায়দরাবাদে নিকাশি নালায় বিস্ফোরণের খবরে সাম্প্রদায়িক রঙ দিল আজতক